রাজকে পরীমনির ডিভোর্স: তারকাদের সংসার কেন টেকে না? কী বলছেন নেটিজেনরা
২০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩১ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ এএম
তারকাদের বিচ্ছেদ নিয়ে কৌতুহলেরও শেষ নেই সাধারণ মানুষের মধ্যে। হলিউড-বলিউডসহ সামগ্রিকভাবে ক্রীড়া ও বিনোদন জগতে বিবাহ-বিচ্ছেদ এখন একটা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। তাসের ঘরের মতোই ভেঙে পড়ছে তারকাদের সংসার।
সম্পর্কের এই ভাঙা-গড়ার খেলায় নিত্যই ডুবে থাকে শোবিজ। আজ এই তারকার বিয়ে তো কাল ওই তারকার ছাড়াছাড়ি! এসব বিচ্ছেদের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় মুহূর্তের মধ্যে।
সারা বিশ্বেই বিনোদন তারকারা সাধারণ মানুষের আগ্রহের বিষয়। তাদের গান, অভিনয় এবং অন্যান্য কর্মকাণ্ড সাধারণ মানুষকে বিমোহিত করে রাখে। তাদের পেশাদারি কাজগুলো দর্শকদের বিনোদিত করে সারা বছর।
কিন্তু পর্দার ঝলমলে উপস্থিতির এসব তারকার অনেকেরই ব্যক্তিগত জীবন সুখের নয়। দাম্পত্য কলহ, অশান্তি এবং বিচ্ছেদ যেন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে বিনোদন মিডিয়ায়।
বিশ্বখ্যাত বিনোদন তারকাদের বেশিরভাগেরই ব্যক্তিগত জীবনে শান্তি নেই। সেই প্রভাব এখন বাংলাদেশি বিনোদন তারকাদের ক্ষেত্রেও ঘটতে দেখা যাচ্ছে। গত কয়েক বছরে বাংলাদেশের শীর্ষ বিনোদন তারকাদের মধ্যে সংসার ভাঙ্গনের ঘটনা ঘটেছে বেশি।
সর্বশেষ বিচ্ছেদের ঘটনা ঘটলো চিত্রনায়িকা পরীমনির। ১৮ সেপ্টেম্বর পরীমনি রাজের উদ্দেশে বিচ্ছেদের নোটিশ পাঠান। তাঁর পারিবারিক একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের এই খবর মুহুর্তেই ছড়িয়ে পড়ে। চিত্রনায়িকা পরিমনিরও একাধিকবার বিয়ে হয়েছে এবং সংসার ভেঙেছে।
এর আগে ঢাকাই চলচ্চিতত্রের সুপার স্টার শাকিব খানের সঙ্গে সংসার ভেঙেছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম ইয়াসমিন বুবলির। সংসার ভেঙেছে অভিনেত্রী শবনম ফারিয়ার। প্রেম করে বিয়ে করলেও সংসার শুরুর এক বছরের মধ্যেই আলাদা হন তারা।
সংসার ভেঙেছে চিত্রনায়িকা মাহিয়া মাহির। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্বামীর সঙ্গে বিচ্ছেদের বিষয়টি স্পষ্ট করেন মাহি। বিচ্ছেদের সময় সংসার ভাঙনের বিষয়টি নিশ্চিত করে মাহি লিখেছেন, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।
দেশের সবচেয়ে আলোচিত বিচ্ছেদ ছিল তাহসান-মিথিলার। কারণ সাধারণ মানুষ এই তারকা দম্পতিকে আদর্শ জুটি মনে করতেন। কিন্তু সেই সংসারও না টেকায় হতাশ হয়েছেন তাদের ভক্তরা।
দেশের বিনোদন মিডিয়া বিকশিত হওয়ার সময় থেকেই তারকাদের বিচ্ছেদগাঁথা চলমান রয়েছে। সবচেয়ে বেশি আলোচিত ছিল অভিনেতা হুমায়ূন ফরিদী ও সুবর্ণা মুস্তাফার বিচ্ছেদের ঘটনা। টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বেরও সংসার ভেঙেছে। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। তিনি প্রথম বিয়ে করেছিলেন অভিনেত্রী প্রভাকে। সেই বিয়েটি অল্প সময়ের ব্যবধানেই ভেঙ্গে যায়।
কেন অভিনয় তারকাদের সংসারে কালো মেঘ নেমে আসে কিংবা বিচ্ছেদ ঘটছে- এ বিষয়ে নানা জনের নানা মত।
এ বিষয়ে ফেসবুক ব্যবহারকারী মাছুম বিল্লাহ সরমান লিখেছেন, ইসলামিক আদর্শের মূল্যবোধে থাকা প্রত্যেকটি ভালোবাসা বেঁচে থাকে জনম জনম হাজার বছর ধরে। কারণ সেটার ভিতরে আল্লাহর সন্তুষ্টি আছে এবং রহমত সাহায্য সহযোগিতা, আছে ধর্মীয় আধ্যাত্বিকতা, কিন্তু এই সমস্ত পাপী'দের সব আছে নেই শুধু আল্লাহর দয়া নামক বান্দার প্রতি মহান ভালোবাসা, কারণ আপনি আল্লাহর হয়ে গেলে আল্লাহ আপনার হয়ে যাবে, আর আল্লাহর থেকে দূরে সরে গেলে এই পৃথিবীতে কেউ বা কোন কিছু সুখ এবং ভালোবাসা দিতে পারবেন না, এটি আল্লাহর পক্ষে হতে তার মকবুল বান্দাদের জন্য সুনির্দিষ্ট বাজেট! আলহামদুলিল্লাহ।
তারকাদের বিচ্ছেদ নিয়ে জুয়েল রানা লিখেছেন, একটা বিষয় খেয়াল করলে বুঝা যায় যে অভিনয় জগতের ব্যক্তিরা জামাকাপড় মত স্বামী, স্ত্রী বদলায়। তারা অভিনয় করতে করতে ব্যক্তি জগৎ আর অভিনয় জগৎ এক করে ফেলে। এইসব করার মূল কারন হল তাদের চক্ষুলজ্জা নাই। অভিনয় জগতের মানুষদের আমরা সাধারণ মানুষ অনুসরণ করে ভুল পথে চলে যাই।সুতরাং এইসব মানুষদের দিয়ে স্বামী স্ত্রী বা ভালোবাসার সম্পর্ক বিবেচনা করা ঠিক হবে না।পবিত্র ভালোবাসা সব সময় সুন্দর।
মোঃ মনির নায়েব লিখেছেন, এদের ভিতর ভালোবাসা বলতে কিছুই নাই এটা শুধু ধোঁকা। আর হারাম সম্পর্ক ছাড়া। আর এরা কোন মুসলমানের আইডল হতে পারে না, আমাদের আইডল হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম। যারা ইসলামের পথে আছে আমি হুজুরদের কথা বলছি কই তাদের তো কোনদিন ভালোবাসায় রং বদলায় না। আর তারা সুখেই থাকে। আসুন ইসলামিক জীবন গড়ি দুনিয়া এবং আখেরাতে এবং সুখে শান্তিতে থাকে।
রেজা খন্দকার লিখেছেন, এগুলো নতুন কিছু নয়। তারকাদের বিয়ে হচ্ছে পছন্দের কারো সাথে মেলামেশা করার মাধ্যম। যদি বিয়ে ছাড়াই তারা একসাথে থাকতে পারতো তাহলে তারা কখনোই বিয়ে করতো না। সমাজের চোখে, মানুষের চোখে যেটা খারাপ সেটা তারা করবে না। লোকে মন্দ বলবো, সমাজ মন্দ বলবে! তাহলে কি দরকার এসবের? তারচেয়ে বরং এটাই ভাল যে বিয়ের মাধ্যমে একসাথে থাকা যায়, তাতে কোন বাঁধা নেই, কারো কোন বাজে মন্তব্য নেই। সমাজের চোখে মানুষের চোখে যেটা বৈধ সেটাই করেছে। তাই বিয়ে হচ্ছে তাদের একটা কৌশল মাত্র। কন্টাক্ট শেষ আবার তারা আলাদা।
মামুন আহমেদের মন্তব্য, মানুষ আল্লাহর বিধান থেকে যত সরে যাবে জীবণের হতাশা ততো বেশী বেড়ে যাবে,আবেগী কথা আর নাটক সিনেমায় দেখা নোংরা ভালোবাসার অনুসরণ করে সারাজীবন একসাথে থাকা যাবে না এটাই মহাসত্য।
নাটক, সিনেমা বা ধারাবাহিক সিরিয়ালে প্রেম ভালোবাসা, সুখ শান্তির কিছু সময়ের জন্য অভিনয় করা অনেক সহজ কিন্ত বাস্তবে জীবনে বড়ই কঠিন।
আফফান বিন সিরাজ লিখেছেন, সব কিছুর মূলে একটা বিষয় তা হলো ইসলামের সঠিক জ্ঞান যা তারকাদের ভিতর নেই। আর যখন উভয়েই সমানতালে সব কিছুর মালিক হয় টাকা পয়সা সহ যা কিছু আছে, তখন একজনের প্রতি আরেকজনের কোন দূর্বলতা থাকে না যেটায় সাধারণত একটা সম্পর্ক টিকে থাকে। দু'জনই একজন একজন হলে সম্পর্ক টিকে থাকে না যখন দুজনে মিলে একজন হয় তখনই সম্পর্ক টিকে থাকে থাকে আমৃত্যু পর্যন্ত।
রাফসান আহমেদ চৌধুরী লিখেছেন, আসলে ব্যাপারটা হলো একজন সাধারণ পাব্লিক কাওরে ভালবাসলে তারে নিজের কইরা নিতে বেশিরভাগ সময় যথেষ্ট যুদ্ধ করে। তাই দিন শেষে তার কাছে সম্পর্কের দাম থাকে। কিন্তু একটা সেলিব্রিটির কাছে আসলে জিনিসটা খুব সাধারণ তারা মন থেকে ভালবাসা কি তা ফিল করার আগেই দেখে যারে একটু ভাল লাগে না চাইতেই সেই হাজির। ২ দিন পর পর একটা গেলে আরেকটা আসে। পপুলার হওয়ার সবচেয়ে বড় লাভ এটাই। তাইত কাওকে ১৪ দিন পরে হারাইলেও সে নরমাল আবার ১৪ বছর পর হারাইলেও ওই একই। হাতেগুনা ২/১ জন ভিন্ন বাকি সব সেইম।
নিশিতা ইয়াসমিন লিখেছেন, ভালোবাসার রঙ বদলায় না, শুধু দায়ীত্বহীনতা আর বোঝার ভুলে জীবন বদলায়। দুটো মানুষ যখন আলাদা মনে করেন নিজেদেরকে তখনই সব শেষ হতে চলে, জীবন সঙ্গীকে নিজের আর একটি অংশ বলে মনে প্রাণে বিশ্বাস করতে না পারার ফল বিচ্ছেদ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
কুয়াকাটায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬৭ হাজার জরিমানা
ভ্রমণকারীদের জন্য মেডিকেল ডেবিট কার্ড নিয়ে এল ভিসা ও ব্র্যাক ব্যাংক পিএলসি
সংস্কারবিহীন নির্বাচন দেশে নব্য ফ্যাসিবাদের জন্ম দেবে
নেত্রকোনার পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
আটঘরিয়ায় নারীর মৃতদেহ উদ্ধার
রামপালে ইউপি চেয়ারম্যান নাসির বরখাস্ত
রাজবাড়ীর কালুখালীতে এনআরবিসি ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধন
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান শাখায় অপ্রীতিকর ঘটনা
খুলনা বারের সাবেক সম্পাদক কারাগারে
ঢাকার উদ্দেশে ছেড়ে গেল ‘রূপসী বাংলা’ ট্রেন, উৎফুল্ল যাত্রীরা
'মেসির সম্মান রক্ষার্থেই বার্সা ছাড়েন নেইমার'
সারাদেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতির আল্টিমেটাম মোংলায় প্রতিবাদ সভা এবং বিক্ষোভ
সংস্কার কার্যক্রমের ওপর নির্ভর করছে নির্বাচনের সূচি: আসিফ মাহমুদ
সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন
ইজতেমার মাঠে মুসল্লিদের উপর বর্বর হামলার প্রতিবাদে কুমিল্লার মনোহরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
কলাপাড়ায় দিনমজুরের বসত ঘর পুড়ে ছাই
মেলবোর্নে অনিশ্চিত হেড, অভিষেক হচ্ছে কনস্টাসের
বিমানবন্দরে বিজিবির সাবেক মহাপরিচালক আটক
ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কলমবিরতি
এস আলমের চিনি, ইস্পাত ও ব্যাগ কারখানা বন্ধ ঘোষণা