সপ্তাহব্যাপী পর্যটন মেলায় কক্সবাজারে লাখ লাখ পর্যটক, ছাড়ের ঘোষণা ধাপ্পাবাজি!
২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৪ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৪ পিএম
ঈদে মিলাদুন্নবী ও সাপ্তাহিক তিন দিনের ছুটির সাথে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল চলছে কক্সবাজার সৈকতে। এ উপলক্ষে কক্সবাজারে হোটেল ভাড়ায় ৬০% ছাড়সহ রেষ্টুরেণ্ট ও যানবাহনে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। এই ঘোষনায় এখন কক্সবাজারে এসেছেন লাখ লাখ পর্যটক। প্রথম শ্রেণীর হোটেল থেকে সাধারাণ হোটেল পর্যন্ত কোথাও রোম খালী নেই। তবে অভিযোগ ওঠেছে, মেলা উপলক্ষ্যে হোটেল মালিকরা পর্যটকদের কাছ থেকে কম ভাড়াতো দূরের কথা আরো বেশি ভাড়া দাবী করছে। মেলা উপলক্ষে হোটেল ভাড়ায় ছাড় ঘোষণার বিষয়টি যেন পর্যটকদের সাথে একটি বড় ধাপ্পাবাজি!
কক্সবাজারে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ছয় মাস শীতকালীন পর্যটন মৌসুম এবং বাকী সময়টুকু অফসিজন হিসাবে ধরা হয়। আবার বছরের শেষ সময়ে যখন শীত বেশি পড়ে, তখন পর্যটক বেশি আসে বলে ওই সময়কে ধরা হয় পিক সিজন হিসাবে। পিক সিজনে হোটেল ভাড়ায় বিশেষ কোন ছাড় পাওয়া না গেলেও অফ সিজনে ৬০% বা তারও বেশি ছাড় পাওয়া যায়। আর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল চলাকালেও একই পরিমাণ ছাড়ের ঘোষণা দেয়া হয়েছে। সচেতন পর্যটকদের মতে এই ঘোষণার আলাদা কোন বিশেষত্ব নেই।
হাঁকডাক করে পর্যটন মেলার ঘোষণায় প্রচুর পর্যটক এসেছেন কক্সবাজারে। পর্যটকরা অভিযোগ করছেন, মেলা উপলক্ষ্যে হোটেল মালিকরা পর্যটকদের কাছ থেকে কম ভাড়াতো দূরে থাক আরো বেশি ভাড়া দাবী করছে-এমন অভিযোগ অনেক পর্যটকের।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর জানান, গবেষণার উদ্দেশ্যে ওই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ২৭ সেপ্টেম্বর থেকে ৪ দিনের জন্য কক্সবাজারে গেছেন। তাদের জন্য বিভিন্ন তারকা বিহীন হোটেলে রুম ভাড়া চাওয়া হলে দুই খাটের একেকটি ননএসি কক্ষের ভাড়া দাবী করা হয়েছে ১৮০০ থেকে ২ হাজার টাকা। অথচ পিক সিজনেও এই ভাড়ায় কক্সবাজারে ভাড়ায় হোটেল কক্ষ পাওয়া যায়।
একজন বীচকর্মী জানান, পর্যটন মেলা ও বিচ কার্নিভাল উপলক্ষে তার একজন আত্মীয় কক্সবাজারে বেড়াতে আসছেন। তার জন্য লাবণী পয়েন্টের একটি হোটেলে তিনি কক্ষ বুকিং করতে গেলে তার কাছ থেকে এক বেডের একটি কক্ষের ভাড়া চাওয়া হয় ২ হাজার টাকা।
একজন সংবাদকর্মী জানান, পর্যটন মেলা উপলক্ষে তার কিছু পরিচিত জন ৩ দিনের জন্য কক্সবাজারে বেড়াতে আসছেন। তাদের থাকার জন্য লাইট হাউস এলাকা ও কলাতলী মোড়ের গলির ভেতরের কয়েকটি হোটেলে কক্ষ ভাড়া চাইতে গেলে একটি দুই খাটের নন এসি কক্ষের ভাড়া দাবী করা হয়েছে ১৮০০ থেকে ২ হাজার টাকা। তিনি প্রশ্ন করেন, ৬০% ছাড়ের পর যদি এই ভাড়া হয় তাহলে ওই কক্ষের আসল ভাড়া কত?
একইভাবে কলাতলীর শালিক নামের একটি রেষ্টুরেণ্টসহ বেশ কিছু খাবার হোটেলে হোটেলে খাবারের কয়েকগুণ বেশি মূল্য নেয়ার অভিয়োগ পাওয়া গেছে।
এবিষয়ে জানতে কক্সবাজার মেরিন ড্রাইভ হোটেল-রিসোর্টস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, দৈনিক একটি কক্ষের পেছনে খরচ আছে ৭শ টাকা। এখন সবকিছুর দাম বেড়েছে। তবে সিজনের সময় দুই খাটের নন এসি একটি রুমের ভাড়া ৪৫০০ টাকা বা ৪ হাজার টাকা নেন কীনা প্রশ্ন করলে নিরুত্তর থাকেন তিনি।
পর্যটকদের নিরাপত্তায় আইন শৃঙ্খলাবাহিনী সার্বক্ষণিক সতর্ক রয়েছে বলে জানিয়েছেন টুরিস্টপুলিশের একজন কর্মকর্তা।
এদিকে পর্যটন মেলা ওবীচ কার্ণিভাল উপলক্ষে ব্যাপক চাঁদাবাজীর অভিয়োগ উঠেছে। নাম না বলার শর্তে কয়েকজন
পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী এতথ্য জানান। তাদের মতে প্রত্যেক হোটেল মোটেল রেষ্টুরেণ্ট ও ব্যবসায়ীদের নিকট থেকে পর্যটন মেলার নামে যে পরিমান চাঁদা তোলা হয়েছে এবং সারা বছর নানা অজুহাতে যে পরিমাণ চাঁদা তোলা হয় তাতে ব্যবসায়ীরা মূল্য কমাবে কীকরে?
কয়েকজন সংবাদ কর্মী জানান, সারা বছর ইতিবাচক সংবাদ প্রকাশ করে কক্সবাজারের পর্যটনকে তারা প্রমোট করে থাকেন। আর ব্যবসায়ীরা গলাকাটা ব্যবসা করে পর্যটকদের কক্সবাজার বিমূখ করে থাকে। এবিষয়ে প্রশাসনের শৈতিল্য আরো আপত্তিকর।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
’যতবার বাংলাদেশে সুষ্ঠু ভোট হয়েছে, ততবার বিএনপি সরকার গঠন করেছে’....এবিএম মোশাররফ
সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনায় ষড়যন্ত্র আছে – সারজিস আলম
শীর্ষ ফুটবলে নিজেকে আরও কয়েক বছর দেখেন ফন ডাইক
কালীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু আরেক শিশু নিখোঁজ
কুমিল্লায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কর্মসূচি অনুষ্ঠিত
মির্জাপুরে বনের ভেতর গড়ে উঠা ৯টি ঘর উচ্ছেদ
সচিবালয়ে আগুন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকার ও গোয়েন্দা সংস্থা দায় এড়াতে পারেনা - এবি পার্টি
পথশিশুদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন আলোকিত নরসিংদী
কুলাউড়ায় বিসিএস ডাক্তারদের মানববন্ধন
ইসলামিক ফাউন্ডেশনের ডিজির সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেট সীমান্তে নিহত এক তরুন : বিজিবির প্রতিবাদ
যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের বিচার হওয়া উচিত.রাজশাহীতে বদিউল আলম মজুমদার
ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহতের ঘটনায় মামলা
সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ল
মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের শুভেচ্ছা জ্ঞাপন
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে কেএমপিকে ঢেলে সাজানো হচ্ছে; কেএমপি কমিশনার
মির্জাপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে মানববন্ধন কর্মসূচি পালিত
বাগেরহাটে ষড়যন্দ্রমূলক মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে প্রবাসীর সংবাদ সম্মেলন
পদবঞ্চিতদের আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগ, জবি শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় বিবৃতি
টিকেটে ছাড়াই তারকা খেলোয়াড়দের খেলা দেখার সুযোগ পাবে সিলেটবাসী