ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

কুবি উপাচার্যের আস্থাভাজন হওয়ায় অধ্যাপক হচ্ছেন বিশেষ বিবেচনায়!

Daily Inqilab কুবি সংবাদদাতা

০৪ অক্টোবর ২০২৩, ১১:২৫ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩, ১২:১৫ পিএম

প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত পূরণ করা ছাড়াই অধ্যাপক পদে পদোন্নতি পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোসা. শামসুন্নাহার। অভিযোগ উঠেছে, বিভাগীয় প্ল্যানিং কমিটি সুপারিশ না করলেও উপাচার্যের আস্থাভাজন হওয়ায় নিয়মবহির্ভূত পদোন্নতি পাচ্ছেন তিনি। আগামীকাল বুধবার তাঁর পদোন্নতি বোর্ড হওয়ার কথা রয়েছে।

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এর ৩৬(২) ধারার ১০(৯) সংবিধি অনুযায়ী বিভাগীয় সম্প্রসারণ ও নিয়োগে প্ল্যানিং কমিটির সুপারিশ করার কথা রয়েছে। তবে অধ্যাপক পদে শামসুন্নাহারের পদোন্নতি পেতে প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত পূরণ না হওয়ায় তাঁর নিয়োগের সুপারিশ করেনি বিভাগীয় প্ল্যানিং কমিটি।

 

জানা যায়, অধ্যাপক পদের পদোন্নতির শর্তাবলী পূরণ না হওয়ায় গত ২৭ আগস্ট অনুষ্ঠিত সভায় অধ্যাপক পদে তাঁর আবেদন অগ্রায়ণ (ফরোয়ার্ডিং) না করার সিদ্ধান্ত নেয় প্ল্যানিং কমিটি। তবে বিভাগীয় প্রধান হওয়ায় ৩ সেপ্টেম্বর আবারও সভা ডাকেন তিনি। সে সভায় পদোন্নতির কোনোরূপ সুপারিশ না করেই আবেদন অগ্রায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এছাড়া প্ল্যানিং কমিটির সভায় ওই সভার কোনো সদস্যের বিষয়ে আলোচনা হলে, নির্দিষ্ট আলোচনার সময় তিনি সভাস্থল থেকে বাইরে থাকার রীতি রয়েছে। তবে শামসুন্নাহার বিভাগীয় প্ল্যানিং কমিটির সভায় তাঁর আলোচ্যসূচি পর্যালোচনার সময় স্বয়ং উপস্থিত থেকে সভাপতিত্ব করেছেন বলে জানা গেছে।

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদোন্নতির নীতিমালার ৩(ক) অনুযায়ী, অধ্যাপক পদে পদোন্নতি পেতে সহযোগী অধ্যাপক পদে কমপক্ষে ৪ বছর সক্রিয় চাকরির অভিজ্ঞতা প্রয়োজন। ড. শামসুন্নাহার ২০১৯ সালের ২৪ জুন সহযোগী অধ্যাপক পদে যোগদান করেন। এরপর ২০২০ এর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনা বেতনে ছুটিতে ছিলেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় বিনা বেতনে শিক্ষা ছুটি সক্রিয় অভিজ্ঞতা হিসেবে গণ্য হবে কি না-এ বিষয়ে স্পষ্টভাবে কোনো কিছু উল্লেখ না থাকলেও ইতিপূর্বে একই কারণে অনেকে পদোন্নতি পাননি। খোদ লোক প্রশাসন বিভাগেরই অধ্যাপক ড. মাসুদা কামালও এ সংক্রান্ত জটিলতায় এক বছর পরে অধ্যাপক হোন বলে জানিয়েছেন তিনি।

 

সাধারণত বিশ্ববিদ্যালয়ের নীতিমালাতে কোনো কিছু স্পষ্টভাবে উল্লেখ না থাকলে সরকারি নীতিমালা অনুসরণ করা হয়। বাংলাদেশ সার্ভিস রুলস এর নীতিমালা অনুযায়ী, কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পূর্নবেতনে শিক্ষা ছুটির সময়কালকেই সক্রিয় শিক্ষকতা বোঝাবে। একই কথা বলেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল। তিনি বলেন, বিনা বেতনে ছুটি শিক্ষা ছুটি হিসেবে বিবেচিত হলেও সক্রিয় কার্যকাল হিসেবে বিবেচিত হবে না।

 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালায়ও একই কথা বলা হয়েছে। ইউজিসির অভিন্ন নীতিমালা ২(৭) এ বলা হয়েছে, বিনা বেতনে/লিয়েনে বা অসাধারণ ছুটি সক্রিয় শিক্ষাকাল হিসেবে বিবেচিত হইবে না।

 

এদিকে সহযোগী অধ্যাপক পদেও স্থায়ী হননি ড. শামসুন্নাহার। নিয়মানুযায়ী স্বীয় পদে স্থায়ী হওয়া ছাড়া পদোন্নতি পাওয়ার সুযোগ নেই। এসব বিষয়ে কথা বলতে রাজি হননি ড. মোসা. শামসুন্নাহার। এ বিষয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি এ বিষয়ে কথা বলবেন না বলে প্রতিবেদকের কল কেটে দেন। তবে বিভাগীয় প্ল্যানিং কমিটির এক সদস্য জানান, সভায় তাঁর স্থায়ীকরণের অফিস আদেশ দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি।

 

তবে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, ড. শামসুন্নাহার স্বীয় পদে স্থায়ীর কাগজপত্র দেখাতে না পারলেও গত ২১ আগস্ট স্থায়ীকরণের এক সভায় তাঁর বিষয়ে সুপারিশ করা হয়। সিন্ডিকেট সভা না হওয়ায় বিষয়টি এখনো অপেক্ষাধীন। নিয়মানুযায়ী বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি পদোন্নতির আবেদন করতে পারবেন না।

 

শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেন, বিশ্ববিদ্যালয়গুলো আইন কানুন না মেনে গায়ের জোরে অনেক কিছু করে থাকে। অনেক সময় না চাইলেও চাপে পড়ে বোর্ড ডাকে কর্তৃপক্ষ। সেখানে তাঁরা বিষয়গুলো সিন্ডিকেটে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর সিন্ডিকেটে গেলে নিয়মবহির্ভূত বিষয়গুলো বাতিল হয়ে যায়।

 

এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতার কথা বলা হলেও লোক প্রশাসন বিভাগে বিশ্ববিদ্যালয়ের ৮২তম সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী স্বীয় পদে স্থায়ী একজন জ্যেষ্ঠ শিক্ষককে ডিঙিয়ে ড. শামসুন্নাহারকে বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ দেন উপাচার্য বিভাগীয় প্রধান হলেও তিনি সপ্তাহে দু’দিনের বেশি বিভাগে উপস্থিত থাকেন না বলে জানিয়েছেন বিভাগীয় শিক্ষকরা। এতে ওই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নিয়মিত বিড়ম্বনার মুখোমুখি হোন।

 

অভিযোগ রয়েছে ড. শামসুন্নাহাররের স্বামী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হওয়ার প্রভাব দেখিয়েই তিনি বিশ্ববিদ্যালয়ে একের পর এক অনিয়ম করে যাচ্ছেন। এমনকি প্রভাব দেখাতে নিয়মিত প্রধানমন্ত্রীর দপ্তরের লোগো সম্বলিত গাড়ি নিয়েও বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করেন।

 

এসব বিষয়ে কথা বলতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী ও উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনকে গণমাধ্যমে মন্তব্যের জন্য মুঠোফোনে একাধিকবার কল ও খুদেবার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে ড. শামসুন্নাহারের পদোন্নতি সংক্রান্ত কোন প্রক্রিয়ার বিষয়ে জানেন না দাবি করে উপ-উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘কোনো ব্যক্তি বিনা বেতনে শিক্ষা ছুটিতে থাকলে সেটি সক্রিয় অভিজ্ঞতা হিসেবে গণ্য হবার কোন সুযোগ নেই।’


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরীর ইন্তেকাল

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরীর ইন্তেকাল

ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

মেজর জে. অব. তারেক সিদ্দিকসহ ১০ জনের নামে মামলা

মেজর জে. অব. তারেক সিদ্দিকসহ ১০ জনের নামে মামলা

বহিঃশক্তি শকুনের মত শিল্প কলকারখানায় থাবা দেয়ার চেষ্টা করছে : শিমুল বিশ্বাস

বহিঃশক্তি শকুনের মত শিল্প কলকারখানায় থাবা দেয়ার চেষ্টা করছে : শিমুল বিশ্বাস

বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বরদাশত করা হবে না: আইন উপদেষ্টা

বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বরদাশত করা হবে না: আইন উপদেষ্টা