দোহাজারী-কক্সবাজার রেললাইনের ট্রায়াল আজ হচ্ছে না, পিছিয়ে ২ নভেম্বর
১৫ অক্টোবর ২০২৩, ০৮:০৪ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩, ০৮:০৪ এএম

চট্টগ্রামের দোহাজারি-কক্সবাজার রেললাইনে আজ রোববার (১৫ অক্টোবর) ট্রায়াল রান হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী ২ নভেম্বর করা হয়েছে। আর ১২ নভেম্বর এই রেললাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন স্থাপিত রেললাইন এখন ট্রেন চলাচলের জন্য প্রস্তুত।
রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প হচ্ছে চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার রেললাইন প্রকল্প। আগামী ২ নভেম্বর এই রেলপথে ট্রেনের ট্রায়াল রান হবে। আর আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেললাইনের উদ্বোধন করবেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পূর্ব প্রস্তুতি হিসেবে চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার রেললাইন প্রকল্প আগামীকাল সোমবার (১৬ অক্টোবর) দিনব্যাপি পরিদর্শন করবেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. রাসেদ প্রধান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নুরুল ইসলাম সুজন আগামী ১৬ অক্টোবর সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামের কালুরঘাট সেতু সরেজমিন পরিদর্শন করবেন। সেতু পরিদর্শন শেষে সড়কপথে দোহাজারি রেলওয়ে স্টেশনে যাবেন। এরপর দোহাজারি রেলওয়ে স্টেশনে নবনির্মিত দোহাজারি-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের দোহাজারি-কক্সবাজার অংশ আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পূর্বপ্রস্তুতি হিসেবে ট্রলিযোগে দোহাজারি থেকে কক্সবাজার রেললাইন সরেজমিন পরিদর্শন করবেন। এরপর বিকেল ৪টায় কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন পরিদর্শন করবেন।
দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. সুবক্তগীন বলেন, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন স্থাপিত রেললাইন এখন ট্রেন চলাচলের জন্য প্রস্তুত। একই সঙ্গে বিশ্বমানের অত্যাধুনিক আইকনিক স্টেশনটিও অপারেশন করার জন্য প্রস্তুত। আশা করি, নবনির্মিত দোহাজারী-কক্সবাজার রেললাইন আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।
রেলওয়ে সূত্র জানায়, প্রকল্পের আওতায় কক্সবাজারে ঝিনুকের আদলে বিশ্বমানের সর্বাধুনিক রেলওয়ে স্টেশন নির্মাণের পাশাপাশি দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত মোট ৯টি স্টেশন নির্মাণ করা হয়েছে। এ ছাড়া সংরক্ষিত বন এলাকায় রেললাইন স্থাপন করায় বন্যহাতি ও বন্যপ্রাণী চলাচলের জন্য ওভারপাস নির্মাণ করা হয়েছে, যা দক্ষিণ এশিয়ায় প্রথম।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেললাইন প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। ২০১১ সালের ৩ এপ্রিল দোহাজারি-রামু-কক্সবাজার পর্যন্ত মিটারগেজ রেলপথ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে চট্টগ্রামের দোহাজারী থেকে রামু পর্যন্ত ৮৮ কিলোমিটার এবং রামু থেকে কক্সবাজার ১২ কিলোমিটার।
দোহাজারি থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের অদূরে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের কাজ ২০১০ সালে হাতে নেয় সরকার। প্রথম পর্যায়ে দোহাজারি থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০০ দশমিক ৮৩ কিলোমিটার সিঙ্গেল লাইন ডুয়েল গেজ রেললাইন নির্মাণ করা হচ্ছে।
প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে ৯টি রেলওয়ে স্টেশন, চারটি বড় ও ৪৭টি ছোট সেতু। ১৪৯টি বক্স কালভার্ট ও ৫২টি রাউন্ড কালভার্ট নির্মাণ করা হয়েছে। লেভেল ক্রসিং রয়েছে ৯৬টি।
প্রধানমন্ত্রী উদ্বোধনের প্রায় সাত বছর পর ২০১৮ সালে ডুয়েল গেজ এবং সিঙ্গেল ট্র্যাক রেললাইন প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়। প্রথমে প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৮৫২ কোটি টাকা। ২০১৬ সালে প্রকল্প প্রস্তাব সংশোধন করে ব্যয় বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা। এর মধ্যে শুধু কক্সবাজারে দৃষ্টিনন্দন আইকনিক স্টেশনটি নির্মাণে ব্যয় হচ্ছে ২১৫ কোটি টাকা। এতে অর্থায়ন করেছে এশিয়ান উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ সরকার।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

গৌরনদী ইউএনও ওসি’র সামনে মুসল্লীকে মারধর করলেন বিএনপি নেতা

নির্বাচন না করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে : দুলু

ইতালিয়ান ওপেনে খেলবেন না জকোভিচ

দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার দাবি মির্জা ফখরুলের

ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায় যুক্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের সামরিক, বাণিজ্য চুক্তিগুলি

এশিয়ান গেমসে থাকছে ক্রিকেট

লর্ডসে হবে আসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল

নরসিংদীর শিবপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ফেসিষ্ট সরকারের দোসররা শ্রমিকদের ব্যাবহার করে ফায়দা হাসিল করেছে, বিএনপি তা করবেনা : -মাহমুদুল হক রুবেল

মাওলানা রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে আনোয়ারা সড়ক অবরোধ করে বিক্ষোভ

‘ইয়ামালের মত খেলোয়াড় ৫০ বছরে একবারই জন্ম নেয়’

কুলাউড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের ৪ গরু পুড়ে ছাই

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবীতে কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

মার্তিনেসকে নিয়ে দুর্ভাবনায় ইন্টার

বার্সা-ইন্টার: শেয়ানে শেয়ানে লড়াই

আখেরী মোনাজাতের মাধ্যমে বিশ্ব জাকের মঞ্জিলে ফাতেহা শরিফ সম্পন্ন

ঢাকাসহ ৮ জেলায় বজ্রপাতের সতর্কতা জারি

পাকিস্তানি সেলিব্রেটিদের ইন্স্ট্রাগ্রাম ব্লক করেছে ভারত সরকার

নাঙ্গলকোটে শিশুর রহস্যজনক মৃত্যু, নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার

সরাইলে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০