ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

মসজিদে ইউএনওকে সরে বসতে বলায় চাকরি গেল ইমাম-মুয়াজ্জিনের

Daily Inqilab অনলাইন ডেস্ক

১৫ অক্টোবর ২০২৩, ১০:৪৫ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩, ১০:৪৫ এএম

জুমার জামাতে ইকামত দেয়ার সময় মুয়াজ্জিন কুমিল্লার লালমাইয়ের ইউএনও-কে সরে বসতে বললে তিনি ক্ষুব্ধ হন। পরে ইমাম ও মুয়াজ্জিনকে চাকরিচ্যুত করা হয়। ইউএনও ইমাম মাওলানা আবুল বাশারকে পানিতে চুবানোরও হুমকি দেন।

জুমার খুতবা শেষে ইকামত দিতে দাঁড়ান মুয়াজ্জিন। কিন্তু ইমামের পেছনে তখন বসে ছিলেন কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ইকামত দিতে মুয়াজ্জিন তাকে একটু সরে বসতে বলেন। অবশ্য মুয়াজ্জিন বলেছেন, তিনি ইউএনওকে চিনতে পারেননি। তাহলে হয়তো পাশে অন্য কোথাও দাঁড়িয়েই ইকামত দিতেন।

নামাজের কাতারে সরে বসতে বলাটাই কাল হয়েছে। ক্ষিপ্ত হন ইউএনও। আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে মুয়াজ্জিন তো বটেই, ইমামকেও হারাতে হয়েছে চাকরি। তাদের দুজনকে তাৎক্ষণিক চাকরিচ্যুত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।

এমন অভিযোগ করেছেন মসজিদের ইমাম মাওলানা আবুল বাশার। অবশ্য কাতার থেকে সরে বসতে বলার কারণে চাকরিচ্যুতির অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও মো. ফোরকান এলাহি অনুপম।

শুক্রবার কুমিল্লার লালমাই উপজেলার পেরুল ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন ভাটরা কাছারি কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। ঘটনার দিন সকাল থেকে ইউএনও মসজিদ সংলগ্ন সরকারি পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন।

মাওলানা আবুল বাশার বলেন, ‘খুতবা পড়ার শেষ পর্যায়ে ইমামের বরাবর প্রথম সারিতে শার্ট-প্যান্ট পরা এক ভদ্রলোক এসে বসেন। ইকামত শেষে নামাজে দাঁড়ানোর সময় মুয়াজ্জিন ওই ভদ্রলোককে একটু সরতে বলেন। এরপর আমি নামাজ পড়াই।

‘নামাজ শেষে আমি মসজিদ থেকে বের হলে ওই ভদ্রলোক আমাকে ও মুয়াজ্জিনকে মসজিদের দক্ষিণে সরকারি পুকুরপাড়ে ডেকে নিয়ে যান। সেখানে উপস্থিত একজন আমাকে প্রশ্ন করেন, আপনি ওনাকে চিনেন? আমি বললাম, না। তখন তিনি বললেন- ওনি আমাদের উপজেলা নির্বাহী অফিসার। আমি তাৎক্ষণিক বললাম- স্যার, আমরা আপনাকে চিনতে পারিনি।

‘তখন ইউএনও স্যার উত্তেজিত হয়ে বললেন- কোনো কথা নেই। তোকে এখন পানিতে চুবামো। তুই কত বড় মাওলানা হয়েছিস, তোর ইন্টারভিউ নিব।’

‘চেয়ারম্যান-মেম্বার পুকুরপাড়ে আসার পর ইউএনও স্যার আমাকে প্রশ্ন করেন- আমাকে সরতে বললেন কেন? কোন কিতাবে আছে মুয়াজ্জিনকে ইমামের বরাবর দাঁড়াতে হবে? তখন স্যারকে বললাম, ইমাম যদি কোনো কারণে নামাজ পড়াতে ব্যর্থ হয় সেক্ষেত্রে ইমামের বরাবর যিনি থাকেন তাকে ইমামের দায়িত্ব পালন করতে হয়। তাছাড়া আমরা আপনাকে চিনতে পারিনি।

‘তখন তিনি বলেন, আপনি নাকি অংহকারী? আমি বললাম স্যার, আমরা অহংকার করে আপনাকে সরতে বলিনি। তখন স্যার ক্ষুব্ধ হয়ে দ্বিতীয়বারের মতো আমাকে পানিতে চুবাবেন বলেন।’

মাওলানা আবুল বাশার বলেন, ‘একপর্যায়ে তিনি চেয়ারম্যান-মেম্বারকে বলেন, আমি যখন বলব তখন ইমাম, মুয়াজ্জিন ও কমিটির লোকদের আমার অফিসে নিয়ে আসবেন। উত্তরে ইউপি চেয়ারম্যান বলেন- এমনি গেলে যাবে, না গেলে ধরে নিয়ে আসব।’

তিনি বলেন, ‘প্রায় ২ ঘণ্টা জেরার পর আমি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পুকুরপাড় থেকে পাকা সড়কের দিকে গেলে মসজিদের মুসল্লি ও স্থানীয় ভাটরা গ্রামের জহিরুল ইসলাম নামের একজন আমাকে বলেন- হুজুর, আপনি ভালো মানুষ। আপনাকে আমরা অনেক সম্মান করি। ইউএনও স্যার এবং চেয়ারম্যান সাহেব আমাকে পাঠাইছে। কাল থেকে আপনি আর মসজিদে আসবেন না। আসলে অপমানিত হবেন।’

মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি জহিরুল ইসলাম বলেন, ‘আমি শুক্রবার অন্য মসজিদে নামাজ পড়েছি। আমাদের মসজিদে উপস্থিত ছিলাম না। কিন্তু বিকেলে শুনেছি জুমার নামাজের পরে ইমামের সাথে নির্বাহী অফিসারের সমস্যা হয়েছে।’

স্থানীয় পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি একটি জরুরি মিটিংয়ে আছি, মিটিং শেষে আপনার সাথে কথা বলব।’

এক ঘণ্টা পর পুনরায় কল করলে তিনি একই কথা বলেন।

ইউএনও মো. ফোরকান এলাহি অনুপম বলেন, ‘নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে আমি ওই মসজিদে নামাজ পড়তে যাই। খুতবায় ইমাম সাহেবের কিছু কথা উস্কানিমূলক মনে হয়। আমি বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবগত করি। এরপর আজ (শনিবার) বিকেলে জানতে পারি, ইমাম সাহেবকে মসজিদে যেতে চেয়ারম্যান বারণ করেছেন।

‘শুক্রবার জুমার নামাজের পর চেয়ারম্যান আমাকে জানান, যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য ওই ইমাম জেল খেটেছেন। আমি বিষয়টি মসজিদ কমিটিকে সাথে নিয়ে তদন্ত করতে বলি। তদন্তে ইমাম সাহেব দোষী প্রমাণিত হতে পারেন, আবার না-ও পারেন। তদন্ত চলাকালে ওনাকে চাকরিচ্যুত করা ঠিক হয়নি।’

কাতারে দাঁড়ানো নিয়ে ইউএনও বলেন, ‘এমন কোনো ঘটনাই ঘটেনি। এটা কারা ছড়াচ্ছে সেটা বুঝতে পারছি না।’


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

গণপিটুনিতে হত্যা: ঢালাওভাবে ছাত্রদের বিজয়কে খাটো করতে আওয়ামী মিডিয়ার আস্ফালন, সমালোচনার ঝড়

গণপিটুনিতে হত্যা: ঢালাওভাবে ছাত্রদের বিজয়কে খাটো করতে আওয়ামী মিডিয়ার আস্ফালন, সমালোচনার ঝড়

ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৫

ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৫

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৫০ অনিয়মিত বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৫০ অনিয়মিত বাংলাদেশি

দোয়ারাবাজার সীমান্তে মহিষসহ মাছের চালান জব্ধ

দোয়ারাবাজার সীমান্তে মহিষসহ মাছের চালান জব্ধ

সিলেটে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, নারী গ্রেফতার

সিলেটে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, নারী গ্রেফতার

আশ্বিনকেও ফেরালেন তাসকিন

আশ্বিনকেও ফেরালেন তাসকিন

কক্সবাজার পাহাড়তলীতে অনৈতিক কাজে অতিষ্ঠ মানুষ, বাধা দেয়ায় বাসার মালিকের উপর হামলা

কক্সবাজার পাহাড়তলীতে অনৈতিক কাজে অতিষ্ঠ মানুষ, বাধা দেয়ায় বাসার মালিকের উপর হামলা

অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির খসড়া পাঠিয়েছে ইইউ

অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির খসড়া পাঠিয়েছে ইইউ

তাসকিনের জোড়া আঘাত, লিটনের রেকর্ড

তাসকিনের জোড়া আঘাত, লিটনের রেকর্ড

ডিবির আলোচিত ডিসি মশিউর গ্রেপ্তার

ডিবির আলোচিত ডিসি মশিউর গ্রেপ্তার

১৯৯ রানের জুটি ভাঙলেন তাসকিন

১৯৯ রানের জুটি ভাঙলেন তাসকিন

গণপিটুনিতে দুই মাসে ৩৩ জনের মৃত্যু

গণপিটুনিতে দুই মাসে ৩৩ জনের মৃত্যু

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রশ্ন তুললেন জয়

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রশ্ন তুললেন জয়

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই

বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা : ৮ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা : ৮ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

তোফাজ্জলকে হত্যার আগে ২ লাখ ৩৫ হাজার টাকা চাওয়া হয় পরিবারের কাছে

তোফাজ্জলকে হত্যার আগে ২ লাখ ৩৫ হাজার টাকা চাওয়া হয় পরিবারের কাছে

বিশ্বের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন

বিশ্বের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার