ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

বোয়ালমারীতে প্রভাবশালী দখলদার চক্রের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক অসহায় নারী

Daily Inqilab বোয়ালমারী(ফরিদপুর)উপজেলা সংবাদদাতা

১৮ অক্টোবর ২০২৩, ০২:২৩ পিএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩, ০২:২৩ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে এক অসহায় নারীকে তার ভিটে-মাটি থেকে উচ্ছেদ করতে নানামুখী ষড়যন্ত্র ও নিপীড়নের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। উপজেলার শেখর ইউনিয়নের শেখপুর গ্রাম নিবাসী মধ্য বয়স্কা ঐ নারীর নাম মোছাঃ ফাতেমা খানম। লক্ষ্য বাস্তবায়নে ঐ অসাধু চক্রটি ফাতেমা ও তার তিন কন্যা সন্তানের উপর ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর পাশাপাশি তাদের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে যাতায়াতের পথ দখল করে সেখানে তৈরি করেছে টিনের ছাপরা ঘর। ইটের দেয়াল ভেঙে ছাপরা ঘরের চার পাশ ঘিরে রাখা হয়েছে বাঁশ ও পাটকাঠির বেড়া দিয়ে। ফলে পরিবারটি নিজেদের বাড়িতে যেমন যাতায়াত করতে পারছেনা তেমনি প্রতিপক্ষ গোষ্ঠীর অব্যাহত হামলা,মারধর ও হুমকি-ধমকীর মুখে সহায়-সম্পদ ফেলে পালিয়ে বেড়াচ্ছে দেশের নানা জায়গায়। সরেজমিন অনুসন্ধান, ভুক্তভোগীর অভিযোগ ও সংশ্লিষ্ট কাগজপত্র ঘেটে জানাযায়, ২০৯৯ সালে শেখপুর গ্রামের সাত্তার ভূইয়া,মান্নান ভূইয়া গংদের কাছ থেকে শেখপুর মৌজার ৪৫,৪৬,৪৭,৪৮ মোট চারটি দাগের ৮৩ শতাংশ জমি ক্রয় করে সেখানে নতুন বসতি স্থাপন করেন ফাতেমা খানম। শুরুতেই সকল জমির দখল বুঝে পেয়ে এর চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করেন তিনি। নতুন বাড়িতে পাকা ডোয়া ও ফ্লোরের বড় দুইটি টিনের থাকার ঘর,গোয়াল ঘর,রান্না ঘর সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ সাপেক্ষে সেখানে স্বামী,তিন কন্যা সন্তান নিয়ে স্বস্তি ময় জীবন যাত্রা শুরু করেন ফাতেমা। এর আগে একই উপজেলার রামদেব নগরের স্থায়ী বাসিন্দা ছিলেন তারা। কিন্তু টানা প্রায় ১৭ বছর পর অর্থাৎ ২০১৬ সালের দিকে প্রথমোক্ত ৪৫ নং দাগের জমির মালিকানা ও দখল স্বত্ব নিয়ে বিতর্ক তুলে ফাতেমার সঙ্গে বিবাদে জড়ান গ্রামের আরবআলী ভূইয়া,মান্দার ভূইয়া গং। তাদের সঙ্গে হাত মেলায় ফাতেমার কাছে জমি বিক্রয় কারী সাত্তার ভূইয়ার বংশধরেরাও। শুরু হয় ফাতেমার লড়াই-সংগ্রাম আর ঝড়-ঝঞ্ঝাটের জীবন।এই দাগের মোট ৫৯ শতক জমির মধ্যে আরবআলী গং রেকর্ডিও সূত্রে ১৯ শতক জমির মালিক এবং সে মোতাবেক ভোগদখল থাকা সত্বেও অন্যায় ভাবে তারা বাকি ৪০ শতকের মালিক ফাতেমার দখলীয় জমির মধ্যে প্রবেশের চেষ্টা করেন। তাদের দাবী,ফাতেমার বাড়িতে যাতায়াতের পথ হিসাবে যে তিন শতক জমি রয়েছে সেটি তাদের। যদিও শুরুর দিকে ফাতেমা যখন এটিকে পথ হিসাবে তৈরি করে দুপাশে বাউন্ডারি নির্মাণ করেন তখন কেউ বাঁধা দেননি। ঐ তিন শতক জমির দখল নিতে মরিয়া হয়ে মাঠে নামেন আরব আলী চক্র। তারা আইন-বিধি বা নিয়ম-কানুনের তোয়াক্কা না করে সম্পূর্ণ গায়ের জোরে জমিটুকুর দখল নিতে ফাতেমার পরিবারের উপর সীমাহীন জুলুম-নিপীড়ন চালাতে আরম্ভ করেন। এক পর্যায়ে ফাতেমার সকল কাগজপত্র অস্বীকার করে তার পুরো বাড়ির দখল নিতে ষড়যন্ত্র আটেন বিবাদীরা। কৌশলে শুরু করে উচ্ছেদ অভিযান। কয়েক দফা ফাতেমার বাড়িতে হামলা-ভাংচুর হয়। জোর করে কেটে নেয়া হয় গাছ-পালা। পেরে নেয়া হয় গাছের ফল-মুল। একাধিক বার ফাতেমার বাড়িতে ঘটে রহস্যময় ডাকাতির ঘটনা। মুখোশধারী ডাকাত দল একবার ফাতেমাকে জানে মেরে ফেলার চেষ্টা করলেও কৌশলে তিনি আত্মরক্ষা করেন বলে দাবী ফাতেমার। রাস্তা-ঘাটে তার বিবাহ যোগ্য মেয়েদেরকেউ নানা ভাবে অপমান-অপদস্ত করা হয় বলে অভিযোগ। বিবাদী পক্ষের অব্যাহত জুলুম -অত্যাচারের মুখে টিকতে না পেরে এক সময় সপ্নের বাড়ি ছাড়তে বাধ্য হন অসহায় ফাতেমা খানম। জীবন যাপনের জন্য নিজের হাতে গড়া বাড়ি ফেলে দূরের ভাড়া বাসা বেছে নেন ফাতেমা। আর এ সুযোগে গত ১০ এপ্রিল সকালে ফাতেমার বাড়িতে যাতায়াতের ঐ পথের তিন শতক জমি দখল করে নেয় প্রতিপক্ষ আরবআলী গং। সেখানে তারা একটি টিনের ছাপড়া ঘর তুলে এবং চারপাশে বেড়া দিয়ে পুরো পথ আটকে দেয়। পথটির দুপাশে থাকা ইটের বাউন্ডারি ভেঙে গুড়িয়ে দেয় দখলদার গোষ্ঠীটি। সংবাদ পেয়ে ফাতেমা ও তার মেয়েরা ঘটনাস্থলে উপস্থিল হলে বিবাদীরা তাদেরকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন এবং চরম অপমান-অপদস্থ করে তাড়িয়ে দেন। অনেকটা নির্বিঘ্নেই ফাতেমার বাড়িতে যাতায়াতের একমাত্র পথটি দখল করে নেন বিবাদীরা। ফলে এখন ইচ্ছা করলেও ফাতেমার বাড়িতে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। পুরো বাড়িটা এখন পাশের রাস্তার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে একটা অবরুদ্ধ নিবাসে পরিণত হয়েছে। সম্প্রতি সরেজমিন অনুসন্ধানে গেলে কান্না জড়িত কন্ঠে ফাতেমা খানম গণমাধ্যম কর্মীদের বলেন,আমি বাইরে থেকে এসে এখানে বাড়ি করেছি। এটাই আমার জীবনের বড় ভুল। স্বামী, তিন মেয়ে ছাড়া এখানে আমার আপন কেউ নেই। আর এই দূর্বলতার সুযোগটাই কাজে লাগাতে চাইছে স্বার্থান্বেষীরা। আমার মূল্যবান বাড়ি,জমি হাতিয়ে নিতে চাইছে তারা। পথ আটকে দেওয়ায় একদিকে যেমন বাড়িতে যাতায়াত করা যাচ্ছে না আরেক দিকে প্রাণের ভয়েও সেখানে রাত্রি যাপন করা দূরুহ হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে বাড়িটি বিক্রি করতে চাইলেও কেউ কিনবে না। বাধ্য হয়ে বাড়ির মায়া ত্যাগ করে আমাকে চলে যেতে হবে। তিনি আরো বলেন,বিবাদীরা খুবই সঙ্ঘবদ্ধ, এক গোষ্ঠীভুক্ত ও প্রভাবশালী। তারা গ্রামের গন্যমান্যদের রায় মানেননা। আবার অনেকেই তাদের বিপক্ষে যেতে চাননা। তারা প্রশাসনের স্বীদ্ধান্তের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখান। বহুবার কাগজপত্র নিয়ে বসা হয়েছে। সবাই আমার পথ ছেড়ে দিতে বললেও তারা সেটা মানেননা। ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দরখাস্ত দিয়ে ছিলাম। তিনি উভয় পক্ষকে ডেকে কাগজপত্র দেখে তিন দিনের মধ্যে আমার জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু সেই আদেশ আর বাস্তবায়ন হয়নি। বিষয়টি ইউএনও মহোদয়কে অবহিত করলে তিনি আমাকে জনপ্রতিনিধিদের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন। আর এখানেই থেমে যায় আমার ন্যায় বিচার প্রাপ্তির আকাঙ্খা। ফাতেমা খানমের প্রশ্ন, এ দেশে ক্ষমতাধরদের অন্যায়ের কি কোন বিচার হবেনা? প্রতিপক্ষ মান্দার আলী ভূঁইয়ার সঙ্গে এ ব্যাপারে কথা বলতে চাইলে তিনি উত্তেজিত কন্ঠে বলেন,আমি সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলতে চাইনা,আপনারা যা ইচ্ছে লিখে নিয়ে যান।জমি কিভাবে ঠেকাতে হয় তা আমার জানা আছে।এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মহসিন শেখ বলেন,ঘটনাটি আমার জানা। তবে এ সংক্রান্ত কোন সালিশ বৈঠকে আমার থাকার সুযোগ হয়নি। জমি-জমা নিয়ে ঝামেলা। কেউ কাউকে ছাড় দিতে চায়না। তবে কারো পথ আটকে দেওয়াটা খুবই নিন্দনীয় কাজ বলে মন্তব্য করেন ঐ ইউপি সদস্য। এ বিষয়ে শেখর ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ বলেন,একই দাগে দুই পক্ষের জমি। মূলত ভোগদখল নিয়ে সমস্যা। আমি একাধিকবার আপস-মিমাংসার চেষ্টা করেছি। কিন্তু কারো অসহযোগিতা, কারো অনমনীয়তায় সে চেষ্টা সফল হয়নি। তবে আর যাই হোক,কারো রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনা খুবই দুঃখজনক ও অমানবিক। এর একটা সুরাহা অবশ্যই দরকার। এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারেফ হোসাইনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন,দরখাস্ত পাওয়ার পর উভয়পক্ষকে ডেকে কাগজ পত্র নিয়ে বসে ছিলাম। মালিকানা ও দখল স্বত্ত্ব নিয়ে অনেক জটিলতা আছে,যা আদালতের মাধ্যম ছাড়া সমাধান সম্ভব নয়। তবে স্থানীয় পর্যায়ে বসে একটা আপসরফা হতে পারে। আইনগত ভাবে আমার আর কিছু করার নেই।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কমলা হ্যারিস জিতলে বিনিয়োগ তুলে নেয়ার হুমকি প্রস্তুতি নিচ্ছেন ওয়ারেন বাফেটও: ইলন মাস্ক

কমলা হ্যারিস জিতলে বিনিয়োগ তুলে নেয়ার হুমকি প্রস্তুতি নিচ্ছেন ওয়ারেন বাফেটও: ইলন মাস্ক

বান্দরবানের রুমায় অস্ত্র গোলাবারুদ জ্যামার উদ্ধার

বান্দরবানের রুমায় অস্ত্র গোলাবারুদ জ্যামার উদ্ধার

প্রথমবারের মতো ছুটির দিনেও চলছে মেট্রো

প্রথমবারের মতো ছুটির দিনেও চলছে মেট্রো

বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ ও বিচারের দাবীতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ ও বিচারের দাবীতে খুলনায় মানববন্ধন

শেখ হাসিনার দলবলকে আগলে রেখেছে বর্তমান প্রশাসন: সেলিমা রহমান

শেখ হাসিনার দলবলকে আগলে রেখেছে বর্তমান প্রশাসন: সেলিমা রহমান

রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০ জনে

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০ জনে

অনতিবিলম্বে ভিসি নিয়োগ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী ইবি শিক্ষার্থীদের

অনতিবিলম্বে ভিসি নিয়োগ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী ইবি শিক্ষার্থীদের

৩শ' আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত: অধ্যাপক মুজিবুর রহমান

৩শ' আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত: অধ্যাপক মুজিবুর রহমান

বরিশালে রাইজিং স্কলার অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত

বরিশালে রাইজিং স্কলার অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত

ঈশ্বরদীতে সাপের কামড়ে ১ ব্যাক্তির মৃত্যু

ঈশ্বরদীতে সাপের কামড়ে ১ ব্যাক্তির মৃত্যু

৭ দিনের রিমান্ডে মশিউর রহমান

৭ দিনের রিমান্ডে মশিউর রহমান

সিলেট মহানগর শ্রমিক কল্যাণের ট্রেড ইউনিয়নের দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

সিলেট মহানগর শ্রমিক কল্যাণের ট্রেড ইউনিয়নের দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

দক্ষিণাঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রী বেশী মধ্য শরতের দুঃসহ গরমে জনজীবন বিপর্যস্ত

দক্ষিণাঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রী বেশী মধ্য শরতের দুঃসহ গরমে জনজীবন বিপর্যস্ত

নামাজের আগে বায়তুল মোকাররমে নাটকীয়তা

নামাজের আগে বায়তুল মোকাররমে নাটকীয়তা

জয়সয়ালকে ফেরালেন নাহিদ

জয়সয়ালকে ফেরালেন নাহিদ

সরকারের শিক্ষা-গণমাধ্যমসহ আরও কিছু সংস্কার কমিশন করার পরিকল্পনা আছে : নাহিদ

সরকারের শিক্ষা-গণমাধ্যমসহ আরও কিছু সংস্কার কমিশন করার পরিকল্পনা আছে : নাহিদ

তাসকিনের শিকার রোহিত

তাসকিনের শিকার রোহিত

কারাগার থেকে পালিয়ে যাওয়া ফাঁসির আসামি গ্রেপ্তার হলো ধামরাইয়ে

কারাগার থেকে পালিয়ে যাওয়া ফাঁসির আসামি গ্রেপ্তার হলো ধামরাইয়ে

দুই বিশ্ববিদ্যালয়ে দুইজনকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে চাটমোহরে ছাত্র-জনতার মানববন্ধন

দুই বিশ্ববিদ্যালয়ে দুইজনকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে চাটমোহরে ছাত্র-জনতার মানববন্ধন