টানেলে বেপরোয়া রেসিং কান্ড : সাতটি কার চালকের বিরুদ্ধে মামলা আসামিরা 'অজ্ঞাতনামা'!

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

০২ নভেম্বর ২০২৩, ০৮:২৯ এএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৩, ০৮:২৯ এএম

অবশেষে বঙ্গবন্ধু টানেল কর্তৃপক্ষের টনক নড়েছে। চট্টগ্রামসহ সারা দেশে সচেতন জনগণের মাঝে তীব্র সমালোচনা, ক্ষোভ-অসন্তোষ বিস্ময়, নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে আইনি ব্যবস্থা। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলের ভেতরে-বাইরে বেসামাল তরুণদের আইন-শৃঙ্খলা অমান্য করে বেপরোয়া গাড়িবহরের বিপজ্জনক রেসিং কান্ডে জড়িত থাকার অভিযোগে ৭টি প্রাইভেট কারের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে মামলায় আসামিরা 'অজ্ঞাতনামা'। প্রকাশ্যে সদলবলে টানেলের ভেতরে রেসিং কান্ডে জড়িত আলালের ঘরের দুলালদের নাম, পরিচয় বৃত্তান্ত চিহ্নিত করা যায়নি।


তাছাড়া বেপরোয়া রেসিং ও ভয়ঙ্কর সব মোটর কসরতের এ ঘটনায় আরও গাড়ি বা কার ব্যবহৃত হয়েছিল। ছিল আরও চালক, আরোহীরাও। তাদের চিহ্নিত করা যায়নি এখনও।


২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের পরদিন গত রোববার মধ্যরাতে কার রেসিং প্রতিযোগিতায় জড়িত ৭টি প্রাইভেট কার চিহ্নিত করেছে টানেল কর্তৃপক্ষ। এসব কারের নম্বর উল্লেখ করে সেগুলোর অজ্ঞাতনামা চালকদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে নগরীর কর্ণফুলী থানায় মামলাটি দায়ের করেন বঙ্গবন্ধু টানেল কর্তৃপক্ষের সহকারি ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম। সড়ক পরিবহন আইনে এ মামলা দায়ের করা হয়।


মামলার এজাহারে উল্লেখিত সাতটি প্রাইভেট কারের মধ্যে আছে- চট্ট মেট্রো-গ-১২-৯০৪৩, চট্ট মেট্রো-ঘ-১১-৫৭০২, ঢাকা মেট্রো-খ-১১-৮৯৩৫, ঢাকা মেট্রো-খ-১২-১৮১৪, চট্ট মেট্রো-গ-১৩-৩৫৭৩, চট্ট মেট্রো-গ-১৪-২২৫৪ ও ঢাকা মেট্রো-ভ-১১-০২১৭। মামলায় আরও দুই থেকে তিনটি কারের চালকসহ তাদের সহযোগীদের আসামি করা হয়েছে।
মামলায় বলা হয়, টানেল কর্তৃপক্ষ ও রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠানের পরামর্শক্রমে মোটরযানের গতিসীমা সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার নির্ধারণ করা হয়। টানেলের প্রবেশ মুখ, ভেতরসহ বিভিন্ন দৃশ্যমান স্থানে গতিসীমা সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কি.মি. উল্লেখিত সাইনবোর্ড সাঁটানো হয়।


এতে আরও বলা হয়, ২৯ অক্টোবর রাত অনুমান ১১টায় ক্রসিং এলাকায় ৭ থেকে ১০টি প্রাইভেটকার নিয়ে অজ্ঞাতনামা চালক এবং তাদের সহযোগী পরস্পর যোগসাজশে বিভিন্ন স্থানে টানেল কর্তৃপক্ষের সাঁটানো সাইনবোর্ডের সর্বোচ্চ গতিসীমা লংঘন করে। গাড়িগুলো রেসিং, ওভারটেকিং ও বিপজ্জনকভাবে চালানোসহ যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে গাড়িগুলোর অজ্ঞাতনামা চালকরা টোল পরিশোধ করে রাত ১১টা ৫৫ মিনিটে টানেলের ভেতরে প্রবেশ করে এবং ভেতরেই রেসিং, ওভারটেকিং ও বিপজ্জনকভাবে গাড়ি চালনা ও যান চলাচলে প্রতিবন্ধকতা করে।
পরে টানেলের সিসিটিভি মনিটরিং কর্তৃপক্ষ ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে সাতটি গাড়ির নম্বর শনাক্ত করে। আরও দুই-তিনটি প্রাইভেট কারের রেজিস্ট্রেশন নম্বর শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়াও ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

গত ২৯ অক্টোবর টানেল জনসাধারণের গাড়ি চলাচলের জন্য খুলে দেয়া হয়। ওই দিনই মধ্যরাতে টানেলের ভেতরে কার রেসিংয়ের বেপরোয়া প্রতিযোগিতায় মেতে উঠে বেসামাল উঠতি বয়সী ছেলেরা। এমনকি হলিউডি ভয়ঙ্কর সিনেমার কায়দায় দামি স্পোর্টস কারবহর ছুটিয়ে, হরেকরকম স্টান্টবাজির মাধ্যমে বিপজ্জনক গতিতে রেসিং কান্ডে উন্মাতাল হয়ে ওঠে তারা। মোটর রেসের এমন বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। রেসে প্রায় ১২ থেকে ১৫টি নামিদামি গাড়ি প্রাইভেটকার এবং ২০ থেকে ২৫ জন উঠতি বয়সী ছেলে অংশ নেয়।
ভাইরাল হওয়া কনটেন্টগুলোতে দেখা যায়, ‘দ্য স্লো কিডস’ নামের একটি পেজে টানেলের ভেতর ও বাইরে রেসিং কসরতের ভিডিও আপলোড করা হয়। ভিডিও শেয়ার দিয়ে হলিউড সিনেমা ‘দ্যা ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’র সঙ্গে তুলনা করে তরুণরা। পরে ভিডিও ভাইরাল হয়। এ নিয়ে নেটিজেনদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।


এদিকে মামলা দায়েরের বিষয়ে কর্ণফুলী থানা পুলিশ জানায়, বঙ্গবন্ধু টানেলেল ভেতর কার রেসিং প্রতিযোগিতার ঘটনায় টানেল কর্তৃপক্ষ মামলা করেছে। এতে ৭টি প্রাইভেটকারের নম্বর উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা চালকদের বিরুদ্ধে এ মামলা করা হয়। এর সাথে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ঝিনাইদহে বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
সান্ধ্য আইন বাতিলের দাবি ইবি ছাত্র ইউনিয়নে
হাজারো বিঘা জমিতে পুকুর খনন: ছোট হয়ে যাচ্ছে সালথা-নগরকান্দার মানচিত্র!
প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, সাদপন্থীদের নিষিদ্ধের দাবি
সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
আরও

আরও পড়ুন

ঝিনাইদহে বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

ঝিনাইদহে বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব : উপদেষ্টা আসিফ নজরুল

বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব : উপদেষ্টা আসিফ নজরুল

সান্ধ্য আইন বাতিলের দাবি ইবি ছাত্র ইউনিয়নে

সান্ধ্য আইন বাতিলের দাবি ইবি ছাত্র ইউনিয়নে

অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না আশাবাদ রিজভীর

অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না আশাবাদ রিজভীর

আফগানিস্তানে ফের দূতাবাস চালু করছে সৌদি

আফগানিস্তানে ফের দূতাবাস চালু করছে সৌদি

হাজারো বিঘা জমিতে পুকুর খনন: ছোট হয়ে যাচ্ছে সালথা-নগরকান্দার মানচিত্র!

হাজারো বিঘা জমিতে পুকুর খনন: ছোট হয়ে যাচ্ছে সালথা-নগরকান্দার মানচিত্র!

প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, সাদপন্থীদের নিষিদ্ধের দাবি

প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, সাদপন্থীদের নিষিদ্ধের দাবি

শুধু মুর্শিদাবাদ-মালদহ নয়, শিলিগুড়িও লক্ষ্যবস্তু

শুধু মুর্শিদাবাদ-মালদহ নয়, শিলিগুড়িও লক্ষ্যবস্তু

হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন

আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী

আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী

গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক

গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক

বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'

বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'

সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের

পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ

পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ

পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান

পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান

নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়

নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়

জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া

জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া