জেলা কর্মকর্তা আসবে তাই, কৃষি প্রণোদনা বিতরণ বন্ধ: ভোগান্তির শিকার শতাধিক কৃষক
০৮ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম
জেলা কর্মকর্তা(উপ-পরিচালক) আসবে তাই কৃষি প্রণোদনা বিতরণ পূর্ব ঘোষনা ছাড়াই হঠাৎ বন্ধ করায় ভোগান্তির শিকার হয়েছে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রায় শতাধিক কৃষক। কৃষকদের অভিযোগ গতকাল মঙ্গলবার তাদের সকাল সকাল কৃষি অফিসে প্রণোদনা নিতে আসতে বলায় তারা স্লিপ নিয়ে এসেছিল। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পর জানতে পারেন জেলা কৃষি কর্মকর্তা এ উপজেলায় ফসলের মাঠ পরির্দশন করতে আসার কারণে তারা(উপজেলা কৃষি অফিস)প্রণোদনা বিতরণ বন্ধ রেখেছে। কৃষকেরা অভিযোগ করে বলেন, পূর্ব ঘোষনা ছাড়া এভাবে কৃষকদের ডেকে এনে হয়রানী করা ঠিক হয়নি কৃষি অফিসের।
জানা গেছে, উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক চলতি রবি মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রনোদনা সরিষা,গম ও ভুট্টা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম গত ৩০ অক্টোবর উপজেলা কৃষি অফিস চত্বরে উদ্বোধন হয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক কৃষক প্রণোদনা নেওয়ার লক্ষো কৃষি অফিস চত্বরে জড়ো হয়। তবে প্রায় তিন ঘন্টা অপেক্ষার প্রহর গুণেও তারা প্রণোদনার পন্য হাতে না পেয়ে ঘুরে যায়। অপেক্ষা করিয়ে প্রণোদনা না পেয়ে ঘুরে যাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
লেহেম্বা ইউনিয়নের কৃষক মো. সাজু ইসলাম, নন্দুয়ার ইউনিয়নের দুলাল ইসলাম ও ধর্মগড় ইউনিয়নের আহম্মেদ হোসেন বলেন,সকাল ১০টায় স্লিপ নিয়ে এসেছি। প্রায় ঘন্টা তিনেক অপেক্ষা করে জানতে পেরেছি তাদের জেলা কর্মকর্তা আসায় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা নিজ নিজ ব্লকে চলে গেছেন। লোকবল সংকটের কারণে প্রণোদনা বিতরণ কাযর্ক্রম বন্ধ করা হয়েছে। ধর্মগড় এলাকার আরেক কৃষক সবুজ আলী বলেন, ভুট্টা রোপন ছেড়ে দিয়ে ১৫ কিলোমিটার দুর থেকে এসেছিলাম কৃষি প্রণোদনা নিতে। অথচ কৃষি অফিসের অবহেলার কারণে সময় এবং যাতায়াত ভাড়া দুটোই নষ্ট হলো।
এদিকে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বলছেন, হঠাৎ ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম রাণীশংকৈল উপজেলায় ফসলের মাঠ পরির্দশনে আসায় নিজ নিজ ব্লকে অবস্থান নিতে হয়েছে। এ কারণে প্রণোদনা বিতরণের কোন লোকবল উপজেলা কৃষি অফিসে ছিল না। তাই প্রণোদনা বিতরণ করা সম্ভব হয়নি।
এ ব্যপারে লেহেম্বা, কাশিপুর ও বাচোর ইউনিয়নের উপ সহকারী কৃষি অফিসার আবুল কালাম আজাদ, মো. স্বজল ও মোস্তাফিজুর রহমান মুঠোফোনে গতকাল মঙ্গলবার জানান,তাদের ইউনিয়নে যেগুলো কৃষক এখনও প্রনোদনা পায়নি তাদের প্রনোদনা দেয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার প্রনোদনা বিতরণ বন্ধ থাকবে তা তারা জানতো না। কৃষকেরা প্রণোদনা না পেয়ে ঘূরে যাওয়ায় তারা দু:খ প্রকাশ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার প্রণোদনা বন্ধ থাকবে এমন বার্তা কৃষকদের জানিয়ে দেওয়া হয়েছিল।
ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম গতকাল মঙ্গলবার মুঠোফোনে বলেন, প্রনোদনা বন্ধ রোখে কোন পরিদর্শন করা হয়নি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ