এমপি জাফরের সন্ত্রাসী বাহিনীর হাতে চকরিয়া-পেকুয়ার মানুষ জিম্মি -সংবাদ সম্মেলনে আ. লীগ নেতৃবৃন্দ।
০৮ নভেম্বর ২০২৩, ০৬:০৬ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৩, ০৬:০৬ পিএম
(কক্সবাজার-১) চকরিয়া-পেকুয়ার
এমপি জাফর আলমের সন্ত্রাসী বাহিনীর হাতে চকরিয়া-পেকুয়ার মানুষ জিম্মি বলে সংবাদ সম্মেলনে
অভিযোগ করেছেন আ. লীগ নেতৃবৃন্দ। বুধবার কক্সবাজার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতৃবৃ্ন্দ এই অভিয়োগ করেন।
দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার চকরিয়া ও পেকুয়া আসনে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে নেতৃত্বের দ্বন্দ্ব- সংঘাত বিরাজ করে আসলেও আগামী ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহেশখালী আগমন উপলক্ষে কর্মসূচি বাস্তবায়নকে নিয়ে দুই পক্ষের মধ্যে এই দ্বন্দ্ব-সংঘাত প্রকাশ্য রূপ নিয়েছে। এই দ্বন্দ্ব সংঘাত আরো বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারাণ সম্পাদক ও সিআইপি সালাউদ্দিন আহমদ সহ চকরিয়ার একদল আওয়ামী লীগ নেতা প্রকাশে অবস্থান নিয়েছেন বর্তমান সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে সিআইপি সালাউদ্দিন আহমদ বলেন, বর্তমান চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম তার লালিত পালিত সন্ত্রাসীদের দিয়ে চকরিয়া-পেকুয়ার সাধারণ জনগণ সহ দলীয় নেতাকর্মীদেরকে জিম্মি করে রেখেছেন। এমনকি তার সন্ত্রাসী বাহিনী থেকে এলাকার মানুষের জান মাল ধন সম্পদ চিংড়ি জমি ও গরু মহিষও নিরাপদ নয়। দলের ত্যাগী ও সিনিয়র নেতা কর্মীরা তাদের হাতে চরমভাবে উপেক্ষিত।
তিনি এই জিম্মিদশা থেকে এলাকার মানুষকে উদ্ধারের জন্য সন্ত্রাসী বাহিনীর কে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের দাবী জানিয়েছেন।
সালাউদ্দিন আহম্ম দ অভিযোগ করে বলেন আগামী ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে তিনি চকরিয়া ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং দলীয় নেতাকর্মীদের সংগঠিত করে সমাবেশ সফল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ উপলক্ষে বিভিন্ন জায়গায় লাগানো ব্যানার ফেস্টুন ও পোস্টার ছিড়ে ফেলা হয়েছে এমপি জাফর আলমের সন্ত্রাসী বাহিনী দিয়ে।
তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি জাফরের পরিবর্তে প্রধানমন্ত্রী ও দলনেত্রী যাকেই নমিনেশন দেবেন তার পক্ষে তিনি এবং গোটা চকরিয়াকে পর মানুষ কক্ষপথে থাকবেন। তিনি এখনো একজন আওয়ামী লীগ কর্মী হিসেবে কাজ করছেন আগামীতেও একজন কর্মী হিসেবে কাজ করে যাবেন বলে জানান।
সংবাদ সম্মেলনে মাথা মুহুরী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মহসিন বাবুল জানান, আগামী ১১ নভেম্বর মহেশখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সাবেক জেলা আওয়ামী লীগের সাধারাণ সম্পাদক নেতৃত্বে প্রচারণা চালানোর সময় এমপি জাফর আলমের লালিত সন্ত্রাসী ও মিজান ও জিয়াবুল, শওকত, ও রুবেলসহ সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালিয়েছে। এতে তিনি ও ইকবাল দরবেশীসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা কর্মী আহত হয়েছেন। এসময় সালাউদ্দিন সিআইপির পক্ষ নেয়ায় এবং তার মিটেনে যাওয়ায় তাদের উপর এই আক্রমণ করা হয়েছে বলেও দাবি করা হয়। এমপি জাফর তার ভাগিনা জিয়াবুল ও তার ভাতিজা মিজানকে দিয়ে এই সকল সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান এমপি জাফর আলম তারই লালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে চকরিয়া সুন্দরবনের প্রায় ১৭ থেকে ১৮ হাজার একর চিংড়ি জমির থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করে যাচ্ছেন। এছাড়াও এই সন্ত্রাসী বাহিনীর হাতে গোটা এলাকার মানুষ জিম্মি হয়ে পড়েছে। তাদের কাছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র থাকায় ভয়ে কেউ তাদের প্রতিবাদ করতে পারেনা। ইতিপূর্বে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও এমপির মানুষ হওয়ায় এসব সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সরোয়ার আলম, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, চকরিয়া কলেজের সাবেক প্রিন্সিপাল আওয়ামী লীগ নেতা আ ক ম গিয়াস উদ্দিন, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন সহ নেতৃবৃন্দ।
এই অভিযোগ বিষয়ে জানতে এমপি জাফর আলমের মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও মিটিং এ আছেন বলে ফোন কেটেদেয়া হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ
ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত
থিনেস্ট স্বাস্থ্যের