গাজীপুরে পুলিশের সাঁজোয়া যানে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণঃ ৩ পুলিশ আহত
০৯ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম
গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের বিক্ষোভের সময় নিয়োজিত পুলিশের একটি সাঁজোয়া যানের (এপিসি) ভেতরে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে একজনের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. মাহবুব আলম জানান, নগরীর নাওজোড় এলাকায় পুলিশ-শ্রমিক সংঘর্ষের সময় সেখানে থাকা এপিসির ভেতরে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন। তারা হলেন- জিএমপির এসআই প্রবীর (৪০), নায়েক মোরশেদ আলম খান (৩৫) ও পুলিশ কনস্টেবল ফুয়াদ হাসান (২৭)।
এদের মধ্যে ফুয়াদের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে, মাথাতেও আঘাত লেগেছে। নায়েক মোরশেদের দুই হাত ও পায়ে ক্ষত এবং এসআই প্রবীরের মাথায় ও মুখে আঘাত থাকার কথা জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা।
পুলিশ কমিশনার আরো জানান, এ তিনজনসহ বুধবার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের সময় মোট আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এরমধ্যে সকালে কোনাবাড়ি এলাকায় সংঘর্ষের ঘটনায় তিনজন এবং বিকেলে নাওজোড় এলাকায় আরও পাঁচজন আহত হয়েছেন। বিকেলে যেসব পুলিশ সদস্য আহত হয়েছেন তাদের মধ্যে এপিসির ভেতরে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় আহত তিনজন রয়েছেন।
আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, সন্ধ্যায় শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
এপিসির ভেতরে বিস্ফোরণের আহত হওয়া তিন পুলিশ সদস্যকে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।আহতদের অবস্থা সম্পর্কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন জানান, “আমরা আহতদের পরীক্ষা করছি। তিনজনের মধ্যে কনস্টেবল ফুয়াদ ও মোরশেদকে ভর্তি রাখা হয়েছে।”এসআই প্রবীরকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হবে বলে জানান তিনি।
পোশাক কারখানা শ্রমিকদের নূন্যতম বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে গত কয়েকদিন ধরে গাজীপুরের কোনাবাড়ি, কাশিমপুর, সফিপুর ও মৌচাকসহ আশপাশের কারখানায় আন্দোলন চলছে।
আগের দিন সরকার ঘোষিত সাড়ে ১২ হাজার টাকার সর্বনিম্ন মজুরি প্রত্যাখান করে বুধবার সকালে পোশাক শ্রমিকরা আবার সড়কে নামে। এ আন্দোলনের মধ্যে সংঘর্ষের সময় এক নারী শ্রমিক নিহত হন। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও দুপুরের পর আহত নারী শ্রমিকের মৃত্যুর খবরে আবারও কোনাবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এসময় পুলিশের পাঁচ সদস্য গুরুতর আহত হয়।
পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব এর সমন্বয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হলে শ্রমিকরা পিছু হটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুরানো টায়ারে ও পুরনো আসবাবপত্রে আগুন দিয়ে বিক্ষোভ শুরু করে তারা। সন্ধ্যায় পুলিশ তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ভারতের শিশুদের বামনতার সংকট,জাতিভেদ এবং পুষ্টির অভাব
বদলে যাচ্ছে র্যাব: যা বলছেন নেটিজেনরা
"আসছে অম্ল-মধুর সম্পর্কের এক গল্প নিয়ে ছোট পর্দার আরশ-তিশা জুটি"
ট্রাম্প প্রশাসনে ভ্যাক্সিন বিরোধী ‘আরএফ কেনেডি’’ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মনোনীত
যশোর প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে চাচাত ভাই চঞ্চল ভট্টাচার্য আড়াই কোটি টাকা আত্মসাত করে পালিয়েছে
হিজবুল্লাহর হামলা হাইফা শহর এবং এর অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে : মেয়র
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি চর্চার বিষয়ে বিশেষ কমিটি
ক্ষমতা গ্রহণের পরই যে কাজ করবেন ট্রাম্প
অনুশোচনা নেই আওয়ামী লীগে, অপেক্ষা সুযোগের
কেন্দ্রীয় শহীদ মিনারে আব্দুল্লাহর জানাজা অনুষ্ঠিত
বেলুচিস্তানের হারনাইয়ে সেনাবাহিনীর অভিযান, ২ সেনাসহ ৩ সন্ত্রাসী নিহত
অবশেষে চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস
অন্তর্বর্তী সরকার হোঁচট খেলে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে : ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্ট
জাতীয় পার্টির সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে দিল জনতা
দেড় যুগ পর ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘বালুঘড়ি - দ্য স্যান্ড ক্লক’
মারিয়াম নওয়াজের চিকিৎসা দাবির সত্যতা নিয়ে বিদেশি সংবাদমাধ্যমের প্রশ্ন
তুলসি গ্যাবার্ড : যুক্তরাষ্ট্রের প্রথম হিন্দু গোয়েন্দা কর্মকর্তা
রাউজানে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ৮
কাকরাইল মসজিদ দখলে নিলেন সাদপন্থীরা
কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীর জয় নিয়ে আত্মবিশ্বাসী