অবরোধে নিস্প্রভ জেলা বিএনপি , রাজপথে আওয়ামী লীগ ।
০৯ নভেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম
২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের পরবর্তী ঘোষিত হরতাল ও তিনদফা অবরোধে পটুয়াখালীতে জেলা বিএনপির মাঠ পর্যায়ে তেমন কোন কার্যক্রম পরিলক্ষিত হয়নি।এদিকে নিস্প্রভ জেলা বিএনপির কর্মকান্ডের বিপরীতে জেলা আওয়ামীলীগের নেতৃত্বে প্রতিটি উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মকান্ডের মধ্য দিয়ে হরতাল-অবেরাধ বিরোধী প্রচার প্রচারনা সহ শান্তিসমাবেশ প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন।
পটুয়াখালী জেলার ৮ টি উপজেলা নিয়ে পটুয়াখালী ৪ টি সংসদীয় আসন রয়েছে।আওয়ামীলীগের সংসদ সদস্য গন মাঠে থেকে নেতা কর্মীদের নিয়ে হরতাল-অবরোধ বিরোধী শান্তি সমাবেশ সহ,মিছিল,প্রচার প্রচারনা চালিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের অনুসারীদের উজ্জীবীত রাখছেন।
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মো: শাহজাহান মিয়ার গত ২১ অক্টোবর ইন্তেকাল পরবর্তী পটুয়াখালী-১ আসনটি শূন্য হলে সেখানে মনোনয়ন দেয়া হয় কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মো: আফজাল হোসেনকে।তার বিপরীতে কেউ মনোনয়ন পত্র দাখিল করেননি। এ্যাডভোকেট মো: আফজাল হোসেন প্রতিদিনই বিএনপি -জামায়েতের অবরোধ বিরোধী শান্তি ও উন্নয়ন সমাবেশ করে যাচ্ছেন।পাশাপশি জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারন সম্পাদক ভিপি আ: মন্নান প্রতিদিনই যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে বিভিন্ন মিছিল ,সমাবেশ সহ মহাসড়কে অবরোধ বিরোধী মটর সাইকেল শোভাযাত্রা চালিয়ে যাচ্ছেন।
পটুয়াখালী-১ সদর আসনটি পটুয়াখালী,মির্জাগঞ্জ,দুমকী উপজেলা নিয়ে গঠিত। পটুয়াখালী পৌর এলাকা সংলগ্ন ঢাকা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে হরতাল-অবরোধ চলাকালে অভ্যন্তরীন রুটের যানবাহন চলাচল করলেও দূরপাল্লার রুটে যাত্রী সংকটের কারনে গাড়ী কমচলাচল করছে।এদিকে দ্বিতীয় দফা অবরোধ পর্যন্ত অবরোধের পক্ষে জেলা বিএনপির কোন কার্যক্রম লক্ষ না করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় ।পরবর্তিতে জেলা ছাত্রদলের উদ্যোগে দুই থেকে তিনটি অবরোধ বিরোধী কার্যক্রম সংগঠিত হয়।এদিকে হরতালও অবরোধের প্রথম দিন থেকেই একমাত্র প্রতিদিনই একমাত্র জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট মো: মহসিন উদ্দিন ও সাধারন সম্পাদক শরীফ মো: সালাউদ্দিনের নেতৃত্বে শহরের কোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যবৃন্দ ।এমনকি ৭ নভেম্বর বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা বিএনপির কোন কার্যক্রম না থাকলেও “৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অঙ্গীকার ,রুখতে হবে স্বৈরাচার -এ স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে সর্বাতœক অবরোধ সফল করার লক্ষে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল পর্যন্ত করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পটুয়াখালী ইউনিটের নেতৃবৃন্দ।এ ছাড়াও বেগম খালেদাজিয়া ও কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট পটুয়াখালী -১ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী আলতাফ হোসেন চৌধুরী সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবীসংবলিত ব্যানার নিয়ে একমাত্র জেলায় বিক্ষোভ মিছিলটি করেন আইনজীবী ফেরামের নেতৃবৃন্দ।
পটুয়াখালী জেলা বিএনপি বর্তমানে একটি আহবায়ক কমিটি দিয়ে চলছে যে কমিটি ২০২০ সালের ১০ নভেম্বর কেন্দ্রীয় কমিটি ঘোষিত হয়,এবং যার মেয়াদ দেয়া হয় ৬ মাস।বর্তমান আহবায়ক কমিটির অধিকাংশ নেতাই ঢাকায় ২৮ অক্টোবর মহাসমাবেশে যোগদানের পর এলাকায় আর ফিরে আসেননি ।এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব ¯েœহাংশু সরকার কুট্রির হোয়াটস আপ নম্বরে গতরাতে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।এ দিকে গত ৩১ অক্টোবর এ প্রতিবেদকের সাথে জেলা বিএনপির সদস্য সচিব ¯েœহাংশু সরকারের সাথে মুঠোফোনে কথা হয়,তখন তাকে অবরোধের বিষয়ে তাদের কোন তৎপরতা রয়েছে কিনা এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন ঢাকার কর্মসূচীর শেষে তারা পটুয়াখালীতে নেই ঢাকায় অবস্থান করছেন।তিনি বলেন,আমরা জনগনকে বোঝানোর চেষ্টা করছি জনগন যেন তাদের কর্মসূচীর প্রতি একাত্ব থাকে ।
এ দিকে বর্তমান হরতাল-অবরোধ চলাকালে জেলা যুবদলের সাধারণ সম্পাদক শিপলু খানসহ এ পর্যন্ত জেলা ও বিভিন্ন উপজেলায় অন্তত: ১২০ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। পটুয়াখালী -২ জেলার বাউফল সংসদীয় আসনের উপজেলা বিএনপির প্রথমসাড়ীর কোন নেতাকে মাঠ পর্যায়ে হরতাল,অবরোধের পক্ষে কোন কার্যক্রমে দেখা যায়নি। ছাত্রদল উপজেলার বিলবিলাস,কাগজীরপুল ও ধূলিয়া এলাকায় তিনটি অবরোধ বিরোধী কার্যক্রম করেন।স্থানীয় সংসদ সদস্য আসম ফিরোজ সহ উপজেলা ওপৌর আওয়ামীলীগের নেতৃত্বে অবরোধ বিরোধী শান্তি মিছিল সমাবেশ হচ্ছে।
পটুয়াখালী -৩ সংসদীয় আসনের গলাচিপা -দশমিনা এলাকায় উপজেলা বিএনপির প্রথম সাড়ীর নেতাকে হরতাল-অবরোধের পক্ষে কোন কার্যক্রমে দেখা যায়নি।হরতাল-অবরোধ চলাকালে ছাত্রদলের নেতা-কর্মীরা গত সপ্তাহে গভীর রাতে শহরের বাহিরে কালিকাপুর এলাকায় একটি মশাল মিছিল করেন ,এছাড়াও চিকনিকান্দী ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগের অফিসে ককটেল বিস্ফোরনের একটি ঘটনা ঘটে। গলাচিপা উপজেলায় পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. স্বপন মোল্লাসহ ২২ জনকে গ্রেফতার করা হয় পুরাতন মামলায় ।দশমিনায় উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. জুয়েল প্যাদা ও মো. বশির আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জোবায়ের হোসেন আকতার, উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী তানজীর আহমেদসহ ১০ জন।
পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নিয়ে পটুয়াখালী -৪ আসনে মূল কলাপাড়া উপজেলায় উপজেলা বিএনপির অবরোধের পক্ষে কোন কার্যক্রম লক্ষ করা যায়নি। রাঙ্গাবালীতে উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মো. খোকন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. মুনিমসহ ৮ জন, রাঙ্গাবালীতে ২৯ নভেম্বর স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয় ভাংচুরের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে জেলা বিএনপির অন্যতম মুখপাত্র ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন জানান, ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত জেলায় একশ’র উপরে নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাঙ্গাবালী ব্যতীত অন্য সব নেতাকর্মীকে পুরানো গায়েবী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ