ঢাকা   শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১

কুষ্টিয়ায় রহস্যজনকভাবে নদীতে নিখোঁজ, ১০ দিনেও সন্ধান মেলেনি,২ পুলিশ সদস্য ক্লোজ

Daily Inqilab বিশেষ সংবাদদাতা

১১ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম

 

 

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা ঘাট এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে তসলিম আলী মণ্ডল (৫৫) নামের এক ব্যক্তি রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। নিখোঁজের ১০ দিনেও এই ব্যক্তির হদিস মেলেনি। ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নিখোঁজের পরিবার। এঘটনায় দুই পুলিশ সদস্যকে কুষ্টিয়া পুলিশ লাইনসে ক্লোজ করা হয়েছে। নিখোঁজ তসলিম আলী মণ্ডল ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পশ্চিমপাড়া পাড়া এলাকার বাসিন্দা।

নিখোঁজ তসলিমের স্ত্রী আদরি খাতুন বলেন, আমরা অসহায় গরীব মানুষ। আমার স্বামী রিকশা চালাতেন। কয়েক দিন আগে বাড়িতে এসেছিল। খাওয়ার জন্য নদীতে মাছ ধরতে গিয়েছিল। এসময় অভিযানে আসা লোকজন আমার স্বামীকে লাঠি দিয়ে পিটিয়ে নদীতে ফেলে দেন। সে এখনও নিখোঁজ রয়েছে। জেল জরিমানা দিলে আমাদের কোন অভিযোগ থাকত না। আমার স্বামীকে হত্যা করা হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হোক, তাদের শাস্তি দেওয়া হোক।

নিখোঁজ তসলিম আলী মণ্ডলের ছোট ভাই লিটন আলী মণ্ডল বলেন, ঢাকায় রিকশা চালাতেন তসলিম আলী মণ্ডল। সম্প্রতি অবরোধে বাড়ি ফেরেন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে টানাটানির সংসার। গত ১ নভেম্বর ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু আবারও অবরোধের ঘোষণা এলে গ্রামেই থেকে যান। নিষেধাজ্ঞা অমান্য করে গত ১ নভেম্বর বিকেলে একই গ্রামের এক জেলের সঙ্গে পদ্মায় মাছ ধরতে যান। এরপর ১০ দিন পেরিয়ে গেলেও তাঁর সন্ধান মেলেনি। নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর সন্ধান পেতে পরিবারের লোকজন সাধ্যমতো তৎপরতা চালিয়ে যাচ্ছেন। কিন্তু অভাবের সংসারে সেই তৎপরতা কতক্ষণ চালিয়ে নিতে পারবেন, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। মাঝ নদীতে অভিযান দলের সদস্যরা তসলিমকে লাঠি দিয়ে মারপিট করলে সে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। এখনো তার সন্ধান মেলেনি।

রায়টা গ্রামের মৃত জামাত প্ররামানিকের ছেলে নাজিবুল ইসলাম বলেন, আমি আর নিখোঁজ তসলিম বুধবার (১ নভেম্বর) বিকেলে পদ্মা নদীতে মাছ ধরতে যাই। এসময় স্পিটবোড নিয়ে ইলিশ শিকার বন্ধে অভিযানে আসেন মৎস কর্মকর্তারা। তাদের সাথে ভেড়ামারা উপজেলার সিনিয়ার মৎস অফিসার শাম্মী শিরিন ও পুলিশ ছিল। তারা আমাদের নৌকার কাছে আসে এবং লাঠি দিয়ে তসলিমকে আঘাত করে। তাদের আঘাতে তসলিম নদীতে পড়ে তলিয়ে যায়। এরপর সে পানি ভেসে উঠলে আবারও লাঠি দিয়ে আঘাত করা হয়। এরপর সে নিখোঁজ হয়ে যায় আর আমি পালিয়ে আসি। আমাদের জেল জরিমানা করতে পারত তারা, কিন্তু মারপিট করা ঠিক হয়নি। মাঝ নদীতে নিখোঁজ হয়েছে তসলিম। ১০ দিনেও খোঁজ মেলেনি তার। বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন বলেন, আমরা রুটিন মাফিক জেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে স্পিডবোট নিয়ে পদ্মা নদীতে অভিযানে গিয়েছিলাম। গত ১ নভেম্বর বিকেলে নিষেধাজ্ঞা অমান্য করে নৌকা নিয়ে দুই জেলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা ঘাট এলাকায় মাছ ধরছিলেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেখানে স্পিডবোটে অভিযানে যান জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তা। অভিযানে তাঁদের সঙ্গে স্থানীয় ক্যাম্পের পুলিশ সদস্যরা ছিলেন। এ সময় নদীতে অভিযান পরিচালনাকারী স্পিডবোট দেখতে পেয়ে নদীতে ঝাঁপ দেন তসলিম। আমাদের দেখে মাছধরা জেলে নৌকা জোরে চালাতে গিয়ে একজন জেলে পানিতে পড়ে যান। তবে আমরা কোনো জেলেকে আঘাত করিনি।

কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী জানান, সরাসরি নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা ঘাট এলাকায় মাছ ধরছিলেন। খবর পেয়ে ইলিশ শিকার বন্ধে সেখানে অভিযানে যান জেলা ও উপজেলা মৎস কর্মকর্তা। এ অভিযানে তাদের সাথে পুলিশ সদস্যরা ছিলেন। নদীতে অভিযানকারী স্পিড বোট দেখতে পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন জেলে তসলিম।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জহির বলেন, পদ্মা নদীতে মৎস্য কর্মকর্তারা অভিযানে যাবে তা আমাকে আগে থেকে জানায়নি। যে পুলিশ সদস্যরা অভিযানে গিয়েছিল, তাদের এসপি স্যারের নির্দেশে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকাশ কুমার কুন্ডু বলেন, এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে জীবিত বা মৃত উদ্ধারের খবর পাওয়া যায়নি। ঘটনার দিন থেকে দুই দিন ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়েছে। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এমনটা আমরাও শুনেছি। সঠিক তদন্তের মাধ্যমে কেউ দোষী হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, অভিযানে দুই পুলিশ সদস্যকে কুষ্টিয়া পুলিশ লাইনসে ক্লোজ করা হয়েছে। তাদের মধ্যে একজন ক্যাম্পের আইসি ও একজন কনস্টেবল।

নৌ থানা পুলিশের (ওসি) ইমদাদুল হক বলেন, নৌ পুলিশের একটি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে। নদীতে নিখোঁজ ব্যক্তিকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সীমান্তে বাংলাদেশি নিহত : পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ

সীমান্তে বাংলাদেশি নিহত : পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ

নিকোলাস মাদুরোর তৃতীয় শপথ, রাজনৈতিক দমন-পীড়নের আশঙ্কা

নিকোলাস মাদুরোর তৃতীয় শপথ, রাজনৈতিক দমন-পীড়নের আশঙ্কা

সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল মহারণ

সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল মহারণ

কার সাথে সংসার করছেন জয়া?

কার সাথে সংসার করছেন জয়া?

২৪ বিপ্লবের শহীদদের মতো বিডিআরের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে

২৪ বিপ্লবের শহীদদের মতো বিডিআরের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে

টানা চার ম্যাচে রোনালদোর গোল,নতুন বছর জয় দিয়ে শুরু নাসেরের

টানা চার ম্যাচে রোনালদোর গোল,নতুন বছর জয় দিয়ে শুরু নাসেরের

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় : উপদেষ্টা মাহফুজ

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় : উপদেষ্টা মাহফুজ

টঙ্গীবাড়ীতে মসজিদের ইমামকে কুপিয়ে জখম

টঙ্গীবাড়ীতে মসজিদের ইমামকে কুপিয়ে জখম

জার্মানিতে পাঁচ লাখের বেশি মানুষ গৃহহীন

জার্মানিতে পাঁচ লাখের বেশি মানুষ গৃহহীন

চীনে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

চীনে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি : আইন পর্যালোচনায় রোববার বৈঠকে বসছে ইসি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি : আইন পর্যালোচনায় রোববার বৈঠকে বসছে ইসি

কুমিল্লায় জনসম্মুখে শিশুকে দুগ্ধপান

কুমিল্লায় জনসম্মুখে শিশুকে দুগ্ধপান

যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত লড়াই

যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত লড়াই

টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন কিয়ার স্টারমার

টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন কিয়ার স্টারমার

আগুনে পুড়ল ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট

আগুনে পুড়ল ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট

লস অ্যাঞ্জেলেসে দাবানল, প্রবল বাতাসে পরিস্থিতি ভয়াবহ

লস অ্যাঞ্জেলেসে দাবানল, প্রবল বাতাসে পরিস্থিতি ভয়াবহ

কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান

কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি, মানবিক বিপর্যয় অব্যাহত

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি, মানবিক বিপর্যয় অব্যাহত

নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক

নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক

শেখ হাসিনার সাথে হত্যা মামলায় জড়িত পটুয়াখালীর ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোজাম্মেল আটক

শেখ হাসিনার সাথে হত্যা মামলায় জড়িত পটুয়াখালীর ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোজাম্মেল আটক