রাজশাহীতে বেশ কৌশলী বিএনপি, নগরীর রাজপথে আওয়ামী লীগ
১২ নভেম্বর ২০২৩, ০১:০৮ পিএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৩, ০১:০৮ পিএম
রাজশাহী অঞ্চলে এক সময়ের বিএনপির দূর্গ হিসাবে পরিচিত এক দশকের বেশী সময় ধরে ক্ষমতাসীন আওয়ামীলীগের মামলা, হামলা আর নিষ্পেষনে সেই দূর্গে ধ্বস নামে। ২০১৪ থেকেই অগ্নী সন্ত্রাস হত্যা খুন জখমের তকমা লাগিয়ে মামলায় হয়রানীর শুরু। স্থানীয় বড় নেতা থেকে শুরু করে তৃনমূল পয্যায়ের নেতাকর্মীরা মামলার হাজিরা দিতে পেরেসান। একেকজনের নামে অনেক মামলা। একটার জামিন হতে না হতে আরেকটা। এক কথায় আদালত পাড়ায় দৌড়াতে পেরেসানী অবস্থা। প্রায় দিন হাজিরা যাতে সাবেক মেয়রে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, শফিকুল হক মিলন, নাদিম মোস্তফা সহ নেতাকর্মীরা। কারো কারো বিরুদ্ধে অর্ধশত মামলা। একদশকে তছনছ হয়ে যায় সেই বিএনপির দূর্গ। বিএনপির কর্মসূচি পালিত হতো পালোপাড়াস্থ হার্ডওয়ার পট্টির রাস্তায় কিংবা পাশ্ববর্তী ভূবনমোহন পার্কে। পুলিশী ঘেরা টোপের মধ্যে। গত ডিসেম্বরে বিভাগীয় সমাবেশের মধ্যদিয়ে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা। দলের প্রতিষ্ঠা বার্ষিকী, রোডমার্চসহ একটার পর একটা কর্মসূচিতে হাজারো মানুষের অংশগ্রহনে বিএনপি যেন ফের ঘুরে দাড়ায়। ঢাকায় কর্মসূচিতে নিজেদের অংশগ্রহনে জানান দেয়। রাজশাহীতে বিভিন্ন সময়ে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ, ইকবাল হাসান মাহমুদ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ঘরের মানুষের মত সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদসহ কেন্দ্রীয় নেতারা। তাদের কাছে পেয়ে ঝিমিয়ে যাওয়া হতাশ হওয়া নেতাকর্মীরা একের পর এক কর্মসূচিতে উজ্জীবিত হয়। ঢাকার বড় বড় সমাবেশ দেখে অপেক্ষার প্রহর গোনা শুরু হয় তাদের আাঁধার বোধ হয় কেটে যাচ্ছে। কিন্তু ২৮ অক্টোবরের পর থেকে সরকারেরে সেই কঠোর অবস্থান মামলা, গ্রেফতার তাদের ফের ঘরছাড়া করে।
এর আগে একটি মামলায় কারাগারে গেছেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। ঢাকায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন আরেক নগর সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন। ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ থেকে রাতে ফিরতে গিয়ে বাস টার্মিনালে আটক হয় অর্ধশত নেতাকর্মী। এরপর থেকে তৃনমূল পর্যন্ত চলছে পুলিশী তাড়া ও ধড়পাকড়। নেতাদের মধ্যে মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বেশ কিছু নেতা একটু আড়ালে রয়েছেন। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, মতিউর রহমান মন্টু, ছাত্রদল, যুবদল ও সহযোগিদের নিয়ে অবরোধ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। গ্রেফতার এড়াতে প্রকাশ্যে আসছেন খুব কম। তবে গোপেন যোগাযোগ রাখছেন নেতাকর্মীদের সাথে। নির্দেশনা ও সাহস দিচ্ছেন। এরমধ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফলভাবে পালিত হচ্ছে। বিএনপি বলছে জনগণ স্বত:ফূতভাবে এসব কর্মসূচি সফল করছে।
এক সময় এ অঞ্চলে জামায়াত বেশ শক্তিশালী ছিল। অবশ্য এখন আর তাদের সেই শক্ত অবস্থান নেই। তারপরও মাঝে মধ্যে ঝটিকা কর্মসূচি পালন করে তাদের অস্তিত্বের জানান দিচ্ছে। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেন, ফ্যাসিষ্ট সরকারের পেটোয়া বাহিনীন গণগ্রেফতার নির্যাতনের কারনে তারা কোশল পাল্টিয়েছেন পালিয়ে যাননি। গ্রেফতার না হয়ে বরং আড়াল আবডালে থেকে কর্মসূচির বাস্তবায়ন করছেন। আর বিএনপি সাধারন মানুষের দল। এদের নিশ্চিহৃ করা যাবেনা। সময়মত ফের প্রকাশ্যে ঘুরে দাড়াবে।
নগর আহবায়ক এ্যাড. এরশাদ আলী ঈশা বলেন, তিনি রাজপথের বদলে আটক নেতাকর্মীদের আইনী সহায়তা দিতে বেশী সময় পার করছেন।
বেশ ফুরপুরে মেজাজে আছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তার ভাষায় রাজশাহী এখন বিএনপি জামায়াতের নয় আওয়ামীলীগের দূর্গ। বিএনপির আগুন সন্ত্রাস বলে দেয় তারা জনগণের নয় সন্ত্রাসীর দল। তাদের গোনার মত সময় নেই। আগামী নির্বাচনে আওয়ামীলীগকে ফের ক্ষমতায় আনার জন্য তারা ব্যাস্ত। বিএনপির অপকর্মকে জনগনই প্রতিহত করবে। আমরা শান্তির নগরী রাজশাহীকে শান্ত রাখতে চায়। হরতাল অবরোধের কর্মসূচির দিনে নগরীতে শান্তি সমাবেশ ও মিছিল করে রাজপথ দখলে রাখছেন তারা। এবার এ কর্মসূচি হচ্ছে দু’ভাগে। একটির নেতৃত্ব দিচ্ছেন খায়রুজ্জামান লিটনসহ নেতৃবৃন্দ। কিছুদিন নীরব থাকার পর কর্মসূচিকে ঘিরে সরব হয়েছেন সেক্রেটারী ডাবলু সরকার। কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বসে থাকছেন। সাবেক জেলা সম্পাদক আসাদুজ্জামান আসাদ লক্ষিপুর মোড়ে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন।
সংসদ অধিবেশন শেষ হবার পর ফিরেছেন এলাকার এমপিরা। ফের নির্বাচনে প্রার্থী হবার জন্য মাঠে নামছেন। কিন্তু পাঁচটি আসনেই নিজ দলের নেতাকর্মীদের ক্ষোভের মুখে পড়ছেন। প্রত্যেক আসনে দলের অনেক প্রার্থী। তাদের প্রভাব বিস্তারের জন্য তৎপর। এনিয়ে একে অপরের বিরুদ্ধে বিষেদাগার করছেন। ইতোমধ্যেই বেশ ক’জন এমপি নানা কারনে বির্তকের জন্ম দিয়ে বেশ সমালোচনায় আছেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাহফিলে আসুন, দেখা হবে, কথা হবে: সিলেটবাসীকে আজহারী
নোয়াখালীর কোম্পানীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও গুলি’সহ আটক ১
২০২৪ সালে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম
মাগুরায় তারুণ্যের উৎসব উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার
এমন একটি ছবি শুধু ভাবায় না, কাঁদায়ও: মুশফিকুল ফজল আনসারী
কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০বছরপূর্তি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত
কিশোরগঞ্জে ধুমধামে করে এক অসহায় মেয়ের বিয়ে দিলেন ছাত্রদল নেতা
দিল্লিতে দূষণ-কুয়াশার কারণে ভ্রমণ ব্যবস্থা বিপর্যস্ত ,যাত্রীদের ভোগান্তি
বাগেরহাটে লখপুর গ্রুপের কর্মহীন শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ
নিকলীতে দশ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘গণঅভ্যুত্থানে আহত ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, আরও যাবেন ২৮ জন’
১০ কোটিতে মাল্টার পাসপোর্ট নেওয়ার চেষ্টা টিউলিপের চাচীর
জামিন বাতিল করে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি
পাকিস্তানকে ছেড়ে ভারতের দিকে ঝুঁকছে তালেবান?
টাঙ্গাইলে জিয়া মঞ্চে ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ
পলাতক ওসিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি, অভিযানে সেনাবাহিনী-পুলিশ-র্যাব
কানাডার লিবারেল পার্টি ৯ মার্চ নতুন নেতা নির্বাচন করবে
স্বৈরাচারের সহযোগীদের রাজনৈতিক দলে ঢোকালে প্রতিরোধ করা হবে : ড. রিপন
দশ বছর পর ফের পুরষ্কৃত মালালা, ফিরছেন পাকিস্তান