যশোরে এবার নতুন ভোটার আড়াই লাখ
১২ নভেম্বর ২০২৩, ০৫:৩৩ পিএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৩, ০৫:৩৩ পিএম
যশোরের ছয়টি আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার ভোট দেবেন প্রায় আড়াই লাখ তরুণ-তরুণী। ভোটার তালিকায় যুক্ত হয়েছেন তারা। প্রথমবার সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় তাদের মধ্যে অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে।
যশোরে এবার ১৮ বছর বয়সী এবং ভোটারযোগ্য ও বাদ পড়া মিলিয়ে নির্বাচনে ভোট দেবেন ২৩ লাখ ৪০ হাজার ২২৮জন। এর মধ্যে ১১ লাখ ৭৬ হাজার ৯১২ জন পুরুষ ও ১১ লাখ ৬৩ হাজার ৩১৪ নারী। এবার ভোটার বেড়েছে ২ লাখ ৪৮ হাজার ৯৪৪ জন। এছাড়া এবার নির্বাচনে ৮২৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ৫ হাজার ২১৭টি ভোট কক্ষের ব্যবস্থা করা হবে। যশোর জেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
যশোর জেলায় একাদশ সংসদ নির্বাচনে ভোটার ছিল ২০ লাখ ৯১ হাজার ২৮৪। এরমধ্যে পুরুষ ভোটার ছিল ১০ লাখ ৪৮ হাজার ৫৩৭। নারী ভোটার ছিল ১০ লাখ ৪২ হাজার ৭৪৭। দশম সংসদ নির্বাচনে ভোটার বাড়ার সাথে সাথে কেন্দ্রের সংখ্যাও বেড়েছে। মূলত ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচন কমিশন ভোট কেন্দ্রের সংখ্যা বাড়িয়েছে।
যশোরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান জানান, যশোরের ছয়টি সংসদীয় আসনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা না করা পর্যন্ত নতুন ভোটার হতে থাকবে। ফলে তফসিল ঘোষণা পর্যন্ত এই সংখ্যা আরও বেড়ে যেতে পারে।
খসড়া ভোটার তালিকা সূত্রে জানা গেছে, যশোর-১ শার্শা আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৫৯৬। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৫১১ ও নারী ভোটার ১ লাখ ৪৭ হাজার ৮৫ জন। এ আসনে প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র ১০২টি। যার মধ্যে ভোট কক্ষের সংখ্যা ৬৬১টি।
যশোর-২ ঝিকরগাছা-চৌগাছা আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৪৯৮জন। এ আসনে পুরুষ ভোটার ২ লাখ ২৯ হাজার ২৯২ ও নারী ভোটার ২ লাখ ২৭ হাজার ২০৬ জন। এ আসনে প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র ১৭৬টি যার মধ্যে ভোট কক্ষের সংখ্যা ৯৪৫টি।
যশোর-৩ সদর আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬৪হাজার ১১৪। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৭ হাজার ৬৯০ ও নারী ভোটার ২ লাখ ৮৭ হাজার ৬৯০ জন। এ আসনে প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র ১৮৯টি; যার মধে ভোট কক্ষের সংখ্যা ১হাজার ৩১৫টি।
যশোর-৪ অভয়নগর-বাঘারপাড়া আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৩ হাজার ২৯৮জন। এ আসনে পুরুষ ভোটার ২ লাখ ১৬ হাজার ৪৪১ ও নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ৮৫৭ জন। এ আসনে প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র ১৪৯টি যার মধ্যে ভোট কক্ষের সংখ্যা ৯৯৮টি।
যশোর-৫ মণিরামপুর আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৫ হাজার ৮৬২ জন। এ আসনে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৩৫৯ ও নারী ভোটার ১ লাখ ৭৬ হাজার ৫০১ জন। এ আসনে প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র ১২৮টি; যার মধ্যে ভোট কক্ষের সংখ্যা ৭৯০টি।
যশোর-৬ কেশবপুর আসনে মোট ভোটার সংখ্যা ২লাখ ১৭ হাজার ৮৬০জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯ হাজার ৮৮৫ ও নারী ভোটার ১ লাখ ৭ হাজার ৯৯৫ জন। এ আসনে প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র ৮১টি যার মধ্যে ভোট কক্ষের সংখ্যা ৫০৮টি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়
কালিহাতীতে মারামারির সন্ধিগ্ধ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট
ঝিকরগাছায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে ব্যবসা প্রতিষ্ঠান
কেবল সেবন নয় মাদক ব্যবসায়ও জড়িত তারকারা, ডিসেম্বরের পরে দেখে নেবে কে?
গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু
যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর
৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান
এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
আবাসিক হোটেলের নামে মাদকের আড্ডা
নোয়াখালীতে মসজিদের ইমাম ও খতিবকে বিদায়ী সংবর্ধনা
খুলনাকে বিদায় করে ফাইনালে মেট্রো
কালিয়াকৈরে চাঁদাবাজের হামলায় চাঁদাবাজ কালামের মৃত্যু
বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় নিহত- ১
কামালপুর সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম দুর্ভোগে পথচারীরা
মেয়েদের ক্রিকেটে যুক্ত হলো যেসব সুযোগ-সুবিধা
বাড়ছে শীতের প্রকোপ, সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
জকিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার