ফেনীতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ আহত-২৫, গ্রেফতার-৯
১৩ নভেম্বর ২০২৩, ১২:২৪ এএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩, ১২:২৪ এএম
সরকারের পদত্যাগ,নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ এক দফার দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপি বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচির প্রথমদিনে আজ সকাল ৮টার দিকে ফেনীতে জেলা বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশ অতর্কিত হামলা ও লাঠিচার্জ চালালে এতে অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয় এবং সেখান থেকে পুলিশ ৪ জনকে গ্রেফতার করে নিয়ে যায়। আটককৃতরা হলেন ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল,ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারী,কালিদহ বিএনপি নেতা মহিউদ্দিন ও ছাত্রদল নেতা আরমান। পরে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল থেকে জেলা বিএনপির যুগ্ম আহাবায়ক গাজী হাবীব উল্লাহ মানিককে ডিবি পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত গাজী মানিকের বিরুদ্ধে হরতাল ও অবরোধ চলাকালীন সময়ে বিভিন্ন নাশকতার ঘটনায় ফেনী মডেল থানায় ১০টি মামলা হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, মানিকের বিরুদ্ধে ৪টি ও বাবুলের বিরুদ্ধে ১টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়াও গাজী মানিক ৮৫টি মামলায় জামিনে রয়েছেন। এর আগে গত শনিবার রাতে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খন্দকার,পৌর যুবদল নেতা ফয়জুল হক মুন্না ও গাড়ি চালক ইসমাইল সহ ৪ জনকে গ্রেফতার করে র্যাব। পরে রাত দুইটার দিকে তাদেরকে ফেনী মডেল থানায় হস্তান্তর করে র্যাব। গ্রেফতারকৃত ৯ জনকে আজ দুপুরে ফেনীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যুবদলের সভাপতি ও সম্পাদক সহ নেতাকর্মীদের গ্রেফতারে চরম প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। আজ যুবদলের সহ-দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) এ্যাডভোকেট আজিজুর রহমান আকন্দ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। অবরোধে গণগ্রেফতারের ঘটনায় ফেনীতে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং থমথমে অবস্থা বিরাজ করছে।
অবরোধে সকাল থেকে ফেনীর সড়ক-মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী র্যাব,বিজিবি সহ পুলিশের ব্যাপক টহল লক্ষ্য করা গেছে। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের সক্রিয় অংশগ্রহণের কারণে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর কোন নেতাকর্মীদের সকাল ১১টার পর থেকে সড়ক মহাসড়কে বিক্ষিভ মিছিল,পিকেটিং করতে দেখা যায়নি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকাল থেকে পণ্যবাহি ট্রাক, কাভার্ডভ্যান ও কিছু দুরপাল্লার বাস চলাচলতে করতে দেখা গেছে। এছাড়া শহরের বিভিন্ন সড়কে ছোট যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। ব্যবসায়ীরা নির্বিঘেœ তাদের ব্যবসা পরিচালনা করতে দেখা যায়। শহরে অন্যদিনের তুলনায় মানুষের সমাগম বেশি ছিল। অবরোধের তেমন কোন প্রভাব পড়েনি।
এদিকে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, অবরোধে সমর্থনে আমরা সকালে ফেনীর রাজপথে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করি। তখন আমাদের বিক্ষোভ মিছিলে পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুলিশ আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভে অতর্কিত হামলা চালিয়ে ২৫ জন নেতাকর্মীকে আহত করে। ৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করে নিয়ে যায়। আমাদের আহত নেতাকর্মীরা হাসপাতালে চিকিৎসা পর্যন্ত নিতে পারছে না। তিনি বলেন, পুলিশ এখন আর পুলিশ নাই, এরা এখন পাকিস্তানী হানাদার বাহিনী হয়েছে গেছে। তারা দস্যুর ভূমিকা পালন করছে। পুলিশ গত ২৮ তারিখের পর থেকে আমাদের প্রায় ২০০ উপরে নেতাকর্মীদেরকে গ্রেফতার করেছে। তারা শুধু নেতাকর্মীদেরকে গ্রেফতারে ক্ষান্ত হয়নি সমর্থকদেরকেও ধরে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, পুলিশ রাতে আমাদের দলীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশীর নামে হামলা ভাংচুর সহ নেতাকর্মীদেরকে ধরে নিয়ে মিথ্যা মামলা দিচ্ছে। আমি গত ২৫ তারিখ রাতে জেল থেকে বের হলাম পরদিন ২৬ তারিখ থেকে আমার নামে একের পর এক গায়েবী মামলা দেয়া শুরু করেছে পুলিশ। তিনি বলেন, আমরাতো কোন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী না। ফেনীর পুলিশ বাহিনী গত সপ্তাহে আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে যেগুলো আওয়ামীলীগের সন্ত্রাসীরা করে। এসব হুমকি ধামকি ও গ্রেফতার করে বিএনপির আন্দোলনকে ধমিয়ে রাখা যাবে না। আমাদের আন্দোলন কর্মসূচি আরো বেগবান হবে ইনশাআল্লাহ।
বিএনপির নেতাকর্মীদের আটকের সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, এ পর্যন্ত আমরা ৯ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সম্প্রতিকালে যে নাশকতার মামলাগুলো হয়েছে সেসব মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে অনেকের নামে বিভিন্ন মামলায় এজহারে আছে তাই মামলা অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। গ্রেফতারকৃতদেরকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছেঃমির্জা ফখরুল ইসলাম
মাগুরায় দলকে গতিশীল করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু, জিরো লাইন থেকে লাশ উদ্ধার
মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা
সেনবাগে ট্রাক্টর চাপায় ১ শিশু মৃত্যু : আহত ১
আ.লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
ঢাকা ফাইট নাইট ৪.০-এ জয়ী মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদ
শহীদ আবু সাঈদকে কটূক্তি, ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন
টাঙ্গাইলে কাকুয়ায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জবর দখল করে ছাদ ঢালাই
লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়
কালিহাতীতে মারামারির সন্ধিগ্ধ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট
ঝিকরগাছায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে ব্যবসা প্রতিষ্ঠান
কেবল সেবন নয় মাদক ব্যবসায়ও জড়িত তারকারা, ডিসেম্বরের পরে দেখে নেবে কে?
গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু
যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা