ফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে বাসে ও ট্রাকে আগুন
১৩ নভেম্বর ২০২৩, ০৪:৫৮ পিএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩, ০৪:৫৮ পিএম
ফরিদপুর শহরে একটি বাস ও ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ নভেম্বর) ভোর রাতে ফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে একটি বাসে ও রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ধলার মোড় এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বাস ও ট্রাকে অগ্নিসংযোগের দুটি ঘটনাকে নাশকতা হিসেবে আখ্যায়িত করেছেন। পুলিশ জানায়, সোমবার ভোররাত ৪টার দিকে ফরিদপুর বাসস্ট্যান্ডের উত্তর দিকে টার্মিনালের পেছনের দিকে দাঁড়িয়ে থাকা সাউদিয়া পরিবনের ৫২ আসনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় বাসের আসনগুলো।
ওই সময় ওই বাসের ভেতর সহযোগী বাঁকা মাতুব্বর (৪৫) ঘুমাচ্ছিলেন। ধোয়ায় তার ঘুম ভেঙে বাস থেকে বেরিয়ে আসেন। বাঁকা বলেন, আমি বাসের সামনের দিকে কয়েল জ্বলিয়ে ঘুমাচ্ছিলেন। ঘুম ভেঙে উঠে দেখতে পাই বাসের পিছনে আগুন জ্বলছে। আমি দ্রুত বাসের সামনের দিকের দরজা খুলে বের হয়ে আসি। অল্প সময়ের মধ্যে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।
তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর দেন ফায়ার সার্ভিসে। ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নেভায়। আগুনে বাসের ভেতরের অংশ পুড়ে যায়। বাসের আগুন নেভাতে অংশ নেওয়া ফরিদপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার আকতার হোসেন ঢাকা পোস্টকে বলেন, এটা কোনো দুর্বৃত্তের করেছে। বাসের ভেতরের সিট পুরোটা পুড়ে গেছে। এক ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নেভাতে সক্ষম হই।
এর আগে গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে শহরতলীর ধলার মোড় এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ট্রাকচালক মাহবুবুর রহমান জানান, ট্রাকটি তার বাড়ির সামনে রেখে নামাজ পড়তে যান। নামাজ পরে এসে তিনি ট্রাকের সামনের দরজা খোলা অবস্থায় পান এবং ট্রাকের সামনে আগুন জ্বলতে দেখেন। পরে খুব দ্রুত স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলেন। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে বলে জানান তিনি।
তিনি দাবি করেন, দাঁড়িয়ে থাকা আমার ট্রাকটিতে কেউ পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়। এর ফলে তার প্রায় তিন লাখ টাকা ক্ষতি হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, বাস-ট্রাকে আগুন দিয়ে কেউ ছাড় পাবে না। আমরা যেভাবেই হোক তাদের ধরে ফেলব। শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দেবোত্তর বাজারে লিফলেট বিতরণ করলেন জেলা সমন্বয়ক প্রধান ফাহাদ
‘আগস্ট বিপ্লবে ইসলামপন্থিদের বাদ দিয়ে কোনো ইতিহাস রচিত হতে পারে না’
পালালেন এক ওসি, প্রত্যাহার আরেক ওসি
মাগুরার শ্রীপুরের কোদলা গ্রামে দু দলের সংঘর্ষে আহত ১৭ একাধিক ঘরবাড়ি ভাঙচুর
২০১৮ এর কোটা সংস্কার আন্দোলন না হলে ’২৪ এর গণঅভ্যুত্থান হতো না : আবু হানিফ
বগুড়ায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মামুন
আলফাডাঙ্গায় হালি পেঁয়াজের চাড়া রোপনের ধুম পড়েছে
শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. সোহেল, সদস্য সচিব ড. মাসুদ
মাস্ক, ঘোমটা ও ভুয়া পাসপোর্টসহ 'কট' নিপুণ! তদন্তে রহস্যময় তথ্য
খুনিরাই খুনিকে সহযোগিতা করেছে : সমন্বয়ক হান্নান মাসউদ
নাটোরে মহাশ্মশানের মন্দিরে তরুণ দাস হত্যার মূল আসামি গ্রেপ্তার
টাকাটাই শেষ কথা বাকি সব বাতুলতা! শফিক রেহমান সম্পর্কে যা বললেন ডা: জাহেদ
উত্তরা পশ্চিম থানার জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের পাশে জামায়াত
সালথায় রাতের আঁধারে কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
রাণীশংকৈলে মারামারি ও ভাংচুরের মধ্য দিয়ে শেষ হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং
ওসি শাহ আলমকে কত টাকার বিনিময়ে ছেড়েছেন, প্রশ্ন হান্নান মাসউদের
দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা
৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসামে বিএনপির জনসভা
এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি