বাংলাদেশে শেখ হাসিনা সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না : সুব্রত চৌধুরী
১৪ নভেম্বর ২০২৩, ১২:১৪ এএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩, ১২:১৪ এএম
আজ ১৩ নভেম্বর- ২০২৩ দেশব্যাপী ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করতে বিকাল ৪টায় বিক্ষোভ মিছিল নিয়ে আরামবাগ থেকে শুরু করে মতিঝিল শাপলা চত্বর হয়ে নটরডেম কলেজের সামনে দিয়ে আরামবাগ ঘুরে গণফোরাম চত্বরে এসে সমাবেশে শীর্ষ নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে শেষ হয় গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির অবরোধ কর্মসূচি।
চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি, বিরোধী দলের সভা-সমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, গ্রেপ্তার, অবৈধ শেখ হাসিনা সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পূণপ্রতিষ্ঠার এক দফা দাবিতে আগামি ১৫ ও ১৬ নভেম্বর ২০২৩ দেশব্যাপী সর্বাত্মক অবরোধ ঘোষণা করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।
গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী অবরোধ সফল করতে মিছিল শেষে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, গত ২৮ অক্টোবর একটি শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনী লেলিয়ে দিয়ে মহাসমাবেশ নষ্ট করে ২য় শাপলা চত্বর করেছে ওবায়দুল কাদের। সমাবেশে হামলার পর সেই ভয়াল ২৫শে মার্চে পাক হানাদার বাহিনীর মতো বিএনপি সহ বিরোধী মতের উপর ঝাপিয়ে পড়লো আওয়ামী লীগ বাহিনী। নিরস্ত্র জনগণের উপর লাঠি-গুলি-টিয়ারগ্যাস দিয়ে হত্যাকান্ড চালিয়েছে, এখন বাড়িতে বাড়িতে গিয়ে হামলা, ব্যাবসা প্রতিষ্ঠানের উপর হামলা, বিএনপি কোথায় আছে খুঁজে বের করা এবং তাদের আত্মিয় স্বজন সহ যাকে খুশি তাকে থানায় নিয়ে টর্চার করা। জনগণের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে নব্য রাজাকার আওয়ামী লীগ। জনগণের টাকায় সরকারীভাবে সভা সমাবেশ করছে শেখ হাসিনা। নির্যাতনের স্টিমরোলার চালিয়ে জনগণের গণ আন্দোলনকে কখন স্তিমিত করা যাবে না। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের অধীনে আর কোন নির্বাচন হবে না।
বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জনগণের সাথে প্রতারণা করবেন না, আর মিথ্যা বলবেন না। ২০১৮ সালের নির্বাচনের আগে আপনি ওয়াদা করেছিলেন নির্বাচন সুষ্ঠু দিবেন কিন্তু কি করলেন! দিনের ভোট রাতে ডাকাতি করে নিয়েগেলেন! এবার জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলব। দিনের ভোট দিনেই হবে, জনগণের রায়েই তাদের প্রতিনিধি নির্বাচিত হবে।
গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক বলেন, পুলিশ বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলকে বলছি দেশের জনগণ ভোট দিতে পারে না, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আপনাদেরও দায়িত্ব আছে তা পালন করুন। কোন স্বৈরাচার সরকারের দলীয় বাহিনী নয়, জনগণের আকাঙ্খার প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজেদেরকে জনগণের সেবক হিসেবে প্রমাণ করুন।
বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মোঃ আবদুল কাদের বলেন, প্রধান নির্বাচন কমিশনার ২ সপ্তাহ আগে বললেন নির্বাচনের কোন পরিবেশ নেই এখন বলেন যে কোন মূল্যে নির্বাচন করতে হবে! ২ সপ্তাহের মধ্যে নির্বাচনের পরিবেশ ভালো হয়ে গেল! আপনি সম্মান নিয়ে পদত্যাগ করুন নয়তো এ জাতি ঘৃণাভরে আপনাকে মনে রাখবে। স্বৈরাচারী দল জাতীয় পার্টি নির্লজ্জ ভাবে ২০১৪ এবং ২০১৮ সালে এই সরকারকে সমর্থন করেছে সুবিধা ভোগ করার জন্য। আপনাদেরকে অনুরোধ করবো রাজাকার না হয়ে জনগণের পক্ষে আসুন।
আরও বক্তব্য রাখেন গণফোরাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্র সম্পাদক মোঃ সানজিদ রহমান শুভ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান বুলু, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এম.এ. কাদের মার্শাল, সাধারণ সম্পাদক এরশাদ জাহান সুমন, কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল উদ্দিন সুমন, ইমাম হোসেন, মাহফুজুর রহমান মাসুম ও শেখ শহিদুল ইসলাম সহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।
বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, প্রেসিডিয়াম মেম্বার আতিকুর রহমানম, হারুনুর রশিদ, নাজমা আক্তার, রানী শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম সরদার, সিলেট মহানগর এর সভাপতি মোঃ আব্দুস শহিদ ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ লিটন জোয়ার্দার সহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
মাস্ক, ঘোমটা ও ভুয়া পাসপোর্টসহ 'কট' নিপুণ! তদন্তে রহস্যময় তথ্য
খুনিরাই খুনিকে সহযোগিতা করেছে : সমন্বয়ক হান্নান মাসউদ
নাটোরে মহাশ্মশানের মন্দিরে তরুণ দাস হত্যার মূল আসামি গ্রেপ্তার
টাকাটাই শেষ কথা বাকি সব বাতুলতা! শফিক রেহমান সম্পর্কে যা বললেন ডা: জাহেদ
উত্তরা পশ্চিম থানার জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের পাশে জামায়াত
সালথায় রাতের আঁধারে কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
রাণীশংকৈলে মারামারি ও ভাংচুরের মধ্য দিয়ে শেষ হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং
ওসি শাহ আলমকে কত টাকার বিনিময়ে ছেড়েছেন, প্রশ্ন হান্নান মাসউদের
দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা
৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসামে বিএনপির জনসভা
এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি
শিবচরের পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তার ২
গার পাহাড় সীমান্তে শাড়ি-লেহেঙ্গা, সানগ্লাসসহ ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানকে টপকে ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ
নরসিংদীতে সাদপন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ
কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা ও জরিমানার পরও বন্ধ হয়নি ইট ভাটা
ফরিদপুরের জেলার সকল অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
কুষ্টিয়ার মাটির তৈরি হাঁড়ি পাতিল যাচ্ছে বিদেশে