যশোরে রাস্তার মাটি কাটার কাজে ৯৩ চেয়ারম্যান হাতিয়েছেন প্রায় ৩ কোটি টাকা!
১৪ নভেম্বর ২০২৩, ০৫:১৯ পিএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩, ০৫:১৯ পিএম
যশোরের ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে আরইআরএমপি-৩ প্রকল্পের আওতায় রাস্তায় মাটি কাটার কাজে নারী শ্রমিক নিয়োগে ‘ঘুষ’ বাণিজ্যের অভিযোগ উঠেছে। জেলায় ৯৩০ জন নারী শ্রমিক নিয়োগ দিয়ে তাদের কাছ থেকে অন্তত দুই কোটি ৭৯ লাখ টাকা এভাবে হাতিয়ে নিয়েছেন তারা।
যশোর এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, গ্রামীণ কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের আওতায় সারা দেশের মতো যশোরের ৯৩টি ইউনিয়নে (প্রতি ইউনিয়নে ১০ জন করে) মোট ৯৩০ জন নারী শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানদের সুপারিশের ভিত্তিতে। ২০২০ সালের পহেলা জুন তাদের এই নিয়োগ দেয়া হয়। আরইআরএমপি-৩ প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ৩১ মে।
নারী শ্রমিকরা জানিয়েছেন, এই প্রকল্পে নারীকর্মী নিয়োগের ক্ষেত্রে বিধবা, স্বামী পরিত্যক্তা এবং নারীপ্রধান পরিবারের নারী শ্রমিক, ভূমিহীন নারীদের অগ্রাধিকার দেয়ার জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। কিন্তু যশোরের অধিকাংশ ইউনিয়নে নারী শ্রমিক নিয়োগে এসব নির্দেশনা মানা হয়নি। বরং ইউনিয়নের দরিদ্র নারী শ্রমিকদের এ কাজে নিয়োগ দিতে তাদের কাছ থেকে মাথাপিছু ৩০ হাজার টাকা করে ঘুষ নেয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এলজিইডির অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে এ কাজ করেছেন।
যশোর সদর উপজেলার লেবুতলা ও দেয়াড়া ইউনিয়নের পাঁচজন নারী শ্রমিকের (নাম প্রকাশে অনিচ্ছুক) সাথে কথা হলে তারা বলেন, ‘রাস্তার কাজে ঢোকার জন্য ৩০ হাজার করে টাকা দেয়া লেগেছে চেয়ারম্যানকে। যারা টাকা দেয়নি তাদের রাস্তার চাকরিও দেয়া হয়নি।’ এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলনকে ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে, দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমানকে ফোন করা হলে তিনি কল কেটে দেন।
মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের তিন জন নারী শ্রমিক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘রাস্তার কাজ পাওয়ার জন্য সরকারের যে-সব নিয়ম ছিল; সেই নিয়ম অনুযায়ী নিয়োগ দেয়া হয়নি। কাজ পাওয়ার জন্য যে বেশি টাকা দিয়েছে তাকেই কাজে নিয়েছেন চেয়ারম্যান। সর্বনি¤œ ৩০ হাজার থেকে শুরু করে ৩৫ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত দিতে হয়েছে চেয়ারম্যানদের।’ ঝাঁপা ইউনিয়ন পরিষদের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত চেয়ারম্যান শামছুল হক মন্টু বলেন, ‘শুনেছি আমার আগের চেয়ারম্যানরা টাকা নিয়েছেন। তবে এসব কাজে আমি জড়িত না।’
চৌগাছা উপজেলার চৌগাছা ইউনিয়নের দুইজন নারী শ্রমিক অভিযোগ করে বলেন, ‘চেয়ারম্যান তো না যেন ডাকাত। টাকা ছাড়া কাজই করেন না। অসুস্থতার জন্য একদিন কাজে না আসলে হাজিরা কেটে নেয় তারা।’
চৌগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘আমার আগে যিনি দায়িত্বে ছিলেন, সেই চেয়ারম্যান এই টাকা লেনদেন করেছেন। এর সাথে আমি জড়িত না। বরং আমি কয়েকবার উপজেলার মাসিক মিটিংয়ে টাকা লেনদেনের ব্যাপারে অভিযোগ জানালেও কোন সুরহা হয়নি।’
বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ ও দেয়াড়া ইউনিয়ন পরিষদের দুই নারী ইউপি সদস্য বলেন, ‘যার কাছ থেকে যেমন পেরেছে টাকা নিয়েছেন চেয়ারম্যানরা। টাকা বাদে কাউকে আরইআরএমপি-৩ প্রকল্পে কাজ দেননি তারা।’
গ্রামীণ কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের ট্রেনিং অফিসার রফিকুল ইসলাম বলেন, ‘জেলার ৯৩টি ইউনিয়নে ৯৩০ জন নারী শ্রমিক নিয়োগ দেয়া হয়েছে চেয়াম্যানদের সুপারিশের মাধ্যমে। তাদের দৈনিক হাজিরা ২৫০ টাকা করে। মাসে ৩০ দিন কাজ হয় তাদের।’
অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমরা এসবে জড়িত না। চেয়ারম্যান যাদের সুপারিশ করে পাঠিয়েছে তাদের নাম ঢাকাতে পাঠানো হয়েছে। লেনদেনের ব্যাপারে চেয়ারম্যানরা ভালো বলতে পারবে।’
এ বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, ‘নারী শ্রমিক নিয়োগে টাকা লেনদেন হয়নি। যদি এমন কোন ঘটনা ঘটে থাকে; তাহলে সেই ভুক্তভোগীকে স্ব-শরীরে এসে আমার সাথে যোগাযোগের অনুরোধ করছি। অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।’
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত