আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে সন্ত্রাসের মহড়া দিচ্ছে-এবি পার্টি
১৯ নভেম্বর ২০২৩, ০৭:০৬ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩, ০৭:০৬ পিএম
আওয়ামী লীগ নেতাদেরকে শান্তি সমাবেশের নামে ভয় ভীতি প্রদর্শন
ও সন্ত্রাসী তৎপরতা বন্ধ করার আহ্বান জানিয়েছে এবি পার্টি। জনগণের ভোটাধিকার হরনের প্রতিবাদে বিরোধী রাজনৈতিক দলগুলো যখন নিয়মতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি দিচ্ছে তখন সরকারী দলের নেতারা তার পাল্টা কর্মসূচি হিসেবে প্রকাশ্য অস্ত্র হাতে পুলিশের সামনে শান্তি সমাবেশের নামে সন্ত্রাসের মহড়া দিচ্ছে বলে অভিযোগ করে দলটি।
অবৈধ সরকারের পদত্যাগ, প্রহসনমূলক নির্বাচনী তফসিল বাতিল ও সকল রাজনৈতিক বন্দীর মুক্তির দাবিতে চলমান আন্দোলন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে রোববার বিকেলে বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে দলের জনবিক্ষোভ কর্মসূচিতে এসব কথা বলেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এর সভাপতিত্বে জনবিক্ষোভ ও সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার বলেন, এই ফ্যাসিবাদী সরকার গোটা দেশকে একটি সংঘাত সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। একতরফা একটা সাজানো প্রহসনের নির্বাচন করতে নির্বাচন কমিশনের ঘাড়ে বন্দুক রাখা হয়েছে। আজ বিরোধীদলের অফিস তালাবদ্ধ করে আওয়ামীলীগ মনোনয়ন বিক্রির উৎসবে মেতে উঠেছে। আমরা মেরুদণ্ড বিহীন এই নির্বাচন কমিশনের অবিলম্বে পদত্যাগ চাই, এই অবৈধ সরকারের অবিলম্বে পদত্যাগ চাই। দেশে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে অংশগ্রহন মূলক নির্বাচন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
মজিবুর রহমান মঞ্জু বলেন, নির্বাচন কমিশনের একতরফা নির্বাচন আয়োজন ও আওয়ামী লীগ নেতাদের উল্লাস দেখে জনগণ খুব মজা পাচ্ছে। প্রতিপক্ষ ছাড়া খালি মাঠে খেলার মধ্যে যারা আনন্দ পায় তাদের রাজনৈতিক দৈন্যতা দেখে করুনা প্রকাশ ছাড়া আর কিছু বলার নাই। তিনি আওয়ামী লীগ নেতাদেরকে তথাকথিত শান্তি সমাবেশের নামে ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী তৎপরতা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের অবস্থা দেখে মনেহচ্ছে আপনারা নব্য আওয়ামী অশান্তিবাহিনী। তিনি এই আওয়ামী অশান্তিবাহিনীর হাত থেকে জাতিকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণবিপ্লবে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সরকারের ও নির্বাচন কমিশন যোগসাজশে যে একতরফা নির্বাচনের পায়তারা চলছে তার বিরুদ্ধে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে। আমরা আন্তর্জাতিক বিশ্বের সাথে একমত পোষন করে বলতে চাই, বাংলাদেশের আগামী নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে ইনশাআল্লাহ।
জনবিক্ষোভে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বিএম নাজমুল হক, কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, কেন্দ্রীয় সহকারী সদস্যসচিব শাহ আব্দুর রহমান, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, দক্ষিণের যুগ্ম আহবায়ক গাজী নাসির, উত্তরের সদস্যসচিব ফিরোজ কবির, দক্ষিণের যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার, কেফায়েত হোসেন তানভীর, যুবপার্টি ঢাকা মহানগর উত্তরের আহবায়ক হাদিউজ্জামান খোকন, ছাত্রপক্ষের আহবায়ক মোহাম্মদ প্রিন্স, যুবপার্টির যুগ্ম সদস্যসচিব মাসুদ জমাদ্দার রানা, সুলতানা রাজিয়া, নারী নেত্রী আমেনা বেগম, ফেরদৌসী আক্তার অপি, মহানগর উত্তরের সংগঠক সেলিম খান, আব্দুর রব জামিল, সাবক ছাত্রনেতা রিপন মাহমুদ সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
আরেকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া
রাজনীতি ও রাষ্ট্রাচার ব্যবসায়িক পণ্যে পরিণত হয়েছে : সেলিম উদ্দিন
ভারতে ঢুকে পড়েছে এইচএমপিভি
আন্তর্জাতিক আইকিউ টেস্টে দ্বিতীয় ইরান
গণঅধিকার পরিষদের ফারুকের ওপর হামলা : দুই আসামির জামিন
লেনদেন ও সূচকের উত্থান পুঁজিবাজারে চাঙাভাব
খালেদা জিয়ার নাইকো মামলায় ৩২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ
পাবনায় শীর্ষ সন্ত্রাসী কাঙ্গাল বাবু গ্রেপ্তার
১৫ হাজার পিচ ইয়াবার মামলায় প্রবাসীর যাবজ্জীবন কারাদণ্ড
হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে : মাহমুদুর রহমান
বৃদ্ধাশ্রমের বাবা মায়ের পাশে জেলা প্রশাসন সব সময় আছে এবং থাকবে
তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ের দিন প্রশ্নবিদ্ধ এনামুল
বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চান পরিবেশ উপদেষ্টা
গাজীপুরে বিএনপির বিক্ষোভ
সোনারগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ
র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি শেকৃবি ভিসির
অংশীজনদের সঙ্গে আজ বসছেন অর্থ উপদেষ্টা
কোম্পানীগঞ্জের ইউএনওর নাম্বার ক্লোন করে শিক্ষকের কাছে টাকা দাবি
সমস্যাগ্রস্ত ৬ ব্যাংকের নিরীক্ষায় ২ বিদেশি প্রতিষ্ঠানকে নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক
অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত