বরিশালের আঞ্চলিক ও জেলা মহাসড়কের ২৩ পয়েন্টে যানবাহন পারাপারের বিড়ম্বনা অব্যাহত
২০ নভেম্বর ২০২৩, ০৩:২৮ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৩, ০৩:২৮ পিএম
নদ-নদী নির্ভর বরিশাল সড়ক জোনের জাতীয় মহাসড়কগুলোতে একাধিক সেতু নির্মানের ফলে ফেরি পারাপারের বিড়ম্বনা হ্রাস পেলেও আঞ্চলিক ও জেলা সংযোগ সড়কগুলোর ২৩টি স্থানে এখনো ফেরি সার্ভিসের ওপরই সড়ক পরিবহন নির্ভরশীল। এর বাইরে বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের মেঘনা ও তেতুলিয়া নদী পারপারে রাষ্ট্রীয় জাহাজ চলাচল প্রতিষ্ঠান-বিআইডব্লিউটিসি ফেরি সার্ভিসের মাধ্যমে উপক’লীয় ৩টি বিভাগ ও সমুদ্র বন্দরসমুহের মধ্যে সড়ক যোগাযোগ অব্যাহত রেখেছে।
নিকট অতীতেও প্রবাদ ছিল ‘দক্ষিণাঞ্চলের মানুষের জীবনের অর্ধেক সময় কাটে ফেরি ঘাটে’। গত দ্ ুদশকে এ অঞ্চলে বেশ কিছু সেতু নির্মানের ফলে সে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ফেরি পারাপারের বিড়ম্বনা এ অঞ্চলের মানুষের পিছু ছাড়েনি।
তবে সড়ক ও জনপথ অধিদপ্তরের বরিশাল সড়ক অঞ্চলের ২৩টি পয়েন্টে যে ৫৫টি ফেরি মোতায়েন রয়েছে তার মধ্যে চলমান রয়েছে ৪৮টির মত। এখনো দুই যুগেরও বেশী পুরনো ‘ইউটিলিটি টাইপ-১’, ‘ইউটিলিটি টাইপ-১ ইমপ্রুভড’ ও ‘ইউটিলিটি টাইপ-২’ ফেরি দিয়ে এ অঞ্চলে যানবাহন পারাপার অব্যঅহত রাখতে হচ্ছে। উপরন্তু এসব ফেরি সার্ভিস ইজারাদারের মাধ্যমে পরিচালিত হওয়ায় তাদের খেয়ালখুশির ওপরই এঅঞ্চলের সড়ক পরিবহন অনেকটাই নির্ভরশীল। সাম্প্রতিককালে কয়েকটি নতুন ফেরি সহ পুরনো ফেরিতে নতুন ইঞ্জিন সংযোজন হলেও আরো বেশ কিছু ফেরির পরিপূর্ণ পূণর্বাশন প্রয়োজন। দীর্ঘদিনের পুরনো ও দূর্বল ইঞ্জিনের কারণে বর্ষা মৌসুমের প্রবল শ্রোত অতিক্রম করে অনেক ফেরি খর¯্রােতা নদীসমুহ পাড়ি দিতে গিয়ে বিপত্তি ঘটায়। সদ্য বিলুপ্ত বেকুঠিয়া ঘাটে মেরিন কোর্টের মামলায় একটি ফেরি গত প্রায় ৫বছর ধরে চড়ায় তুলে রাখা হয়েছে। ফলে ফেরিটির অবকাঠামো সম্পূর্ণ বিনষ্টের পথে।
বরিশাল অঞ্চলের ২৩টি ফেরি পয়েন্টের ৪৬টি ঘাটে ৫৩টি পন্টুনের ৬টি জরাজীর্ণ হয়ে পড়েছে। এসব পন্টুন ও সংযুক্ত গ্যাংওয়ে ১৫টন ভার বহনক্ষম নকসায় তৈরী হলেও ৩০ টনেরও অধিক পণ্য নিয়ে বড় মাপের ট্রাকগুলো গাংওয়ে ও পন্টুন অতিক্রম করে ফেরিতে উঠে পড়ছে। ফলে প্রায়সই নানা ধরনের বিপত্তি সৃষ্টি হচ্ছে। বিবেকহীন ট্রাক চালকদের এসব অপকর্মে অনেক সময়ই ফেরি পারাপার বন্ধ হয়ে সড়ক যোগাযোগই বিপর্যস্ত হচ্ছে।
উপরন্তু মন্ত্রনালয়ের বিধি অনুযায়ী সড়ক অধিদপ্তরের ফেরি সমুহ মেরামত ও রক্ষণাবেক্ষন করে ফেরি বিভাগ। কিন্তু তার পরিচালন সড়ক বিভাগের দায়িত্বে থাকলেও এসব ফেরির চালকদের তেমন কোন প্রশিক্ষন নেই। ইজারাদারের মাধ্যমেই কোটি কোটি টাকা মূল্যের এ রাষ্ট্রীয় সম্পদ পরিচালিত হচ্ছে। ফলে ইজারাদারের খামখেয়ালীর কাছে যেমনি দক্ষিণাঞ্চলের বিভিন্ন মহাসড়কের ২৩টি পয়েন্টে যানবাহন পারাপার নির্ভরশীল,তেমনি যথেচ্ছ পরিচালন ব্যবস্থার কারণেও অনেক সময়ই ফেরিগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
অপরদিকে বরিশাল ও পটুয়াখালীতে দুটি ফেরি বিভাগ বরিশাল সড়ক অঞ্চলের ফেরিগুলো মেরামতও রক্ষণাবেক্ষন করলেও আজ পর্যন্ত ফেরি নির্ভর বরিশাল অঞ্চলের সড়ক যোগাযোগ নির্বিঘœ রাখতে পূর্ণাঙ্গ ওয়ার্কসপ গড়ে ওঠেনি। ফলে এ অঞ্চলের বিপুল সংখ্যক ফেরি মেরামত ও রক্ষণাবেক্ষনের বিষয়টি বাইরের ওয়ার্কসপ ও ঠিকাদারের স্পেয়ার্টস সরবারহের ওপরই নির্ভরশীল থাকছে।
তবে এসব বিষয় নিয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের বরিশাল ফেরি সার্কেলের তত্বাবধাক প্রকৌশলীর সাথে আলাপ করতে তার দাপ্তরিক সেল ফোনে একাধিকবার চেষ্টা করেও তা সম্ভব হয়নি। তবে বিষয়টি নিয়ে বরিশাল ও পটুয়াখালী ফেরি বিভাগের নির্বাহী প্রকৌশলীর দ্বয়ের সাথে আলাপ করা হলে তারা উভয়ই বর্তমানে বরিশাল অঞ্চলের মহাসড়ক গুলোতে ফেরি সার্ভিস সম্পূর্ণ নির্বিঘœ রয়েছে বলে জানিয়ে আগামীতে আরো নতুন ইঞ্জিন ও ফেরি সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছেন। বর্তমানে দক্ষিণাঞ্চলের আঞ্চলিক ও জেলা সংযোগ সড়কগুলোতে ফেরি সার্ভিস অতীতের যেকোন সময়ের তুলনায় অনেক ভাল বলেও দাবী করেন দুটি ফেরি বিভাগেরই নির্বাহী প্রকৌশলী দ্বয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আ. লীগের পলাতক নেতার নৈশভোজ
এবি পার্টির চেয়ারম্যান হলেন মঞ্জু ও সা. সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ
সুশাসন প্রতিষ্ঠার কারণে দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে : গভর্নর
শৈলকুপায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০
আগামী জাতীয় নির্বাচন নিবন্ধিত সব দল নিয়েই হবে: সিইসি
বিভাগ সংস্কারে আন্দোলনে ইবি শিক্ষার্থীরা
কালের কণ্ঠ বিতর্ক: যা বললেন শিবির সেক্রেটারি
জাতিগতভাবে আমরা একটু বেশি জাজমেন্টাল: তাহসান খান
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়
আখাউড়ায় আসার পর কাপলিং ভাঙ্গলো উপকুল এক্সপ্রেসের
‘কালের কণ্ঠের ভূমিকা নিয়ে অবগত ছিলাম না’, ফাতেমার দুঃখ প্রকাশ
পুতুলকে দৌড়ের উপর রেখে ভারতকে কী বার্তা দিতে বললেন পিনাকী
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফের
বার্মিংহামের সিরাজাম মুনিরায় ১৪ জানুয়ারি ফুলতলী ছাহেব (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল
নিকলীতে ভুট্টা চাষে আশার স্বপ্ন বুনেছে কৃষক
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ
মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১
হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি