ঘূর্ণিঝড় ‘মিধিলি’র তান্ডবে বরিশালে ফসল ও মৎস্য খাতে ক্ষতি ২ শতাধিক কোটি টাকা
২৩ নভেম্বর ২০২৩, ১২:৪৭ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৩, ১২:৪৭ পিএম
গত শুক্রবার বঙ্গোপসাগর থেকে ধেঁয়ে আসা ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে বরিশাল কৃষি অঞ্চলে ২ লক্ষাধিক কৃষকের প্রায় ২শ’ কোটি টাকার ফসল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। একই সাথে মৎস্য খাতে ক্ষতির পরিমান প্রায় ১০ কোটি টাকা বলে জানা গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-ডিএই’র মতে মাঠে থাকা ৭ লাখ ১০ হাজার হেক্টর জমির আমন, খেসারী ডাল, গম ও আগাম শীতকালীন সবজী, পান, সরিষা ও পেপের মধ্যে প্রায় ২ লাখ ২০ হাজার হেক্টরের ফসল মিধিলি’র দুর্যোগে আক্রান্ত হয়। যার মধ্যে ১ লাখ ১০ হাজার হেক্টরের ফসল আংশিক ও আড়াই হাজার হেক্টরের ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। ডিএই’র হিসেবেই আংশিক ক্ষতিগ্রস্থ ফসল সম্পূর্ণ ক্ষতিতে রূপান্তর করলে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৫ হাজার হেক্টর। টাকার অংকে যার মূল্য প্রায় ১৯০ কোটি টাকার মত বলা হলেও বাস্তবে তা এর অনেক বেশী বলে কৃষকদের দাবী। সরেজমিনে ঘুরে ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে আলাপকালে বেশীরভাগ কৃষকই তাদের সর্বশান্ত হবার কথা জানিয়েছেন। অনেকই ফসল হারিয়ে বিলাপ করছেন। মাত্র ১২ ঘন্টায় প্রায় ৩শ’ মিলিমিটার বৃষ্টিপাতে ‘পাঁকা ও আধা পাঁকা আমন ধানে মই দেয়া’র পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
প্রায় ১৫ লাখ টন খাদ্য উদ্বৃত্ত দক্ষিণাঞ্চলের ১১ জেলায় এবার প্রধান দানাদার খাদ্য ফসল আমনের আবাদ লক্ষ্য ৮.৬০ লাখ হেক্টর অতিক্রম করে। উৎপাদন লক্ষ্য রয়েছে প্রায় ২৩ লাখ টন। পাশাপাশি ৬৫ হাজার হেক্টরে ১৫.২০ লাখ টন সবজি উৎপাদনের লক্ষ্য রয়েছে। কিন্তু গত শুক্রবারের ঝড় মিধিলি’র বেশীরভাগ কৃষকের স্বপ্ন ভঙ্গ করেছে।
তবে আবহাওয়াবিদদের মতে, অমাবশ্যা ও পূর্ণিমার মাঝামাঝি সময়ে মিধিলি আঘাত হানায় নদ-নদীর পানি বিপদ সীমার অনেক নিচে ছিল। নচেৎ ক্ষতির পরিমাণ আরো অনেক বাঁড়তে পারতো বলে মনে করছেন মাঠ পর্যায়ের কৃষিবিদগণ। তবে মিধিলি’র প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালার বয়ে আনা বৃষ্টিপাতের কারণে শুক্রবার রাতের প্রথম প্রহর থেকে দুপুর ৩টা পর্যন্ত বরিশালেই প্রায় ৩শ’ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে বরিশাল মহানগরী সহ সমগ্র দক্ষিণাঞ্চল মিধিলি’র বয়ে আনা হেমন্তের অকাল বর্ষণে সয়লাব হয়ে যায়। যা আমন, শীতকালীন সবজি ও খেসারী ডাল সহ অন্য সব ফসলকেও প্লাবিত করে ক্ষতির পরিমাণ বৃদ্ধি করে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে মিধিলি’র অতি বর্ষণে মাঠে থাকা প্রায় ৬.৭০ লাখ হেক্টর রোপা আমন ধানের ১.৯০ লাখ হেক্টরই আক্রান্ত হলেও প্রায় ৯০ হাজার হেক্টরের ফসল আংশিক ক্ষতির কবলে পরে। ফলে প্রায় ২৪ হাজার টন আমন উৎপাদন ক্ষতিগ্রস্থ হয়েছে। টাকার অংকে যা প্রায় ৮৫ কোটি বলে জানান হলেও বাস্তবে তা অনেক বেশী বলে কৃষকদের দাবী।
আমনের পরেই সর্বাধিক ক্ষতির কবলে পড়েছে আগাম শীতকালীন সবজি । মাঠে দন্ডায়মান প্রায় ১৫ হাজার হেক্টর সবজির ১০ হাজার হেক্টরই মিধিলি’র প্রবল বর্ষণে আক্রান্ত হয়েছে। ফলে প্রায় ১৭ হাজার টন সবজির উৎপাদন সম্পূর্ণ ক্ষতির কবলে পড়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা। এছাড়া মাঠে দন্ডায়মান প্রায় ১৮ হাজার হেক্টর খেসারী ডালের প্রায় পুরোটাই আক্রান্ত হয়েছে এবং উৎপাদন ক্ষতির পরিমান প্রায় ১০ হাজার টন। টাকার অংকে যার মূল্য ধরা হয়েছে প্রায় ১০ কোটি টাকা।
এছাড়া প্রায় দেড় কোটি টাকা সমমূল্যের সরিষা, গম, পেপে, মরিচ ও পানের মত অনেক অর্থকারী ফসল ঘূর্ণিঝড় মিধিলি’র ঝড় ও প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্থ হয়েছে বলেও জানা গেছে।
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালকের সাথে আলাপ করা হলে তিনি প্রাকৃতিক দুর্যোগে এ ক্ষয়ক্ষতির কথা জানিয়ে বলেন, আমন ও খেসারী ডালের ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব না হলেও বোরো ও শীতকালীন সবজি সহ রবি ফসল আবাদে আমরা দক্ষিণাঞ্চলের প্রায় ১.৭০ লাখ কৃষককে বীজ, সার সহ বিভিন্ন ধরনের প্রণোদনা দেবো। যাতে ক্ষতিগ্রস্থ কৃষকগণ অগ্রাধিকার পাবেন এবং তাদের অর্থনৈতিক ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অপরদিকে মিধিলি’র তান্ডবে দক্ষিণাঞ্চলে প্রায় সোয়া ৩শ’ হেক্টরের পুকুর ও ঘেরের প্রায় ২ শতাধিক মেট্রিক টন মাছ ও পোনা ভেসে যাবার কথা মৎস্য অধিদপ্তর জানালেও বাস্তবে তা অনেক বেশী ছিল। এছাড়াও বেশ কিছু মৎস্য অবকাঠামোরও ক্ষতি হয়েছে বলে মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক জানিয়েছেন। অধিদপ্তরের প্রাথমিক হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি টাকা বলা হলেও তা দ্বিগুণেরও বেশী বলে জানিয়েছেন মৎস্যজীবীগণ। অপরদিকে ঘূর্ণিঝড়ের বিপদ সংকেতের আগে সাগরে মাছ ধরতে যাওয়া কিছু ট্রলারের মধ্যে ৬টি ট্রলারের এখনো সন্ধান মেলেনি। ঐসব ট্রলারের ৪৭ জন জেলে ও মাঝির ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। এ ছাড়া আরো ৩১টি ট্রলার ও নৌকা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে বরিশাল বিভাগীয় মৎস্য দপ্তর জানিয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইজতেমার মাঠে মুসল্লিদের উপর বর্বর হামলার প্রতিবাদে কুমিল্লার মনোহরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
কলাপাড়ায় দিনমজুরের বসত ঘর পুড়ে ছাই
মেলবোর্নে অনিশ্চিত হেড, অভিষেক হচ্ছে কনস্টাসের
লে. জেনারেল মাইনুলকে বিদেশ যেতে বাধা
ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কলমবিরতি
এস আলমের চিনি, ইস্পাত ও ব্যাগ কারখানা বন্ধ ঘোষণা
পটুয়াখালীতে সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার দুর্যোগের প্রভাব বিষয়ক প্রজেক্ট ওরিয়েন্টশন
ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ধাক্কা লাগাকে কেন্দ্র করে চিকিৎসকে মারধোর
মুফতি মুতাজ সভাপতি মুফতি শুয়াইব সাধারণ সম্পাদক নির্বাচিত
নওগাঁয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করল ইরান
যুক্তরাষ্ট্রে খুন মাদক পাচারকারী সুনীল যাদব, দায় নিল বিষ্ণোই গ্যাং
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডার: স্বজনদের দাবি পরিকল্পিত হত্যাকান্ড
বাগেরহাটে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা
"স্বপ্ন রুরাল ফাউন্ডেশন: তরুণদের হাত ধরে সমাজ বদলের এক নতুন যাত্রা"
রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ছাই হাজারো ঘর, শিশুসহ নিহত দুজন
সিলেট সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
নিখোঁজের ৬ দিন পর বিক্রয় কর্মীর লাশ উদ্ধার
চাঁদপুরে জাহাজে ৭ খুন একজনের বাড়ী ফরিদপুর গেরদা ইউনিয়নে