গাজীপুরে জামায়াত শিবিরের বিরুদ্ধে দায়ের করা পুলিশের মামলায় সাংবাদিক গ্রেফতার
২৩ নভেম্বর ২০২৩, ০৬:৫০ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৩, ০৬:৫০ পিএম
গাজীপুর জেলার কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার কাপাসিয়া সংবাদদাতা অধ্যাপক শামসুল হুদা লিটনকে জামায়াত-শিবিরের সাথে নাশকতামূলক কর্মকান্ডে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বুধবার কাপাসিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সাংবাদিক শামসুল হুদা লিটনের পরিবার জানায়, তার নামে কোন মামলা নেই এবং সে কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। কোন মামলা অথবা কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে তা তার পরিবার জানে না। শিক্ষকতা ও সাংবাদিকতা পেশা ছাড়া তার অন্য কোন পেশা নেই।
অপর দিকে সাংবাদিক শামসুল হুদা লিটন গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং তার মুক্তি দাবি করেন। কাপাসিয়া থানা পুলিশ জানায়, জামায়াত-শিবিরের সাথে সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। কাপাসিয়া থানায় জামাত-শিবিরের নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশবাদী হয়ে একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার পুলিশ ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সাংবাদিক অধ্যাপক শামসুল হুদা লিটনকে আদালতে পাঠালে আদালত তাকে জেল হাজতে প্রেরণর নির্দেশ প্রদান করেন।
সাংবাদিক লিটনের স্ত্রী মোসলেমা খাতুন জানান, বুধবার বিকেল ৩টায় বাড়ির উদ্দেশে কলেজ থেকে বের হওয়ার পরই কাপাসিয়া থানার সাদা পোশাকধারী পুলিশ কোনো মামলা বা গ্রেফতারি পরোয়ানা ছাড়াই লিটককে আটক করে নিয়ে যায়। তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না হওয়া সত্বেও তাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে। লিটনের বিরুদ্ধে কোনো মামলাও নেই জানিয়ে স্ত্রী মোসলেমা আরো জানান, যে মামলায় লিটনকে গ্রেফতার দেখানো হয়েছে ওই মামলার এজাহারেও লিটনের নাম নেই।
এদিকে এ ব্যাপারে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বকর মিয়া বলেন, গত অক্টোবরে জামায়াত-শিবিরের বিরুদ্ধে কাপাসিয়া থানায় করা একটি মামলার (নম্বর-১০) তদন্তে লিটনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ফলে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে সাংবাদিক লিটন আলোচিত মামলার এজাহার নামীয় আসামি নন বলে স্বীকার করেন থানার ওসি।
পুলিশের দায়ের করা ওই মামলার আরজিতে বলা হয়, ‘গত ৫ অক্টোবর রাত ৮টায় বড়হড় পূর্বপাড়া ঈদ গাঁ মাঠের সামনে জামায়াত-শিবিরের কতিপয় লোকজন রাষ্ট্রকে অস্থিতিশীল করা, জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশে বর্তমান সরকার বিরোধী কার্যকলাপসহ ধ্বংসাত্মক কর্মকান্ড করার জন্য একত্রে মিলিত হয়ে নাশকতামূলক কর্মকান্ড সংঘটনের গোপন পরিকল্পনা করছে’ এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়।’ এ সময় হাদিউল ইসলাম বাদল নামের একজন আসামিকে গ্রেফতার ও জামায়াতের রিপার্টবইসহ পাঁচটি বই জব্ধ করা হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু
মতলবে সমন্বয়ক পরিচয় দানকারী ৫ জন অস্ত্রসহ আটক
বগুড়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত
সালথায় দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বসতঘর ভাংচুর
'দেয়ালের দেশ' মুক্তি পেল পাকিস্তানের প্রেক্ষাগৃহে
চট্টগ্রামের জাতিসংঘ পার্ক এখন ‘জুলাই স্মৃতি উদ্যান’
সাভারে তারেক রহমানের পক্ষ থেকে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার
নাঈমুল ইসলাম ও পরিবারের অ্যাকাউন্টে জমা ৩৮৬ কোটি টাকা, তুলেছেন ৩৭৯ কোটি
গাজায় ইসরাইলের নৃশংস হামলায় একদিনে নিহত অন্তত ৯০
মহেশপুরের লম্বা আসাদুলকে নিয়ে এলাকায় কৌতূহল !
হাড় কাঁপানো শীতে কাঁপছে উপকুলবাসীর জনজীবন, ভোগান্তিতে ছিন্নমূল মানুষ
মতলবে কৃষক দলের বিনামূল্য শাক-সবজি বিতরণ
জার্মানি-ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সিরিয়ায় ঐতিহাসিক সফর
শীতার্ত মানুষের মাঝে পৌনে ৭ লাখ কম্বল দেবে সরকার
সদরপুরে ছাত্রদলের ৪৬তম বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
‘৫৩ বছরে আমরা শান্তিময় বাংলাদেশ গড়তে পারিনি, এখন সুযোগ সৃষ্টি হয়েছে’
সচিবালয়ে দুই দিক থেকে কেন আগুন, যা বললেন বুয়েটের অধ্যাপক ড. আরাফাত
সকলের ঐক্যমত্য নিশ্চিত হলেই ঢাবি নির্বাচন: ঢাবি উপাচার্য
আজ একই মঞ্চে বয়ান করবেন আজহারী ও আহমাদুল্লাহ