ময়মনসিংহে রেলক্রসিংগুলো ‘গলার কাঁটা’
২৪ নভেম্বর ২০২৩, ১২:০৯ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৩, ১২:০৯ এএম
প্রতিবার ট্রেন পার হওয়ার সময় অন্তত পাঁচ মিনিট আগে সড়ক বন্ধ করে দেয়া হয়। সড়ক বন্ধ থাকায় দুই পাশে বিভিন্ন যানবাহন এলোমেলো দাঁড়িয়ে যায়।ব্যারিকেড খুললেও কমপক্ষে ১০ মিনিট যানবাহনের জট লেগে থাকে। এক হিসাবে প্রতিদিন ৪৭০ মিনিট সময় ব্যয় হয়, যা প্রায় ৮ ঘণ্টার সমান।ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী থেকে গুমটি পর্যন্ত ১০টি রেলক্রসিং।প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত ২৬টি ট্রেন ৪৭ বার এসব ক্রসিং দিয়ে চলাচল করে।শহরের ভেতর এত রেলক্রসিংয়ের কারণে প্রতিদিন যানজট সৃষ্টি হচ্ছে। বছরের পর বছর নগরবাসীসহ নাগরিক আন্দোলনের নেতারা রেললাইন শহরের বাইরে সরিয়ে নেয়ার দাবি তুলছেন।রেল কর্তৃপক্ষ বলছে, রেললাইন সরানো একটি দীর্ঘ প্রক্রিয়া। মন্ত্রণালয়ের হস্তক্ষেপ ছাড়া এটি সরানো সম্ভব না।জেলা ট্রাফিক বিভাগ সূত্র জানায়, প্রতিবার ট্রেন পার হওয়ার সময় অন্তত পাঁচ মিনিট আগে সড়ক বন্ধ করে দেয়া হয়। সড়ক বন্ধ থাকায় দুই পাশে বিভিন্ন যানবাহন এলোমেলো দাঁড়িয়ে যায়। ব্যারিকেড খুললেও কমপক্ষে ১০ মিনিট যানবাহনের জট লেগে থাকে।এক হিসাবে ১০টি রেলক্রসিংয়ে যানজটে পড়ে প্রতিদিন ৪৭০ মিনিট সময় ব্যয় হয় যানজটে,যা প্রায় ৮ ঘণ্টার সমান।নগরবাসীর অভিযোগ, রেলক্রসিংয়ের কারণে সময়ের কাজ সময়ে করা যাচ্ছে না। দিনের বেশির ভাগ সময় লেগে থাকে যানজট। জনদুর্ভোগ লাঘবে রেললাইন শহরের বাইরে নেয়ার দাবি তোলেন তারা।নগরীর কেওয়াটখালী এলাকার রফিক নামে এক বক্তি বলেন, আমাদের দুর্ভোগের কথা কেউ চিন্তা করে না। সম্প্রতি কেওয়াটখালী হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এক প্রসূতি নারীকে ভর্তির জন্য অটোরিকশা করে নিয়ে যাচ্ছিল তার পরিবার। কিন্তু এই রেলক্রসিং পর্যন্ত যেতেই ট্রেনের কারণে অন্তত ১৫ মিনিট অপেক্ষা করতে হয়। ট্রেন চলে যাওয়ার পর যানজটের কারণে ওই নারীর রক্তক্ষরণ শুরু হয়। যানজট কমলে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়।জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নূরুল আমীন কালাম বলেন, ‘নগরের ভেতরে রেলক্রসিংয়ের কারণে তীব্র যানজটে মানুষ অতিষ্ঠ। আশা করছি, রেল মন্ত্রণালয় ক্রসিংগুলো নগরের বাইরে স্থাপন করে জনগণের প্রত্যাশা পূরণ করবে।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, গত কয়েকদিন আগে রামকৃষ্ণ মিশন রোডে যাচ্ছিলাম। নতুন বাজার রেলক্রসিংয়ের সামনে আসামাত্র ২০ মিনিট যানজটে আটকে যাই। এমন অবস্থা খুবই বিরক্তিকর।নগরীর ভেতর দিয়ে চলা রেললাইনটি নগীর দক্ষিণ দিকে ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে সরিয়ে নেয়া প্রয়োজন। তা না হলে এই ভোগান্তির কোনো সমাধান নেই। ময়মনসিংহ ট্রাফিক বিভাগের ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘নগরের ভেতরের সবগুলো সড়ক অপ্রশস্ত। এর মধ্যে রেলক্রসিং। ময়মনসিংহ বিভাগ ঘোষণার পর থেকেই মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শুধু ট্রাফিক পুলিশ দিয়ে যানজট নিরসন করা যাচ্ছে না। এ জন্য অন্যত্র রেললাইন সরিয়ে নিতে হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
সালথায় দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বসতঘর ভাংচুর
'দেয়ালের দেশ' মুক্তি পেল পাকিস্তানের প্রেক্ষাগৃহে
চট্টগ্রামের জাতিসংঘ পার্ক এখন ‘জুলাই স্মৃতি উদ্যান’
সাভারে তারেক রহমানের পক্ষ থেকে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার
নাঈমুল ইসলাম ও পরিবারের অ্যাকাউন্টে জমা ৩৮৬ কোটি টাকা, তুলেছেন ৩৭৯ কোটি
গাজায় ইসরাইলের নৃশংস হামলায় একদিনে নিহত অন্তত ৯০
মহেশপুরের লম্বা আসাদুলকে নিয়ে এলাকায় কৌতূহল !
হাড় কাঁপানো শীতে কাঁপছে উপকুলবাসীর জনজীবন, ভোগান্তিতে ছিন্নমূল মানুষ
মতলবে কৃষক দলের বিনামূল্য শাক-সবজি বিতরণ
জার্মানি-ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সিরিয়ায় ঐতিহাসিক সফর
শীতার্ত মানুষের মাঝে পৌনে ৭ লাখ কম্বল দেবে সরকার
সদরপুরে ছাত্রদলের ৪৬তম বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
‘৫৩ বছরে আমরা শান্তিময় বাংলাদেশ গড়তে পারিনি, এখন সুযোগ সৃষ্টি হয়েছে’
সচিবালয়ে দুই দিক থেকে কেন আগুন, যা বললেন বুয়েটের অধ্যাপক ড. আরাফাত
সকলের ঐক্যমত্য নিশ্চিত হলেই ঢাবি নির্বাচন: ঢাবি উপাচার্য
আজ একই মঞ্চে বয়ান করবেন আজহারী ও আহমাদুল্লাহ
বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
তরুণ প্রজন্ম যে ত্যাগ স্বীকার করেছে, তা বৃথা যেতে দেওয়া যাবে না: নৌ উপদেষ্টা
সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস