মেধার পূর্ণ বিকাশ নিশ্চিত হলেই শিশুরা আত্মনির্ভরশীল হয়ে উঠবে: স্পিকার
২৪ নভেম্বর ২০২৩, ১২:০৯ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৩, ১২:০৯ এএম
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, শিশুরা আমাদের সমাজের অংশ। তারা ধীরে ধীরে বেড়ে উঠবে একজন সুনাগরিক হিসেবে। শিশুদের মেধা ও প্রতিভার পূর্ণ বিকাশ নিশ্চিত হলেই তারা আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) নিজ নির্বাচনী এলাকা ২৪ রংপুর-৬ এর অন্তর্গত পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সেমস গ্লোবালের সহযোগিতায় ‘সঙ্গে আছি ফাউন্ডেশন’ কর্তৃক আয়োজিত বিশেষ শিশুদের স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৩ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে ‘সঙ্গে আছি ফাউন্ডেশনে’র পরিচালক ও একাত্তর টেলিভিশনের বিজনেস এডিটর কাজী আজিজুল ইসলাম মাখনের সভাপতিত্বে সভাপতি জসীম উদ্দিন খান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ফাউন্ডেশনের পরিচালক রিজভী নেওয়াজ ও অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ ফওজুল আজিম।
স্পিকার বলেন, ‘সঙ্গে আছি ফাউন্ডেশন’ করোনার সময়ে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সার্বিক সহযোগিতার মাধ্যমে একটি মহতী উদ্যোগের সূচনা করেছে। সরকারের পাশাপাশি সব বেসরকারি ও ব্যক্তি পর্যায়ের সবার সামষ্টিক উদ্যোগের মাধ্যমে পিছিয়ে পড়া এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা শেখ সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক পদে নির্বাচিত হয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ সরকার ২০১০ সালে মিরপুরে অটিস্টিক শিক্ষার্থীদের জন্য ‘সুবর্ণা’ ভবন নির্মাণ ও দুটো অ্যাপসের মাধ্যমে তাদের বিশেষ প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছে।
তিনি আরও বলেন, পীরগঞ্জের গোলেজা খাতুন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়, আব্দুল্লাহপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় এবং সাদুল্যাপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়সহ যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ও এর শিক্ষকবৃন্দ বিশেষ শিশুদের চাহিদা অনুযায়ী পাঠদান এবং সেবা প্রদান করে যাচ্ছেন তারা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, অভিভাবকদের বিশেষ শিশুদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। তাদেরকে অবহেলা করে পিছিয়ে দেওয়ার সুযোগ নেই। অভিভাবকদের মধ্যে বিশেষ শিশুদের নিয়ে দুশ্চিন্তা ও উদ্বেগ কমাতে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি এসময় গোলেজা খাতুন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়, আব্দুল্যাপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়, সাদুল্যাপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ও তাদের এগিয়ে যাওয়ার উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা পরিষদের মেয়র, উপজেলা প্রশাসনের সদস্যবৃন্দ, স্থানীয় ও জেলাপর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
'দেয়ালের দেশ' মুক্তি পেল পাকিস্তানের প্রেক্ষাগৃহে
চট্টগ্রামের জাতিসংঘ পার্ক এখন ‘জুলাই স্মৃতি উদ্যান’
সাভারে তারেক রহমানের পক্ষ থেকে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার
নাঈমুল ইসলাম ও পরিবারের অ্যাকাউন্টে জমা ৩৮৬ কোটি টাকা, তুলেছেন ৩৭৯ কোটি
গাজায় ইসরাইলের নৃশংস হামলায় একদিনে নিহত অন্তত ৯০
মহেশপুরের লম্বা আসাদুলকে নিয়ে এলাকায় কৌতূহল !
হাড় কাঁপানো শীতে কাঁপছে উপকুলবাসীর জনজীবন, ভোগান্তিতে ছিন্নমূল মানুষ
মতলবে কৃষক দলের বিনামূল্য শাক-সবজি বিতরণ
জার্মানি-ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সিরিয়ায় ঐতিহাসিক সফর
শীতার্ত মানুষের মাঝে পৌনে ৭ লাখ কম্বল দেবে সরকার
সদরপুরে ছাত্রদলের ৪৬তম বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
‘৫৩ বছরে আমরা শান্তিময় বাংলাদেশ গড়তে পারিনি, এখন সুযোগ সৃষ্টি হয়েছে’
সচিবালয়ে দুই দিক থেকে কেন আগুন, যা বললেন বুয়েটের অধ্যাপক ড. আরাফাত
সকলের ঐক্যমত্য নিশ্চিত হলেই ঢাবি নির্বাচন: ঢাবি উপাচার্য
আজ একই মঞ্চে বয়ান করবেন আজহারী ও আহমাদুল্লাহ
বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
তরুণ প্রজন্ম যে ত্যাগ স্বীকার করেছে, তা বৃথা যেতে দেওয়া যাবে না: নৌ উপদেষ্টা
সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস
আজ বায়তুল মোকাররম মসজিদে খতমে নবুয়াতের মহাসম্মেলন, প্রধান অতিথি মসজিদুল আকসার ইমাম