সাবেক এমপি শাহীনুর পাশার স্ট্যাটাস`আমি ফকিরেরও ছেলে নই'
২৬ নভেম্বর ২০২৩, ০২:৪২ পিএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৩, ০২:৪২ পিএম
উপরে উঠতে মই লাগে, সেই মই যখন পড়ে যায় তখন ঝুঁকির মুখে পড়ে অস্তিÍত্ব। তেমনটি ঘটছে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরীর। দেশের রাজনীতির চরম অস্থির মুর্হুতে বিশ^াসের সকল বাস্তবতা চাপিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলেন মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। এরপরই দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের পাশাপাশি দলের অন্যান্য নেতার একই রকম কর্মকান্ডে প্ররোচিত করার অপরাধে শাহীনুর পাশা চৌধুরীর প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ স্থগিতের ঘোষনা দেয় জমিয়তে উলামায়ে ইসলাম। গত শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন ইসলামী দলের নেতাদের নিয়ে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন শাহীনূর পাশা চৌধুরী।
এব্যাপারে মাওলানা শাহীনূর পাশা বলেছেন, প্রধানমন্ত্রীর সাথে তার এই সাক্ষাৎটি ছিল একান্ত ব্যক্তিগত। এটি কোনো দলীয় সাক্ষাৎ ছিল না। তবে তার একাধিক সহযোগী ও শুভাকাংখি বলেছেন, বিএনপি বা বিএনপির নীতিনির্ধারকরা ইসলামী নেতৃবৃন্দের সাথে কোন যোগাযোগ রাখছেন না। অথচ নানাবিধ মামলা মোকদ্দমায় নেতৃবৃন্দ আদালতে যাচ্ছেন, জেল জুলুমের শিকার। এমনকি এদের ব্যাপারে কোন দায় নেই কারো। মামলায় জর্জরিত অনেকে নিজের ও পরিবারের অন্ন বস্ত্র যোগাতে অসহায়। তার উপর মামলার খড়ক। এ নিয়ে চরম এক হতাশা বিরাজ করছে ইসলামী দলসমূহের মধ্যে। তারা মনে করছেন বিএনপির শীর্ষ মহলের তরফ থেকে কোন আশ^াস নেই, তার উপর আরোপিত অবস্থা সামালে তার দিকবিদিক।
এরকম অবস্থা থেকে মুক্তি পেতে তারা মনে করছেন ক্ষমতাসীন দলের সাথে একটা বিশ^াসী সর্ম্পক স্থাপনে সফল হলে মামলা থেকে পরিত্রানের পাশাপাশি রাজনীতিক অবস্থানও স্থিতিশীল হবে তাদের। এছাড়া বিএনপির রাজনীতিক ভবিষ্যত নিয়েও শংকিত তারা। সেকারনে মুলত বাঁচার পথ খুঁজছেন তারা। সে পথ কোথায় নিয়ে যাবে তাদের এ নিয়েও অবশ্যই শংকামুক্ত নন তারা। এদিকে, শাহীনূর পাশা একটি গণমাধ্যমে প্রদত্ত সাক্ষাতকারে গত শুক্রবার রাত বলেন, আমি নির্বাচনে অংশ ন্ওেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ কারনে দল যদি আমাকে বহিস্কার করে, তাহলে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবো আমি। এরই মধ্যে গত শনিবার রাত ১০টায় তাঁর ফেসবুক আইডিতে লেখা এক স্ট্যাটাসে তিনি জানান, অশ্রুশিক্ত নয়নে প্রাণাধিক প্রিয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ থেকে পদত্যাগ করলাম। অথচ তাঁর দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পদ স্থগিত করে তাঁর। বিএনপির টিকেট নিয়ে এমপি হওয়া জমিয়তের সদ্য সাবেক এই কেন্দ্রীয় নেতা তাঁর ফেসবুক আইডিতে আরো লিখেন, দেশ ও বিদেশের লাখো শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আমার অন্তর জুড়ানো বক্তব্য হলো-আমাকে দল থেকে ঠেলে দেয়ার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। কারণ আমাকে যে দোষে দোষী সাব্যস্ত করা হলো এই দোষে স্থায়ী কমিটির কমপক্ষে চারজন সদস্য সম্পৃক্ত। অথচ আমার সদস্য পদ স্থগিত করার আগে আমাকে টেলিফোনে হলেও কথা বলতে পারতেন। আত্মপক্ষ সমর্থনের সুযোগ ও দেয়া হলো না। আফসোসের বিষয় হলো জমিয়ত করতে গিয়ে জীবন যৌবন হারালাম-পরিবারকেও সময় দিতে পারলাম না। আমার শখের সিলেটের অভিজাত এলাকা উপশহরের দুটি বাসা এবং মধুবন মার্কেটের দোকানটিও বিক্রি করলাম। দুঃখ নেই, আপনারা ভালো থাকুন। তবে বিশ্বাস করি ষড়যন্ত্রকারীরা এই দুনিয়ায়ই লাঞ্চনার জিন্দেগি উপভোগ করবে। বিগত চল্লিশ বছর থেকে যাদের সাথে চলাফেরা করেছি সকলের কাছে মাফ চাই। শেষ কথা হলো আমি সাবেক মন্ত্রী, জমিয়তের গর্বের প্রতীক মুফতী ওয়াক্কাস রহ. এর মতো ধৈর্য আমার নেই। আমি ফকিরের ও ছেলে নই-ইনশাআল্লাহ নির্বাচনের পর মাঠে দেখা হবে। গুড বাই প্রাণের জমিয়ত। এছাড়া স্ট্যাটাসে তিনি বলেন, ‘এটা তার ব্যক্তিগত সাক্ষাত ছিল, দলীয় নয়’।
প্রসঙ্গত, বিএনপি নেতৃত্বাধীন বিগত চারদলীয় জোট সরকারের আমলে উপ-নির্বাচনে ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচন করে জয় লাভ করেছিলেন। ২০১৮ সালের নির্বাচনেও ২০ দলীয় জোটের শরিক হিসেবে ওই আসনে ধানের শীষ নিয়ে নির্বাচন করে পরাজিত হন তিনি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সউদীতে ব্যাপক বন্যা, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি
মালয়েশিয়ার পাম বাগানে প্রয়োজন ২ লাখ কর্মী
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল গঠন
লন্ডনে চিকিৎসা শুরু খালেদা জিয়ার, যা জানা গেল চিকিৎসা সম্পর্কে
গোয়ালন্দে ৩ টি বিদেশী পিস্তল- গুলি ও খালি ম্যাগাজিন উদ্ধার
গাজায় বর্বর হামলায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি
গোপালগঞ্জের মুকসুদপুর থানা থেকে হত্যা মামলার আসামি পলায়ন
চিরনিদ্রায় সাহিত হলেন এফডিইবি'র কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী গিয়াস উদ্দিন
ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে টানা কর্মসূচি ঘোষণা
গভীর রাতে উত্তাল ঢাকা আলিয়া
সংঘর্ষের পর দুটি বাস ও অ্যাম্বুলেন্সে আগুন, নিহত ৪
টানা তৃতীয়বারের মতো সুপার কাপের ফাইনালে বার্সালোনা
ইন্দোনেশিয়ার নতুন কোচ ক্লাইভার্ট
কোপ দেলরের শেষ ষোলোতে কে কার মুখোমুখি
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গাপটিল
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের
ভোগান্তিতে সেবা নিতে আসা জনসাধারণ
আদমদীঘিতে ফসলি জমিতে ফের কোল্ড স্টোর নির্মাণ
পদ্মার চরে শিকারিদের কবলে অতিথি পাখি
বাগেরহাটে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ৮ বাড়িতে অগ্নিসংযোগ, আহত ২০