বরিশালে মহানগর আওয়ামী লীগ সভাপতির বক্তব্যে উত্তাল নিজ দলের বিক্ষোভ সমাবেশে নতুন কমিটি গঠনের দাবী
০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:২৩ পিএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:২৩ পিএম
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর এর বক্তব্য দলের মধ্যেই প্রচন্ড ক্ষোভে রাস্তায় নেমেছেন নিজ দলীয় নেতা-কর্মীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন নেতা-কর্মীরা। এমনকি মহানগর আওয়ামী লীগের নতুন কমিটির দাবী জানিয়ে বক্তব্য দিচ্ছেন অনেকেই। গত ১২ জুন বরিশাল সিটি নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদ্য বিদায়ী মেয়র সাদেক আবদুল্লাহার পরিবর্তে আবুল খায়ের আবদুল্লাহকে মনোনয়ন দেয়ার পর থেকেই বরিশালে আওয়ামী লীগে দ্বিধা বিভক্তি প্রকাশ্যে চলে আসে। এমনকি ঐ নির্বাচনে সাদিক আবদুল্লাহর অনেক অনুসারী সরাসরি দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়। আবুল খায়েরের নির্বাচনী প্রচারনায় অংশ নেয়ায় মহানগর ছাত্র লীগের তৎকালীন সম্পাদক মান্নার হাতে নিগ্রহের ঘটনাও ঘটে। ঐর ঘটনার পরে মহতানগর ছাত্র লীগ কমিটি বিলুপ্ত ও মান্নার বিরুদ্ধে মামলা সহ তাকে গ্রেপ্তারও করা হয়। পরবর্তিতে মান্নাকে শ্রমিক দলের সম্পাদক করা হয়েছে।
গত ২৮ নভেম্বর বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর নৌকার প্রার্থী জাহিদ ফারুকের বিরোধীতা করে বক্তব্য দেন। তিনি গত ১২ জুনের বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে শান্তি সমাবেশের আড়ালে নগরে স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহর নেতৃত্বে শোডাউন করেন। ওই সমাবেশে নগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর বলেন, ‘আমাদের পাকা ফসল কেটে আর একজনে ঘরে তুলবে, তা হতে দেয়া হবে না। আমরা কোনো বহিরাগতকে সুযোগ দেব না। সিটি নির্বাচনে আমাদের গাঁধা বানিয়েছে। ওই নির্বাচনের মতো আর খালি মাঠে গোল দিতে দেব না। এবার খেলা হবে। জনগণ ভোটকেন্দ্রে যাবে। প্রশাসন ব্যবহার করে বাক্স ভরবেন, সেই সুযোগ আর দেওয়া হবে না।’
ওই ঘটনার পর গত বৃহস্পতি ও শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তোলেন নেতা-কর্মীদের একাংশ। পরে শনিবার বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ করে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক ও নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত অনুসারী নেতাকর্মীরা। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজালুল করিম এর সভাপতিত্বে ঐল সমাবেশে শেষে মহানগরীতে বিক্ষোভ মিছিলও করে আওয়ামী লীগের জাহাঙ্গীর-সাদেক বিরোধী গ্রুপ।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন লিখেছেন, ‘জাহাঙ্গীর সাহেব আওয়ামী লীগের সভাপতি হয়ে সংগঠনবিরোধী বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রীর কাছে তাঁর বিচার চাই।’
শনিবারের সমাবেশে এসেও একই বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। সমাবেশে বক্তাগন একেএম জাহাঙ্গীর এর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ‘উনি জামায়াতের দালাল, তাকে অবিলম্বে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হোক’ বলে দাবী করে মেয়াদোত্তীর্ণ মহানগর কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনেরও দাবী করেন নেতৃবৃন্দ।
সমাবেশে সিটি মেয়র আবুল খায়ের খোকন-এর নির্বাচন পরিচালনা কমিটির উপ-প্রধান লস্কর নুরুল হক বলেন, ‘ মহানগর আওয়ামী লীগ সভাপতি গঠনতন্ত্র বিরোধী কথা বলে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। চার বছরের মেয়াদোত্তীর্ণ এই কমিটি বাতিল করতে হবে।’
এ বিষয়ে মহানগর যুব লীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন সাংবাদিকদের বলেন, ‘গত ১২ জুনের সিটি নির্বাচন হয়েছিল ইভিএম পদ্ধতিতে। সেই নির্বাচন সম্পর্কে নগর সভাপতি জাহাঙ্গীর প্রশ্ন তুলেছেন। জাতীয় নির্বাচনেও প্রশাসন দিয়ে ব্যালট ভরার কথা বলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে’। মামুন বলেন, ‘জাহাঙ্গীর নিজের ছেলের বিয়ের টাকা জেলা পরিষদ থেকে ব্যয় করেছেন। তিনি বিএম কলেজে শেখ হাসিনার বিরুদ্ধে বাকশাল গঠনের কথা বলেছেন। মহানগর আওয়ামী লীগের এই কমিটি মেয়াদোত্তীর্ণ’ বলে জানান খান মামুন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর সাংবাদিকদের বলেছেন, ‘তিনি শান্তি সমাবেশে যা বলেছেন সঠিক বলেছেন। তাঁর বক্তব্য শুনলেই বোঝা যাবে তিনি কী বলতে চেয়েছেন। এটি নিয়ে যারা তাকে হেয় প্রতিপন্ন করতে চান, তারা কারা’ প্রশ্ন তোলেন একেএম জাহাঙ্গীর। তিনি বলেন, ‘সারাজীবন আওয়ামী লীগের রাজনীতি করে আসছি, দলের বিরুদ্ধে যায় এমন কোনো কথা আমি কি করে বলতে পারি। আমি যা বোঝাতে চেয়েছি, তা তারা ঠিকই বুঝেছেন এবং আমার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করছেন’ বলে জানান মহানগর আওয়ামী লীগের সভাপতি।
মহানগর আওয়ামী লীগ কমিটি প্রসঙ্গে জাহাঙ্গীর দাবি করেন, ‘বর্তমান কমিটি মোটেই মেয়াদোত্তীর্ণ নয়। ২০১৯ সালের ৮ ডিসেম্বর সম্মেলন হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়েছে ২০২১-এর ১ জানুয়ারি। কৌশলগত কারণে তাঁরা ৩০টি ওয়ার্ড পূর্ণাঙ্গ কমিটি করেননি। এদিকে বরিশালের মহানগর আওয়ামী লীগের বক্তব্যকে ঘীরে বিভাগের ছয় জেলায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র : জাতীয় নাগরিক কমিটি
সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেপ্তার করেছে প্রশাসন
ফেসবুকে কাকে ননসেন্স বললেন শবনম বুবলী
বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় আবারো প্রবাসী বাংলাদেশি অধ্যাপক সাইদুর
পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী
সাঁথিয়ায় করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষিশ্রমিক নিহত, আহত ৫
ঢাকার সাথে আর কোনও সমস্যা বাড়াতে চায় না নয়াদিল্লি: দ্য হিন্দু
যুক্তরাষ্ট্রে বিপজ্জনক সামুদ্রিক ঢেউ ও টর্নেডোর আঘাত, এক জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে সাগরে আটকা পড়া ৭২ পর্যটক উদ্ধার
‘ইন্ডিয়া’ থেকে কংগ্রেসের বহিষ্কার চায় কেজরিওয়ালের দল!
নরওয়েতে বাস দুর্ঘটনায় ৩ জন নিহত, গুরুতর আহত ৪
ঐক্য-সংস্কার-নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ
ইহুদিদের ইউসুফ (আঃ)- এর সমাধিতে নিয়ে গেল ইসরায়েলি সেনারা
কাকরাইলে সাদপন্থিদের জমায়েত নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ইয়েমেনে ইসরাইলি হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন ডব্লিউএইচও প্রধান
ইসরায়েলি হামলায় ইয়েমেন ও গাজায় ব্যাপক প্রাণহানি
হেলিকপ্টারে সফর নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ
কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন
সচিবালয়ে আগুন: সংগ্রহ করা হলো সিসিটিভি ভিডিও
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাশার আল-আসাদের স্ত্রী আসমা