সর্বত্র ক্ষোভ : জনস্বার্থে কাজ করতে গিয়ে বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান ও মেয়র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
১৪ ডিসেম্বর ২০২৩, ০৫:২১ পিএম | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৯ পিএম
বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রসহ ১৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। পৌরসভার নিদনপুর গ্রামের জুনেদ আলম বাদী হয়ে মেয়রসহ ১৫ জনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘœকারী দ্রুত বিচার ট্রাইবুনালে মামলা দায়ের করলে তদন্ত পরবর্তী আদালতে ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
এদিকে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারির সংবাদে বিয়ানীবাজারের সর্বত্র নিন্দার ঝড় উঠেছে। উপজেলার অন্যান্য জনপ্রতিনিধিসহ বিশিষ্ট জনেরা বলেছেন, জনস্বার্থে কাজ করতে গিয়ে যদি জনপ্রতিনিধিরা মিথ্যা মামলার আসামী হতে হয় তাহলে ভালো কাজ থেকে বিরত থাকা ছাড়া আর কিছু করার থাকবে না।
জানাযায়, সিলেট-বিয়ানীবাজার-বারইগ্রাম আঞ্চলিক মহাসড়কের নিদনপুর অংশে প্রায় ১৫ বছর থেকে বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হত। ফলে এই সড়ক দিয়ে যাতায়াতকারী যান বাহন চলাচল প্রতিনিয়ত বন্ধ হয়ে যেত। প্রায় দিনই বিয়ানীবাজার-মৌলভীবাজার-ঢাকা রুটের যানবাহন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শত শত যানবাহনসহ পথচারিরা সড়কের দু’পাশে আটকা পড়তেন। বৃষ্টির পানি ড্রেন দিয়ে প্রবাহিত হতে না পারায় দিনের পর দিন সড়কটিকে লেগে থাকতো জলাবদ্ধতা। এ নিয়ে স্থানীয় জনসাধারণ বিভিন্ন সময় পানি নিস্কাষনের জন্য প্রতিবাদ মুখর হলে স্থানীয় প্রশাসন জলাধার উন্মুক্ত করে দায় সারতেন।
কিন্তু স্থায়ী ভাবে জলাবদ্ধতা দূরিকরণে কোন উদ্যোগ গ্রহণ না হওয়ার কারণে এই সড়ক দিয়ে যানবাহন ও লোক চলাচল প্রায় সময় বন্ধ হয়ে যেত। এলাকায় দেখা দিত অসন্তোষ। বিষয়টির স্থায়ী সমাধানের জন্য সড়ক ও জনপদ বিভাগের উর্ধতন কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে গত ১১ অক্টোবর ২০২২ ইং নিদনপুর গ্রামের জনৈক জুনেদ আলমকে এক পত্রে নিদপুর নামক স্থানে অবৈধ ভাবে সড়কের পাশর্^ দেয়াল দ্বারা ভরাট করায় অভিযুক্ত করে পানির গতি স্বাভাবিক করতে দেয়াল ভেংগে দেয়ার জন্য নোটিশ প্রদান করেন। সওজ সূত্র জানায়, তাদের নোটিশের প্রতি জুনেদ আলম কোন পাত্তাই দেন নাই। ফলে অল্প বৃষ্টিতে কখনো হাটু পানি আবার কখনো কোমর পানি হয়ে যেত এই সড়কে।
অপরদিকে উদ্ধুত্ত পরিস্থিতিতে স্থায়ী সমাধানের লক্ষ্যে উপজেলা পরিষদ তাদের মাসিক সভায় এ নিয়ে বিস্তর আলোচনা হয় এবং পরিষদের সভায় জরুরী ভিত্তিতে স্থায়ী পানি নিস্কাষনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও উক্ত সড়ক এলাকা পৌরসভার ভেতরে হওয়ায় পৌর পরিষদ তাদের মাসিক সভায় জনস্বার্থে তাদের করনীয় নির্ধারন করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ও পৌরসভার মেয়র ফারুকুল হক জানান, উপজেলা পরিষদ, পৌর পরিষদ এর সিদ্ধান্ত ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, সিলেট এর ২৬ নভেম্বর ২০২২ ইং তারিখের আদেশ বলে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা চাইলে ১৫ জুন ২০২৩ইং আমাদের সাথে নিয়ে সড়কের পানি নিস্কাষনের জন্য অবৈধ স্থাপণা উচ্ছেদ করে দেন। দুই জনপ্রতিনিধি জানান, এর ফলে এই সড়ক দিয়ে যানবাহন ও জনসাধারণ চলাচল স্বাভাবিক হয়। জনমনে দেয়া দেয় স্বস্থি।
এদিকে এ ঘটনার পর নিদনপুর গ্রামের সামছুল হকের পুত্র জুনেদ আলম বাদী হয়ে বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, পৌরসভার মেয়র ফারুকুল হকসহ ১৫ জনের নাম উল্লেখ করে আইন শৃঙ্খলা বিঘœকারী দ্রæত বিচার আদালতে নিয়মিত মামলা দায়ের করেন। মামলা নং-৩১/২০২৩ইং তারিখ-২৫ জুন ২০২৩ইং। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় ইন্ডষ্ট্রিয়াল পুলিশকে। পুলিশের তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ২২ নভেম্বর ২০২৩ইং আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরই প্রেক্ষিতে আদালত বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, পৌরসভার মেয়র ফারুকুল হকসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
অভিযুক্ত দুই জনপ্রতিনিধি জানান, এ ঘটনার পর নিদনপুর গ্রামের সামছুল হকের পুত্র জুনেদ আলম হিংসাত্মক মনোভাব নিয়ে আমাদেরকে হেয় প্রতিপন্ন করতে আইন শৃঙ্খলা বিঘœকারী দ্রæত বিচার আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব পান ইন্ডাষ্ট্রিয়াল পুলিশের একজন পরিদর্শক।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ও পৌরসভার মেয়র ফারুকুল হক বলেন, তদন্তকারী কর্মকর্তা বাদীর আত্মীয় স্বজনের সাক্ষ্য গ্রহণ করে নিরপেক্ষ মানুষের সাথে কথা না বলে এবং আমাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মনগড়া প্রতিবেদন আদালতে ২২ নভেম্বর ২০২৩ইং দাখিল করেন। তারা এর তীব্র নিন্দা জানান এবং সঠিক তদন্তের দাবী জানান।
এ প্রসঙ্গে বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল বলেন, এই সড়কের জলাবদ্ধতার কারণে শুধু বিয়ানীবাজার উপজেলা নয়, বড়লেখা, জুড়ি, কুলাউড়া, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষজন ভোগান্তির শিকার হয়েছেন। জনপ্রতিনিধিরা প্রশাসনের সাথে গিয়ে মহৎ কাজে অংশ গ্রহণ করার কারণে যদি তারা মামলার শিকার হতে হয় তাহলে এর চেয়ে নিন্দনীয় কাজ আর কিছু হতে পারে না। সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ এর এপিএস ওই আওয়ামীলীগ নেতা বলেন, সম্পূর্ণ হিংসাত্মক মনোভাব নিয়ে এই মামলা করা হয়েছে। তিনি পুলিশের প্রতিবেদনকে একপেশি উল্লেখ করে আসল ঘটনা উন্মোচন করতে নিরপেক্ষ তদন্তের দাবী জানান।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান বলেন, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মামলা করা ঠিক হয়নি। তিনি এই মামলা প্রত্যাহার করার দাবী জানান।
আলী নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান শিশু বলেন, জনস্বার্থে সরকারী কর্মকর্তাদের সহযোগিতা করার ফলে যদি জনপ্রতিনিধিরা মামলার শিকার হয়ে পলাতক অবস্থায় থাকতে হয় তাহলে আমরা জনপ্রতিনিধিরা ভালো কাজে অংশ নিতে নিরুস্বাহিত হবো। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বক্তব্যের সাথে একমত পোষন করে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ একই দাবী জানান।
বিয়ানীবাজার চেয়ারম্যান ফোরাম এর সভাপতি মুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মন্নান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা সকলে সভা করে পরবর্তী করনীয় নির্ধারণ করবেন।
নিদনপুর এলাকার সালিশ ব্যক্তিত্ব মাহবুবুল হক সুজা, এই সড়ককে উপজেলার একটি গুরুত্বপূর্ণ রাস্তা উল্লেখ করে বলেন, সারাদেশের মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। পানি আটকিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রশাসনের সাথে জনপ্রতিনিধিরা সহযোগিতা করেছেন মাত্র। তিনি জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দায়ের করা মামলার নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবী জানান।
এদিকে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ার পর বিয়ানীবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের নেতৃত্বে ছায়ফুল ইসলাম ঝুনুর নেতৃত্বে পৌরসভার কাউন্সিলরগণ এবং কর্মকর্তারা সিলেট-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে দেখা করে বিষয়টি অবগত করেছেন। তিনি বিষয়টি শুনে উষ্মা প্রকাশ করেছেন জানিয়ে একজন কাউন্সিলর বলেছেন, তিনি এ নিয়ে উর্ধ¦তন মহলে কথা বলার আশ^াস দিয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
চুয়াডাঙ্গার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল ডিসপ্লেতে ভেসে উঠল‘আ.লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’
জন্মভিটায় গিয়ে অদ্বৈতের প্রতি শ্রদ্ধা
বিপিএল টি- ২০ উপলক্ষে সমন্বয় সভা করলো বিসিবি
৫৫ দিনের তারুণ্য উৎসবে শত আয়োজন
৫ সমন্বয়কের ফেসবুক আইডিতে আক্রমণ, নেপথ্যে জানা গেল যাদের নাম
এক বছরে ১৫০ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৮৬
ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্তে আটক ৭
মতলব দক্ষিণে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
৫৭৫ কোটি টাকা মুনাফা করেছে রূপালী ব্যাংক
জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের জন্য হেলথকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ঢাবি দাবা প্রতিযোগিতা শুরু
জোকোভিচ-কিরগিওস জুটির বিদায়
গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় বাড়ল
হাসিনার বিরুদ্ধে সিনেমা করে হুমকির মুখে তিশা
ডুয়েটে টেকনিক্যাল সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
প্রতিদিনের বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন মোরছালীন বাবলা
‘লেখাপড়া না করে দেশ শাসন করতে গেলে আ.লীগের মতো ভুল করার আশঙ্কা রয়েছে’
বিরলে অবৈধ সুদ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিরলে বুরো বাংলাদেশের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত