বিজয় দিবসের খিচুুড়ি মাটিতে ফেলে দিলেন নিক্সনপন্থী চেয়ারম্যান
১৬ ডিসেম্বর ২০২৩, ০২:১২ পিএম | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩, ০২:১২ পিএম
ফরিদপুরের ভাঙ্গায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের এক আলোচনা সভায় আপ্যায়নের জন্য রান্না করা দুই হাড়ি খিচুড়ি মাটিতে ফেলে নষ্ট করার অভিযোগ উঠেছে নিক্সন সমর্থক স্থানীয় ইউপি চেয়ারম্যানে মুনসুর মুন্সির বিরুদ্ধে। এ সময় নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়ার অভিযোগও করা হয়। তবে ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর মুন্সি অভিযোগ অস্বীকার করে দাবি করেন, নৌকার সমর্থকরা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
গতকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে থানায় ইউপি চেয়ারম্যান মুনসুর মুন্সিসহ তার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ দেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফিরোজ মাতুব্বর। ওই রাতেই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
আওয়ামী লীগ নেতা ফিরোজ মাতুব্বর ফরিদপুর-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্যাহর সমর্থক, অপরদিকে ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর মুন্সি স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থক।
ঘারুয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ফিরোজ মাতুব্বরের অভিযোগ, বিজয় দিবস উদযাপন উপলক্ষে তার বাড়ির উঠানে একটি আলোচনা সভার আয়োজন করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে উপস্থিত নেতাকর্মীদের আপ্যায়নের জন্য দুই হাড়ি খিচুড়ি রান্না করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলোচনার একপর্যায়ে ১০ থেকে ১৫টি মোটরসাইকেল যোগে ইউপি চেয়ারম্যান মুনসুর মুন্সি, বাহার হাওলাদার, মনির হাওলাদার, মজিবুর মুন্সি, কবির মুন্সিসহ অজ্ঞাত আরও ২০ জন লোক আলোচনা সভায় উপস্থিত হন।
এ সময় আলোচনা সভার উঠানের পাশে মোটরসাইকেলগুলো অতিরিক্ত হর্ন বাজিয়ে শক্তির মহড়া এবং ক্ষমতা প্রদর্শনসহ ত্রাস সৃষ্টির জন্য ভয়ভীতি দেখায়। পরে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে বিজয় দিবস উদযাপনের উদ্দেশ্যে রান্না করা খিচুড়ি মাটিতে ফেলে নষ্ট করেন চেয়ারম্যানের লোকজন।
পরে আলোচনা সভা দ্রুত বন্ধ করে সবাইকে উঠান ত্যাগ করতে বলা হয়, না হলে সবাইকে খুন জখমের হুমকি দেন ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীরা। এতে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ নারী-পুরুষ ভয়ে ছোটাছুটি করে সভাস্থল থেকে অন্যত্র পালিয়ে যায়।
অভিযোগের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এমপি নিক্সন চৌধুরীর সমর্থক বলে পরিচিত ইউপি চেয়ারম্যান মুনসুর মুন্সি সাংবাদিকদের জানান, এ ধরনের কোনো ঘটনা তার এলাকায় ঘটেনি। তার বিরুদ্ধে নৌকার সমর্থক কাজী জাফর উল্যাহর নেতাকর্মীরা অপপ্রচার চালাচ্ছেন। তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
প্রত্যক্ষদর্শী ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট কামাল উদ্দিন জানান, তারা ফিরোজ মাতুব্বরের বাড়ির উঠানে আলোচনা সভা করছিলেন। এ সময় অনেকগুলো মোটরসাইকেলে করে এসে ইউপি চেয়ারম্যান মুনসুর মুন্সি ও তার সহযোগীরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে সভাস্থল থেকে দ্রুত সরে যেতে বলেন। তা না হলে উপস্থিত সবাইকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় তারা। হুমকি দেয়ার পর চেয়ারম্যানের লোকজন তাদের আপ্যায়নের জন্য রান্না করা দুই হাড়ি খিচুড়ি মাটিতে ফেলে নষ্ট করেন।
নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহর সমর্থক কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য ও ঘারুয়া ইউপির সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জানান, চেয়ারম্যান মুনসুর বিভিন্নভাবে তার ক্ষমতার অপব্যবহার করে আসছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এরকম ঘটনা নতুন কিছু নয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
আদানির সঙ্গে চুক্তি বাতিল চেয়ে রিট
বেনাপোল : মণিরামপুরে হঠাৎ চুলকানিতে এক স্কুলের অর্ধশত শিশু শিক্ষার্থী হাসপাতালে
"আসিফের গানে মডেলিং করবেন ভাইরাল তরুণী ফারজানা সিঁথি"
যশোরের মণিরামপুরে জামায়াত কর্মী আনিছুর হত্যার ঘটনায় মামলা
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের টানা দ্বিতীয় বিমান হামলা
স্কুলে মাধ্যমিকে যুক্ত হচ্ছে আরবি, নেটিজেনদের উচ্ছ্বাস
মহেশপুর সীমন্ত থেকে নারী ও শিশুসহ ৩৬ জন আটক
জীবিত স্বামীকে মৃত দেখিয়ে হত্যা মামলা
বিশ্ববাজারে নতুন প্রযুক্তির গাড়ি উদ্ভাবনে ভক্সওয়াগন ও রিভিয়ানের চুক্তি
মণিপুরের জ্বলছে, নারী ও শিশুসহ নিখোঁজ ৬
গাজীপুরে আবারও ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ড.মুহাম্মদ ইউনুস জলবায়ু সম্মেলনে আজ দুপুরে ভাষণ দেবেন
আগামী ১৪ ই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে 'ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড'
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রোজি কবিরের ইন্তেকাল
ঢাকা মহানগরীর ৫ থানায় নতুন ওসি
টেকনাফের হ্নীলা থেকে বিজিবির অভিযানে ১ লাখ পিস ইয়াবা, ১টি এলজি ও ১ রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গা যুবক আটক
‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগে নেটিজেনদের সমর্থন
জলবায়ু সম্মেলনে সাশ্রয়ী উপায়ে বিমানের ধোঁয়া কমানোর প্রস্তাব বিজ্ঞানীদের
এনআইবির মহাপরিচালক নিয়োগে সুপারিশ নিয়ে যা বললেন নাহিদ
যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় আসছে