আওয়ামী লীগ প্রার্থী মোরশেদ আলমকে সমর্থন দিয়ে বহিষ্কার হলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা হাসান মঞ্জুর
২৭ ডিসেম্বর ২০২৩, ০৯:১৯ এএম | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩, ০৯:১৯ এএম
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে দলীয় ব্যানারে আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলম এমপিকে সমর্থন দেয়ায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুরকে কেন্দ্রীয় পদসহ দলের সব পদ-পদবী থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাসান মঞ্জুর বলেন, ‘বহিষ্কারের খবরে আমি খুব খুশি। আমি নিজেই দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু দল আমাকে বহিষ্কার করায় পদত্যাগের আর দরকার হচ্ছে না। আমি এখন নৌকা প্রতীকের কর্মী।’
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া নোয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ওই চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সেনবাগ উপজেলা সভাপতি হাসান মঞ্জুরকে কেন্দ্রীয় পদসহ পার্টির সকল পদ-পদবী থেকে অব্যাহতি দেয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু বলেন, নোয়াখালী-২ আসনের লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী তালেবুজ্জামান মাঠে রয়েছেন। এরমধ্যে দলের সিদ্ধান্তের বাইরে হাসান মঞ্জুর তার লোকজন নিয়ে নৌকার প্রার্থী মোরশেদ আলম এমপিকে সমর্থন জানান। বিষয়টি প্রমাণিত হওয়ায় হাসান মঞ্জুরকে কেন্দ্রীয় ও জেলা-উপজেলার পদসহ সকল সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে অর্জুনতলা ইউনিয়নের বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে মতবিনিময় সভায় হাসান মঞ্জুরের নেতৃত্বে জাতীয় পার্টির নেতাকর্মীরা আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোরশেদ আলম এমপিকে সমর্থন জানান।
এসময় নৌকার প্রার্থী মোরশেদ আলম এমপি , তার ভাই এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও সার্ক চেম্বার অব কমার্সের সভাপতি জসিম উদ্দিন, জাতীয় পার্টির উপজেলা সহ-সভাপতি আবদুল কুদ্দুস, পৌর জাতীয় পার্টির সভাপতি মো. হারুন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নোয়াখালী-২ আসনে জাতীয় পার্টির তালেবুজ্জামানসহ (লাঙ্গল) মোট সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান এমপি মোরশেদ আলমের সাথে স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের (কাঁচি) প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াচ্ছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দফতর পুনর্বণ্টনের পর কে পেলেন কোনটি
গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা বন্ধ করেছে কাতার
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ চায় না ইইউ
ইয়েমেনের রাজধানীতে মার্কিন ও ব্রিটিশ বাহিনীর অভিযান
আড়াই হাজার লিটার বুকের দুধ দান করে বিশ্বরেকর্ড
পরাজয় নিয়ে ডেমোক্র্যাট শিবিরে উত্তাপ, পাল্টাপাল্টি দোষারোপ
দলীয় পদে শামা ওবায়েদের স্থগিতাদেশ প্রত্যাহার
পরকীয়ার জন্য স্বামী আত্মঘাতী হলে দায় স্ত্রীর নয় : আদালত
ফের রাজপথে
মার্কিন-মেক্সিকো চুক্তি
বিশ্ব সেরা স্কুল
দুঃসংবাদ
৮৮ হাজার টাকা জরিমানা, ৯৩৬ কেজি পলিথিন জব্দ
তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে সিলেটে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের কেন্দ্রীয় টিমের মতবিনিময়
শহীদ নুর হোসেন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান
সিলেটের বন্ধ থাকা সকল পাথর কোয়ারী খুলে দিতে হবে: চরমোনাইর পীর
সাইবার বুলিং বন্ধে অন্তর্বর্তী সরকার আলাদা ফ্রেমওয়ার্ক তৈরি করছে : নাহিদ ইসলাম
ট্রাম্পের সঙ্গে মোদির বন্ধুত্ব কতটা মুখে আর কতটা কাজে!
যশোরের সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ট্রাক আটক