নড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী মিছিলে বোমা বিস্ফোরণ, আহত ১৫
৩১ ডিসেম্বর ২০২৩, ১০:০৭ এএম | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩, ১০:০৭ এএম
শরীয়তপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর সমর্থকদের নির্বাচনী মিছিলে বোমা হামলার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৮ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, নড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে যুবলীগের সভাপতি নজরুল খলিফা (৪৭), মো. মন্নান বেপারী (৬৫), রশিদ চৌকিদার (৪৫) নজরুল বেপারী (৪০),
সুমন মোড়ল (৩০), মহিউদ্দিন বেপারী(৩৮), আবদুর রহিম(৩৬) ও নজরুল ইসলাম সরদার (৬০)।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যায় শরীয়তপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর সমর্থকরা একটি নির্বাচনী মিছিল বের করে
পৌরসভার বাঁশতলা এলাকা থেকে মুলফৎগঞ্জ এলাকায় যাচ্ছিলেন। এসময় মিছিলটি মুলফৎগঞ্জ ব্রিজের কাছাকাছি আসলে নৌকার পোস্টার লাগানো একটি সাদা মাইক্রোবাস থেকে নৌকা সমর্থকরা মিছিলটি লক্ষ্য করে কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর তারা দেশীয় অস্ত্র নিয়ে ঈগল প্রতীকের সমর্থকদের ওপর হামলা করে বলে অভিযোগ উঠে। হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে নড়িয়ার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক।
আহত নজরুল ইসলাম ইসলাম বলেন, মিছিলটি নিয়ে যাওয়ার সময় নৌকার পোস্টার সাঁটানো একটি সাদা গাড়ি থেকে নৌকার সমর্থক ভিপি মোস্তফা, সুমন শিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি বিপ্লবসহ বেশ কয়েকজন বালতি বের করে একটার পর একটা বোমা নিক্ষেপ করতে থাকে। এতে আমরা ছত্রভঙ্গ হয়ে পড়লে নৌকা প্রতীকের সমর্থকরা হকিস্টিক, লোহার রড, রাম দা সহ দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে। আমরা এই ঘটনার বিচার দাবি করছি।
ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী অভিযোগ করে বলেন, পূর্ব পরিকল্পিতভাবে ঈগল প্রতীকের সমর্থকদের মিছিলে ককটেলসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। এতে ২০ জন আহত হলেও গুরুতর অবস্থায় রয়েছেন ৫ জন। নৌকা প্রতীকের প্রার্থী একেএম এনামুল হক শামীম তার নিশ্চিত পরাজয় জেনেই ঈগল প্রতীকের সমর্থকদের হামলা করিয়েছেন। ৭ তারিখ ব্যালেটের মাধ্যেম এই হামলার জবাব দেওয়া হবে।
হামলার বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী একেএম এনামুল হক শামীমের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, বাঁশতলাতে ঈগল প্রতীকের সমর্থকরা নিজেরা নিজেদের বোমা হামলায় আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ঘটনার সাথে নৌকা প্রতীক সমর্থন করা কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই।
এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, আমরা ককটেল বিস্ফোরণের ঘটনা শুনেছি। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা মাঠে রয়েছি। অতি শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে ভুক্তভোগীরা মামলা দিলে দ্রুত কার্যকর ব্যাবস্থা নেয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বোমা হামলা, নিহত অন্তত ১৩
টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানো : দ্য টাইমস
ভয়ঙ্কর দাবানল : জীবন বাঁচাতে গাড়ি ফেলে পালাচ্ছেন অ্যাঞ্জেলেসবাসীরা
সউদীতে ব্যাপক বন্যা, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি
মালয়েশিয়ার পাম বাগানে প্রয়োজন ২ লাখ কর্মী
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল গঠন
লন্ডনে চিকিৎসা শুরু খালেদা জিয়ার, যা জানা গেল চিকিৎসা সম্পর্কে
গোয়ালন্দে ৩ টি বিদেশী পিস্তল- গুলি ও খালি ম্যাগাজিন উদ্ধার
গাজায় বর্বর হামলায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি
গোপালগঞ্জের মুকসুদপুর থানা থেকে হত্যা মামলার আসামি পলায়ন
চিরনিদ্রায় সাহিত হলেন এফডিইবি'র কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী গিয়াস উদ্দিন
ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে টানা কর্মসূচি ঘোষণা
গভীর রাতে উত্তাল ঢাকা আলিয়া
সংঘর্ষের পর দুটি বাস ও অ্যাম্বুলেন্সে আগুন, নিহত ৪
টানা তৃতীয়বারের মতো সুপার কাপের ফাইনালে বার্সালোনা
ইন্দোনেশিয়ার নতুন কোচ ক্লাইভার্ট
কোপ দেলরের শেষ ষোলোতে কে কার মুখোমুখি
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গাপটিল
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের
ভোগান্তিতে সেবা নিতে আসা জনসাধারণ