ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের ১০ কেন্দ্র সরেজমিন দেখা যায় ভোটারের চেয়ে পুলিশ ও প্রার্থীদের কর্মী বেশি
০৭ জানুয়ারি ২০২৪, ০২:২৮ পিএম | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪, ০২:২৮ পিএম
ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের ১০ ভোটকেন্দ্র সরেজমিন ঘুরে দেখা গেছে বাইরে জটলা কিন্তু ভিতরে ভোটারের সংখ্যা খুবই কম। রাজধানীর, ধনিয়া কলেজ, বর্ণমালা হাই্কুল এ- কলেজ, এ কে স্কুল, যাত্রাবাড়ী আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজ, হাবিবুর রহমান মোল্লা কলেজসহ ১০টি কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল ৭টা থেকেই কেন্দ্রের বাইরে জটলা। কেন্দ্রের বাইরে মিছিল ও শোডাউন। দুপুর ১২ টা পর্যন্ত ভোটারের সংখ্যা খুবই কম দেখা গেল। তবে ভোট কেন্দ্রের আশপাশে তেহারি, বিরিয়ানির মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়েছে।
ঢাকা-৫ আসনে ১০টি কেন্দ্র ঘুরে ভোটারদের ভিড় চোখে পড়েনি। কিছুক্ষণ পরপর যাঁরা ভোট দিতে আসছেন, নির্বিঘেœ ভোট দিতে পারছেন। কেন্দ্রের ভেতরে ভোটার কম থাকলেও বাইরে চলছে প্রার্থীদের সমর্থকদের মহড়া, শোডাউন ও মিছিল। আজ রোববার সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ঢাকার ২টি সংসদীয় আসনের ১০টি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখেছেন এই প্রতিবেদক।
ঢাকা-৫ আসনে ১৪ জন প্রার্থী হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র দুই প্রার্থীর মধ্যে। এরা হলেন আওয়ামী লীগের প্রার্থী হারুনর রশীদ মুন্না (নৌকা প্রতীক), আওয়ামী লীগের স্বতন্ত্র দুই প্রার্থী মশিউর রহমান মোল্লা (ট্রাক প্রতীক) ও কামরুল হাসান (ঈগল প্রতীক)। এই তিন প্রার্থীর অনুসারীরা ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশায় করে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসছেন। তৃণমূল বিএনপির আবু হানিফ (সোনালী আঁশ) প্রার্থীর কিছু কর্মীকে ব্যাজ লাগিয়ে ঘুরতে দেখা গেল। কেন্দ্রের বাইরে ৪ প্রার্থীর পক্ষই টেবিল বিছিয়ে অবস্থান নিয়েছেন। বর্ণমালা, এ কে স্কুল ও দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে পুলিং এজেন্টরা জানান, সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। তবে ১০টার পর কিছুক্ষণ পর পর ভোটাররা আসছেন এবং নির্বিঘেœ ভোট দিতে চলে যাচ্ছেণ। তবে চার ঘন্টায় এসব কেন্দ্রে ভোটের পরিমান শতকরা ২ থকে ৫ শতাংশের মধ্যে।
ঢাকা-৫ আসনের মূল প্রতিদ্বন্দ্বি তিন প্রার্থীর মধ্যে নৌকার প্রার্থী হারুনর রশীদ যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা (সাবেক এমপি মরহুম হাবিবুর রহমান মোল্লার পুত্র) ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। আরেক স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
সকাল ১১ টায় বর্ণমালা স্কুল এ- কলেজ, সাড়ে ১১ টায় এ কে স্কুল, সকাল ১০ টায় ধনিয়া কলেজ, সিটি করপোরেশন আদর্শ উচ্চবিদ্যালয়ের চারটি কেন্দ্রের সামনের সড়কে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষের অনুসারীদের শোডাউন মহড়া দিতে দেখা গেছে।
আইন শৃংখলা রক্ষাকরী বাহিনীর সদস্যরা জানান, এবারের নির্বাচনে কেন্দ্রের ভেতরে কেবল ভোটাররাই ঢুকতে পারছেন। ভোটার-সংকটের কারণে এজেন্টরা অলস সময় পার করছেন। দনিয়া কলেজ ভোটকেন্দ্রে হঠাৎ করে দুটি কুকুর ঢুকে পড়ে। সে কুকুরকে তাড়াতে আইন শৃংখলা বাহিনীকে গলদঘর্ম হতে দেখা যায়। ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে কুকুর তাড়ানোর দৃশ্য দেখে পথচারীরা হৈহৈ করে উঠছেন মজা করছেন।
এ আসনের অন্যন্য প্রার্থীরা হলেন তৃণমূল বিএনপির আবু হানিফ (সোনালী আঁশ), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবু জাফর মো. হাবিব উল্লাহ (চেয়ার), বিএনএফের এস এম লিটন (টেলিভিশন), ইসলামী ঐক্যজোটের আবদুল কাইয়ূম (মিনার), এনপিপির আরিফুর রহমান (আম), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নূরুল আমিন (ছড়ি), বাংলাদেশ সুপ্রিম পাটির মোশারফ হোসেন মিয়া (একতারা), বাংলাদেশ কংগ্রেসের সাইফুল আলম (ডাব), বাংলাদেশ জাতীয় পার্টির সারোয়ার খান (কাঁঠাল), স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান (তরমুজ) এবং হাফিজুর রহমান (কবুতর)।
এদিকে ঢাকা-৪ আসনে দোলাইপাড় স্কুলে দেখা গেল ভোটারের চেয়ে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য আর ভোট গ্রহণকারীদের সংখ্যাই বেশি। এই কেন্দ্রের পাশে নির্বাচন কমিশনের আঞ্চলিক অফিস। সেখানে প্রচুর পুলিশ প্রহরায় রয়েছেন। অদূরে সৈয়দ আবু হোসেন বাবলা (লাঙ্গল), সানজিদা খাতুন নৌকা) কর্মী সমর্থকরা ব্যাজ পড়ে জটলা করছেন। পাশের গলি থেকে বিরিয়ানির মৌ মৌ ঘ্রাণ আসছে। কেন্দ্রের একাধিক পুলিং অফিসার জানান, ভোটারের সংখ্যা সকালে কম থাকলেও দুপুর ১২ টার পর আস্তে আস্তে বাড়ছে। তবে ভোটারের চেয়ে প্রার্থীদের কর্মী-সমর্থকদের সংখ্যা বেশি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইসরায়েলি বর্বরতা চলছেই, গাজায় নিহত বেড়ে প্রায় সাড়ে ৪৫ হাজার
সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ, নিরাপত্তা জোরদার
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে মিলল নিখোঁজ ২ পর্যটকের মরদেহ
পশ্চিম তীরে ইসরাইলের ড্রোন হামলা, নারীসহ ৮ ফিলিস্তিনির মৃত্যু
সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় নয়: আসিফ মাহমুদ
ভারতে শঙ্করাচার্যের সাথে সাক্ষাৎ করে হস্তক্ষেপ চাইলেন একদল বাংলাদেশি হিন্দু
অবশেষে সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে
হাসিনাকে ভারত কি ফেরত পাঠাবে, আলজাজিরার প্রতিবেদন কি বলছে
সচিবালয়ে সেনাবাহিনী-বিজিবি মোতায়েন
কানু দেশবিরোধী ষড়যন্ত্র করছে, দ্রুত গ্রেপ্তারের দাবি
বাংলাদেশ থেকে নথি না আসাতেই জামিন পিকে হালদারের?
সময় টিভির সাংবাদিক বরখাস্ত: এএফপির প্রতিবেদন নিয়ে যা বললেন হাসনাত
আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা
লক্ষ্মীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলো স্থানীয়রা
গাজীপুরে ছাত্রলীগ নেতা মাসুদ গ্রেফতার
সচিবালয়ের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ফায়ার সার্ভিস
ফ্যাসিবাদের সময় উত্তরবঙ্গে বৈষম্য করা হয়েছে: নীলফামারীতে উপদেষ্টা আসিফ
সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার ফাইটার সোহানুর
সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট