কুমিল্লায় সাতটিতে নৌকা চারটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়
০৮ জানুয়ারি ২০২৪, ১২:২৫ এএম | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪, ১২:২৫ এএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে চারটি আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করা বর্তমান চার এমপি স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশায়ী হয়েছেন। বাকি সাতটি আসনে আওয়ামী লীগের নতুন মুখের দুই প্রার্থী সহ বর্তমান পাঁচ এমপি জয় পেয়েছেন।
ভোট গণনা শেষে কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে জানা গেছে, কুমিল্লার ১১টি আসনের মধ্যে সাতটিতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও চারটিতে আওয়ামী লীগ ঘরনার চার স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। বাকি সাতটি আসনে নৌকা প্রতীকের প্রার্থীরা জয় পেয়েছেন। রোববার সন্ধ্যার পর কুমিল্লা টাউন হলে স্থাপিত কন্ট্রোলরুমে ১১টি আসনের ফলাফল আসতে শুরু করে। রাতে বেসরকারিভাবে এসব ফলাফল ঘোষণা করা হয়।
আওয়ামী লীগের বর্তমান এমপিদের মধ্যে যারা স্বতন্ত্র প্রার্থীদের কাছে ধরাশায়ী হয়েছেন তারা হলেন কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সেলিমা আহমাদ মেরী, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ইউসুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের রাজী মোহাম্মদ ফখরুল ও কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এডভোকেট আবুল হাসেম খান।
রোববার অনুষ্ঠিত নির্বাচনে ওই চারটি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় প্রার্থীদের। ভোটের দিন সকাল থেকে বেলা ২টা পর্যন্ত আসন চারটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করলেও দুপুরের পর থেকে ফিরে আসে ভোটের পরিবেশ।
বিকেলে ফলাফল গণনা শেষে সন্ধ্যার পর থেকে চারটি আসনের বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসতে। শুরু করে। আসন চারটিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী স্বতন্ত্র প্রার্থীদের কাছে ভোটের ব্যবধানে পিছিয়ে পড়ার খবর আসতে থাকে। আর ওইসব আসনের স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের উল্লাস শুরু হয়।
এদিকে কুমিল্লার যে সাতটি আসনে নৌকা জয় পেয়েছে সেখানেও স্বতন্ত্র প্রার্থীদের কর্মী সমর্থক ও নৌকার কর্মী সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করেছে। বিশেষ করে চান্দিনা, দাউদকান্দি, চৌদ্দগ্রামে ভোটের মাঠের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।
ভোটের লড়াইয়ে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের নৌকার প্রার্থী বর্তমানে এমপি সেলিমা আহমাদ মেরী ধরাশায়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক মোঃ আব্দুল মজিদের কাছে।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের কাছে ভোটের লড়াইয়ে হেরে গেলেন ওই আসনের বর্তমান এমপি নৌকা প্রতীকের ইউসুফ আবদুল্লাহ হারুন।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বর্তমান এমপি নৌকা প্রতীকের রাজী মোহাম্মদ ফখরুল হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদ্য পদত্যাগ করা দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের কাছে।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি ও নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট আবুল হাসেম খান বড় ব্যবধানে পরাজিত হয়েছেন কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এম এ জাহেরের কাছে।
এদিকে কুমিল্লার সাতটি আসনে বড় জয় পেয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগের নতুন মুখের দুই প্রার্থী সহ বর্তমান পাঁচ এমপি। তারা হলেন - কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের নতুন মুখ ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা-৬ (সদর, সিটি কর্পোরেশন) আসনের বর্তমান এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের বর্তমান এমপি ডা. প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের নতুন মুখ আবু জাফর মোহাম্মদ সফিউদ্দিন, কুমিল্লা-৯ ( লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বর্তমান এমপি ও এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের বর্তমান এমপি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের বর্তমান এমপি ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. সোহেল, সদস্য সচিব ড. মাসুদ
মাস্ক, ঘোমটা ও ভুয়া পাসপোর্টসহ 'কট' নিপুণ! তদন্তে রহস্যময় তথ্য
খুনিরাই খুনিকে সহযোগিতা করেছে : সমন্বয়ক হান্নান মাসউদ
নাটোরে মহাশ্মশানের মন্দিরে তরুণ দাস হত্যার মূল আসামি গ্রেপ্তার
টাকাটাই শেষ কথা বাকি সব বাতুলতা! শফিক রেহমান সম্পর্কে যা বললেন ডা: জাহেদ
উত্তরা পশ্চিম থানার জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের পাশে জামায়াত
সালথায় রাতের আঁধারে কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
রাণীশংকৈলে মারামারি ও ভাংচুরের মধ্য দিয়ে শেষ হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং
ওসি শাহ আলমকে কত টাকার বিনিময়ে ছেড়েছেন, প্রশ্ন হান্নান মাসউদের
দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা
৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসামে বিএনপির জনসভা
এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি
শিবচরের পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তার ২
গার পাহাড় সীমান্তে শাড়ি-লেহেঙ্গা, সানগ্লাসসহ ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানকে টপকে ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ
নরসিংদীতে সাদপন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ
কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা ও জরিমানার পরও বন্ধ হয়নি ইট ভাটা
ফরিদপুরের জেলার সকল অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম