খুলনার ছয়টি আসনেই নৌকার জয়
০৮ জানুয়ারি ২০২৪, ০৪:১৬ পিএম | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪, ০৪:১৬ পিএম
খুলনায় ভোটের মাঠে শক্ত হাতেই স্বতন্ত্রদের সামলেছেন নৌকার মাঝিরা। জেলার ছয়টি আসনেই বিপুল ভোটে জয় পেয়েছেন নৌকার প্রার্থীরা। খুলনা-৩, ৪ ও ৬ আসনে আওয়ামী ঘরানার স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও শেষ মুহূর্তে শক্ত হাতে হাল ধরে রাখতে সমর্থ হয়েছেন নৌকা প্রার্থীরা।
রোববার রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফলে জানা যায়, খুলনা-১ আসনে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ননী গোপাল ম-ল। তিনি পেয়েছেন ৬৮ হাজার ৪০৫ ভোট। এই আসনের বর্তমান সংসদ সদস্য পঞ্চানন বিশ^াসের বদলে ননী গোপাল ম-লকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব প্রশান্ত কুমার রায় পেয়েছেন ৩ হাজার ৭৬৬। জাতীয় পার্টির হাসানুর রশিদ পেয়েছেন ২ হাজার ৫৪৬ ভোট।
খুলনা-২ আসনে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও আওয়ামী লীগ প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েল। ১৫৭টি কেন্দ্রের ১৩৯টির ফলাফলে নৌকা প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৮৬৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির গাউছুল আজম লাঙল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৪১ ভোট। ঈগল প্রতীকে মোঃ সাঈদুর রহমান পেয়েছেন ১ হাজার ৭২৭ ভোট।
খুলনা-৩ আসনে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নৌকা প্রার্থী এসএম কামাল হোসেন। এই আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মন্নুজান সুফিয়ান এবার মনোনয়ন বঞ্চিত হয়েছেন। তার বদলে প্রথমবারের মতো ভোটে নেমেই বাজিমাত করলেন এসএম কামাল। ১১৬টি কেন্দ্রে তিনি পেয়েছেন ৯০ হাজার ৯৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকের আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ৪ হাজার ৮৭৩ ভোট। এছাড়া ঈগল প্রতীকের প্রার্থী ফাতেমা জামান সাথী পেয়েছেন ৩ হাজার ২৩০ ভোট ও গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির এসএম সাব্বির হোসেন পেয়েছেন ১ হাজার ৯৬৩ ভোট।
খুলনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী এসএম মোর্ত্তজা রশিদী দারা নির্বাচনে কেটলি প্রতীক নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছিলেন। কর্মী সমর্থকদের মারধর হুমকির অভিযোগ-পাল্টা অভিযোগে এই আসনে ছিল টান টান উত্তেজনা। তবে সব পরিস্থিতি সামলে তৃতীয় বারের মতো এই আসনে সংসদ সদস্য হয়েছেন নৌকা প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী।
খুলনা-৫ আসনে পরপর চারবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নৌকা প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ। এই আসনের ১৩৫টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন ঈগল প্রতীকে পেয়েছেন ৯৩ হাজার ১৫০ ভোট।
খুলনা-৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোঃ রশীদুজ্জামান ১৪২টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৩১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিএম মাহাবুবুল আলম ঈগল প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ২৬১ ভোট। তার নিকটতম ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জিএম মাহবুবুল আলম পেয়েছেন ২২ হাজার ৩০ ভোট।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোটকেন্দ্র ঘিরে তিনস্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তায় সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড ও আনসার সদস্যরা মোতায়েন ছিল।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করেছেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
মাস্ক, ঘোমটা ও ভুয়া পাসপোর্টসহ 'কট' নিপুণ! তদন্তে রহস্যময় তথ্য
খুনিরাই খুনিকে সহযোগিতা করেছে : সমন্বয়ক হান্নান মাসউদ
নাটোরে মহাশ্মশানের মন্দিরে তরুণ দাস হত্যার মূল আসামি গ্রেপ্তার
টাকাটাই শেষ কথা বাকি সব বাতুলতা! শফিক রেহমান সম্পর্কে যা বললেন ডা: জাহেদ
উত্তরা পশ্চিম থানার জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের পাশে জামায়াত
সালথায় রাতের আঁধারে কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
রাণীশংকৈলে মারামারি ও ভাংচুরের মধ্য দিয়ে শেষ হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং
ওসি শাহ আলমকে কত টাকার বিনিময়ে ছেড়েছেন, প্রশ্ন হান্নান মাসউদের
দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা
৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসামে বিএনপির জনসভা
এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি
শিবচরের পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তার ২
গার পাহাড় সীমান্তে শাড়ি-লেহেঙ্গা, সানগ্লাসসহ ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানকে টপকে ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ
নরসিংদীতে সাদপন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ
কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা ও জরিমানার পরও বন্ধ হয়নি ইট ভাটা
ফরিদপুরের জেলার সকল অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
কুষ্টিয়ার মাটির তৈরি হাঁড়ি পাতিল যাচ্ছে বিদেশে