পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধার, মাস্টার আঞ্জুমান ইসলামকে সাময়িক বরখাস্ত
২৫ জানুয়ারি ২০২৪, ০৫:৪৬ পিএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪, ০৫:৪৭ পিএম
অনেক চড়াই-উৎরায় পেরিয়ে অবশেষে পাটুরিয়া ৫ নং ঘাটের কাছে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা একটানা আট দিন পর উদ্ধার করতে সক্ষম হয়েছে বিআইডব্লিউটিএর উদ্ধারকারি জাহাজ প্রত্যয়। উদ্ধার শেষে ফেরিটিকে বিআইডব্লিউটিসির নিকট হস্তান্তরের মধ্য দিয়ে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষনা করেছে উদ্ধারকারি সংস্থা বিআইডব্লিউটিএ।তদন্ত ছাড়া ফেরি ডুবির কোন কারণ নিশ্চিত করতে পারছেন না কর্তৃপক্ষ।
এ ঘটনায় উক্ত ফেরির দ্বিতীয় মাস্টার আঞ্জুমান ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বিআইডব্লি্টিসির চেয়ারম্যান অতিরিক্ত সচিব ড.এ,কে,এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।মেরিন বিভাগ ফেরিটি এখন পর্যবেক্ষণ করবে, এরপর নারায়নগঞ্জ ডকইয়ার্ডে নিয়ে কিছু মেরামত কাজ করলে পুনরায় চলাচল করতে পারবে।ফেরিটির তেমন ক্ষতি হয়নি, আশা করি ফেরিটি চালিয়েই নারায়ণগঞ্জ যাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন।
উদ্ধার কাজের সাথে জড়িত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি), নৌবাহিনী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ফেরিটি ডুবে উল্টে যাওয়ায় নদীর তলদেশে পলিমাটি পড়ে আটকে থাকে।এতে ২৪০ টন ওজনের ফেরিটি ৩০০ টন ছাড়িয়ে যায়।উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম দিয়ে ফেরিটিকে ওঠানো সম্ভব হয়নি।উদ্ধারকারী জাহাজ দুটির সক্ষমতা রয়েছে মাত্র ৫০ টন। তাও আবার অনেক দিনের পুরানো।যে কারণে গত শুক্রবার দুপুরে বিআইডব্লিউটিএর আরেকটি শক্তিশালী উদ্ধারকারী জাহাজ প্রত্যয় যুক্ত করা হয়। এটির সক্ষমতা ২৫০ টন হলেও পলির কারণে ফেরিটিকে উদ্ধারে অনেক বেগ পেতে হয়। এরপর গত রোববার বিকেলে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার কাজের জন্য নিয়ে আসা হয় অনুসন্ধানী জাহাজ ঝিনাই-১। এসব উদ্ধারকারি জাহাজের সমন্বয়ে ফেরিটিকে উদ্ধার করা হয়।
উদ্ধার কার্যাক্রমের ইউনিট প্রধান বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক(নৌপথ)মো.আবদুস সালাম বলেন, বুধবার(২৪ জানুয়ারি)রাত ১০টার দিকে ডুবে যাওয়া ফেরিটিকে সম্পূর্ণরূপে পানির উপর ভাসিয়ে পাটুরিয়া ঘাটের ভাটিতে নয়াকান্দি এলাকার নদীর তীরে নিয়ে রাখা হয়েছে। এছাড়া ফেরির সাথে ডুবে যাওয়া ৯টি ট্রাকও উদ্ধার করা হয়েছে।বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি দল ও উদ্ধার কর্মীদের যৌথ প্রচেষ্টায় নানা প্রতিকুলতার মধ্যেও পদ্মা নদীর তলদেশ থেকে এই ফেরি উদ্ধারের মতো চ্যালেঞ্জিং কাজটি করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।
নৌবাহিনীর ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট শাহ পরান ইমন বলেন, ফেরিটি উদ্ধারে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে।নদীতে প্রচণ্ড স্রোত, কনকনে শীত ও ঘন কুয়াশার কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়েছে।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা বলেন,‘পদ্মায় ফেরিটি ডুবে যাওয়ার সময় তীব্র স্রোতের কারণে পানির নীচে গিয়ে ফেরিটি উল্টে যায়।এ অবস্থায় গত এক সপ্তাহে পলি পড়ে ফেরিটির ওজন আরও বেড়ে যায়।এছাড়া ঘণকুয়াশা, স্রোত, কনকনে শীতসহ নানা প্রতিকুলতা থাকা সত্বেও অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমাদের উদ্ধারকারি দল জাহাজটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।এখন আমরা জাহাজটিকে বিআইডব্লিউটিসির নিকট হস্তান্তর করবো।
বিআইডব্লি্টিসির চেয়ারম্যান অতিরিক্ত সচিব ড.এ,কে,এম মতিউর রহমান বলেন,বিআইডব্লিউটিসি এবং মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃর্থক দু’টি তদন্ত কমিটি গঠণ করা হয়েছে। পাঁচ কর্ম দিবসে তদন্ত রিপোর্ট পেশ করা কথা থাকলেও তা সম্ভব বলে সময় বাড়ানো হয়েছে। খুব তাড়াতাড়িই তন্তদ রিপোর্ট পাওয়া যাবে।এর আগে বলা যাচ্ছে না কি কারণে ফেরিটির এ দুর্ঘটনা ঘটেছে।তবে ওই ফেরি দ্বিতীয় মাস্টার আঞ্জুমান ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ফেরিটি এখন আমাদের মেরিন বিভাগ পর্যবেক্ষণ করবে, এরপর নারায়নগঞ্জ ডকইয়ার্ডে নিয়ে কিছু মেরামত কাজ করলে পুনরায় চলাচল করতে পারবে। তেমন ক্ষতি হয়নি, আশা করি ফেরিটি চালিয়েই নারায়ণগঞ্জ যাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে ইউটিলিটি (ছোট) ফেরি রজনীগন্ধা ঘন কুয়াশার কারণে পদ্মা নদীতে নোঙর করে রাখা অবস্থায় গত ১৭ জানুয়ারি সকালে পাটুরিয়া ঘাটের অদুরে ৯টি পণ্যবাহি ট্রাক নিয়ে ডুবে যায়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
টেকনাফ জিবির অভিযানে ২লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার
মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ
ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!
৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত
কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জামায়াতের ৫-১৫% বেশি ভোট নিয়ে আমার সন্দেহ আছে, যা বললেন ফাহাম
বিকাশের দোকানে হামলা করে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ
ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
মাগুরায় সরিষা ক্ষেতে মৌমাছির মাধ্যমে মধু আহরণ জনপ্রিয় হচ্ছে
নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত
হাত বদলে দাম বাড়ে সবজিতে, নিরুপায় ক্রেতা
সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির
না ফেরার দেশে সংগীতশিল্পী স্যাম মুর
এবার বাংলাদেশেও এইচএমপিভি শনাক্ত
৫ আগস্ট থেকে মর্গে কাবিলের লাশ, পরনের কাপড় দেখে শনাক্ত করলেন স্ত্রী
তথ্যপ্রযুক্তি খাতে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বেসিসের