জাবি ছাত্রলীগ সেক্রেটারির রুমে বন্দী জীবন
২৫ জানুয়ারি ২০২৪, ০৭:৫৭ পিএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪, ০৭:৫৭ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বর্তমানে রুমবন্দী জীবনযাপন করছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৩৪৭ নং রুম থাকা লিটন গত দুই দিন হলো বের হতে পারেননি। তার রুমের চার দেয়ালের মধ্যে গোটা ক্যাম্পাস এখন সীমাবদ্ধ হয়ে গেছে। গত দুই দিন আগে ছেলেদের ৬টি হলে থাকা তার অনুসারীরা তার বিরুদ্ধে বিক্ষোভ করে। ফলে নিজ হলই তার শেষ আশ্রয়স্থল হয়ে উঠেছিলো। কিন্তু সেই আশ্রয়টুকু হারিয়ে দিশেহারা এখন তিনি। নিজ হলের নেতাকর্মীরাও এখন তার কথা শুনছেন না।
বৃহস্প্রতিবার (২৫ জানুয়ারি) সাভার-আশুলিয়ার সাংসদ মুহাম্মদ সাইফুল ইসলাম জাবি ভিসির সাথে সাক্ষাত করতে আসলে শাখা সেক্রেটারি লিটনকে ছাড়াই দেখা করেন অন্য নেতাকর্মীরা। সেক্রেটারি নিজ হলের নেতাকর্মীদের বারবার অনুরোধ করেও কোন সাড়া পাননি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অবস্থান করা ৪৬ ও ৪৭ ব্যাচের নেতাকর্মীদের সাথে লিটনের কোন সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন।
নাম না প্রকাশের শর্তে একাধিক নেতাকর্মী জানান, আমরা আর সেক্রেটারির সাথে নেই। জাবি ছাত্রলীগে সেক্রেটারির আর কোন অবস্থান নেই। সবাই যেদিকে থাকবে আমরা সেদিকেই থাকবো।
অন্যদিকে হলের সিনিয়র নেতাকর্মীদের সাথে দফায় দফায় বৈঠক করেও কোন উপায় খুঁজে পাননি লিটন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের একটি সূত্র জানায়, সেক্রেটারি হল থেকে বের হলে অন্যান্য নেতাকর্মীদের আক্রশের শিকার হবেন। এজন্য হল থেকে বের হচ্ছেন না। তাছাড়া তিনি হল থেকে বের হলে নিজ হলেও আর ঢুকতে পারবেন না বলে জানায় লিটনের হলের একাধিক নেতাকর্মী।
এর আগে গতকাল রাতে যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন মাহবুবের নেতৃত্বে একটি গ্রুপ সেক্রেটারির হলের সামনে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময়ও হলের নেতাকর্মীদেরও সেক্রেটারি পক্ষে কোন আওয়াজ তুলতে দেখা যায়নি।
বিদ্রোহী গ্রুপের একাধিক নেতা জানায়, কর্মীদের মনে সেক্রেটারি সম্পর্কে খারাপ ধারণা আছে। সেক্রেটারিকে ক্যম্পাসে পেলে তারা তাকে লাঞ্ছিত করতে পারে।
খোঁজ নিয়ে জানা যায়, পোষ্য কোটার শিক্ষার্থীদের হল বরাদ্দ না থাকলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে চারজনের জন্য বরাদ্দ ৩৪৭ নং কক্ষ একাই দখল করে রাজার হালে থাকেন লিটন। এর আগে জমিদখল, কর্মীদের খোঁজ না রাখা, মেয়াদ উত্তীর্ণ কমিটির সমন্বয় না করা, নিজ হল কেন্দ্রিক রাজনীতি সীমাবদ্ধ রাখা, নেতা-কর্মীদের সঙ্গে অশোভন আচরণ করার কারণে বিক্ষোভ করে সেক্রেটারি প্যানেলের অনুসারীরা।
লিটনের কাছে সাধারণ সম্পাদকের পদটি আলাদিনে চেরাগের মতো হয়ে আসে। কিনেছেন দামি নতুন মাইক্রোবাস, জমি, নির্মাণাধীন রয়েছে পাঁচ তলা বাড়ি। নেতাকর্মীদের বাইক গিফটও করেছেন তিনি।
এছাড়াও জমিদখল, চাঁদাবাজি, অবৈধ দোকান স্থাপন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগে হস্তক্ষেপ, বাস-লেগুনা আটকিয়ে মাসোহারা আদায়, ক্যাম্পাসের মাদক সিন্ডিকেটসহ সকল অপকর্ম সেক্রেটারির মদদে চলতে থাকে বলে অভিযোগ রয়েছে।
এর আগে নিজ ঘনিষ্ঠ বান্ধবীকে চাকুরী পাইয়ে দেওয়ার জন্য প্রশাসনকে চাপ দেওয়ার অভিযোগ উঠে লিটনের বিরুদ্ধে। এ বিষয়ে ভিসির বাসভবনে বান্ধবীসহ মিটিং করার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বিশ্ববিদ্যালয় ভিসি নূরুল আলম।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন এখন আর কোন সাংবাদিকের ফোনও রিসিভ করেন না। তবে এর আগে তিনি গণমাধ্যমে বলেন, ‘আমি বর্তমানে ক্যাম্পাসে অবস্থান করছি তাই তারা যে-সব অভিযোগ এনেছে তা ভিত্তিহীন। জমি দখলের ক্ষেত্রে তারা যে অভিযোগ করেছে তার কোনো তথ্য-প্রমাণ নেই।’
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
টেকনাফ জিবির অভিযানে ২লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার
মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ
ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!
৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত
কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জামায়াতের ৫-১৫% বেশি ভোট নিয়ে আমার সন্দেহ আছে, যা বললেন ফাহাম
বিকাশের দোকানে হামলা করে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ
ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
মাগুরায় সরিষা ক্ষেতে মৌমাছির মাধ্যমে মধু আহরণ জনপ্রিয় হচ্ছে
নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত
হাত বদলে দাম বাড়ে সবজিতে, নিরুপায় ক্রেতা
সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির
না ফেরার দেশে সংগীতশিল্পী স্যাম মুর
এবার বাংলাদেশেও এইচএমপিভি শনাক্ত
৫ আগস্ট থেকে মর্গে কাবিলের লাশ, পরনের কাপড় দেখে শনাক্ত করলেন স্ত্রী
তথ্যপ্রযুক্তি খাতে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বেসিসের