ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১

আরাকান রাজ্যে মুর্হুমূর্হু গোলাগুলির শব্দে সীমান্তে স্থানীয়রা চরম ভয় ও আতঙ্কে, বিজিবি’র শ্যেন দৃষ্টি অব্যাহত

Daily Inqilab উখিয়া ( কক্সবাজার) উপজেলা সংবাদদাতা

২৮ জানুয়ারি ২০২৪, ১২:২৬ পিএম | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪, ১২:২৬ পিএম

মিয়ানমারে সামরিক জান্তার সঙ্গে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ( এ এ)র মধ্যে সংঘর্ষ, রাজ্য দখল, উদ্ধার, হতাহতের ঘটনা দীর্ঘদিনের। কিন্তু চলমান সংঘর্ষ গত কয়েক সপ্তাহে বেগ পেয়েছে বলে মনে হয়। সুত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে রাখাইনের রামরি শহরে বোমারু বিমান নিয়ে আরাকান আর্মির ওপর হামলা চালায় ‘তাতমাদো’ নামে পরিচিত মিয়ানমারের জান্তা বাহিনী। এ ছাড়া একই দিন ভোর থেকে রাখাইনের ‘বুচিডং’ ও ‘ফুমালি’ নামক রোহিঙ্গা–অধ্যুষিত এলাকায় দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়।

স্বাধীনতার পর থেকে সাত দশকেরও বেশি সময় ধরে মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলমান থাকলেও, এবারের সংকট সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে দেশটির জান্তা বা সামরিক শাসকের। বিশেষ করে অন্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সমর্থন নিয়ে সরকারের বিরোধিতা করা শান রাজ্যের তিনটি জাতিগত বিদ্রোহী গোষ্ঠীর একজোট হয়ে চালানো একের পর এক হামলা সামাল দিতে হিমশিম খাচ্ছে ক্ষমতায় থাকা দেশটির সামরিক বাহিনী। বিদ্রোহী বাহিনীর কাছে প্রদেশের নিয়ন্ত্রণ হারানো ও প্রতিবেশী দেশে মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যদের পালিয়ে আশ্রয় নেবার খবর প্রতিদিনই উঠে আসছে গণমাধ্যমে।

এদিকে মিয়ানমার সীমান্ত ঘেঁষা কক্সবাজারের টেকনাফ নাফনদী সংলগ্ন সীমান্ত এলাকাসহ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুংধুম এলাকার স্থানীয় বাসিন্দারা এখন দিন কাটাচ্ছে ভয়ে আর আতঙ্কে। কখন বুঝি সীমান্তের ঐ পাড়ের গোলা এসে বাংলাদেশ সীমান্তের এসে আছড়ে পড়ে বা পরস্পর বিবদমান বাহিনীর সশস্ত্র গ্রুপ বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। কারণ ইতিমধ্যে জান্তা সরকারের প্রায় ৪শত সশস্ত্র সদস্য ভারত সীমান্তে প্রবেশ করেছিল। অবশ্য পরে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে গতকাল শনিবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ঘেঁষা টেকনাফ সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে মিয়ানমারের বেশ কয়েকটি এলাকায় থেমে থেমে গুলির বিকট শব্দ শুনতে পায় বলে জানান এপারের স্থানীয়রা। রাখাইন ও কক্সবাজারের স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার ও শনিবার সকালে রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে এদিক-সেদিক যাওয়ার চেষ্টা করেছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গারা যাতে নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ না করে, সে জন্য বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।

সূত্রগুলো আরও জানিয়েছে, রাখাইনে চলমান বিবদমান সশস্ত্র গোষ্টীর সংঘাতের পরিপ্রেক্ষিতে আরাকান রাজ্যের রোহিঙ্গারা বিচ্ছিন্নভাবে দু-এক দিন ধরে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার হওয়ায় তারা পুনরায় তাদের আবাসস্থলে ফিরে গেছে।

সীমান্ত এলাকায় খবর নিয়ে বিভিন্ন সুত্রে জানা যায়, শুক্রবার বিকেল থেকে শনিবার ভোর পর্যন্ত গোলাগুলির শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আবারও ভয়-ভীতি এবং আতঙ্ক বিরাজ করছে। ঘুংধুম সীমান্তের স্থানীয় বাসিন্দারা খুবই আতঙ্কে দিন কাটাচ্ছে।
এর সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ির ঘুংধুম ইউনিয়নের স্থানীয় চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ‘প্রায় বছর দু’য়েক পুর্ব থেকে মিয়ানমার অভ্যন্তরে চলমান অস্থিতিশীলতা দেখে আসছি। মাঝেমধ্যে গোলাগুলির শব্দ আমরা শুনতে পাই। গোলাগুলির শব্দে এপারের স্থানীয়রা নানাভাবে আতঙ্কিত হয়ে পড়ে। কারণ গত বছর মিয়ানমারের অভ্যন্তরীন বিবাদে তাদের ছোড়া গোলা বাংলাদেশ সীমান্তে পড়েছিল যা অবিস্ফোরতি থাকার কারণে বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটেনি। গত বেশ কিছুদিন যাবত আমরা গোলাগুলির শব্দ শুনলেও গতকাল থেকে শুনছিনা। মিয়ানমার অভ্যন্তরীন অশান্তির কারনে বাংলাদেশের অভ্যন্তরে নতুন করে রোহিঙ্গা প্রবেশের সম্ভাবণা উড়িয়ে দেওয়া যায়না। তবে আমাদের দেশের সীমান্ত রক্ষী বাহিনী ( বিজিবি) ব্যাপারটি কড়া নজরদারীতে রেখেছে বলে আমার মনে হয়’।
ভারতের মতো মিয়ানমারের জান্তা বাহিনীর সশস্ত্র সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের কোন সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি সেই সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) আমাদের সীমান্ত পাহারায় কড়া নজরদারীতে আছে বিধায় সেরুপ সম্ভাবনা নেই তবে একেবারে উড়িয়ে দেওয়াও যায় না’।
দক্ষিণের সীমান্তবর্তী টেকনাফেও গোলাগুলির শব্দে সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দা ভয়ে ও আতঙ্কে দিন কাটাচ্ছে বলে জানা যায়।
টেকনাফের উপকুলীয় ইউনিয়নের সাবরাং সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় অধিবাসীদের মধ্যেও ভয় ও আতঙ্ক বিরাজ করছে বলে জানা যায় । কারণ হিসেবে গত কাল শনিবার ভোর রাত থেকে সকাল ৮ পর্যন্ত মিয়ানমার ওপারের সংঘটিত গোলাগুলির বিকট শব্দ শুনতে পায় তারা।
ব্যাপারটি নিশ্চিত করে টেকনাফ হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমেদ আনোয়ারী স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, ‘মিয়ানমার সীমান্ত ঘেঁষা তার এলাকার ওপারে শনিবার সকালে মর্টারশেলের মতো বিকট শব্দ শোনা গেছে। বিষয়টি সীমান্ত এলাকায় দায়িত্বরত কর্তৃপক্ষকে জানিয়েছি’। নতুন করে কোন রোহিঙ্গা অনুপ্রবেশ করছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উক্ত বিষয়টি তার জানা নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ও গোয়েন্দা সূত্র থেকে জানা যায়, মিয়ানমারে সংঘটিত ঘটনায় জড়িত বিদ্রোহী গোষ্টি আরাকান আর্মির সদস্যরা বর্তমান ক্ষমতাসীন জান্তা সরকার বাহিনীর কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ নিজেদের দখলে নিয়ে এসেছে। আর বিদ্রোহী গ্রুপটির কাছ থেকে রাখাইন রাজ্যকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য বিদ্রোহী গোষ্টির সাথে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে জান্তা সরকার।
দেশের শীর্ষস্থানীয় এক দৈনিকের বরাতে জানা যায়, মিয়ানমারের স্থানীয় গণমাধ্যম ‘নারিনজারা’ এর এক প্রতিবেদনে জানিয়েছে,’ গত শুক্রবার আরাকান আর্মি রাখাইনের বন্দরনগরী পকতাও পুরোপুরি নিয়ন্ত্রণের পর ম্রাক উ, মিনবিয়া, কিয়াকতো ও রাথিডং শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সেনাবাহিনীর সঙ্গে তুমুল লড়াই শুরু করে। শুক্রবার ভোরে কালাদান উপত্যকার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা সেনাবাহিনীর নবম কমান্ড এলাকায় হামলা চালালে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই হয়। কিয়াকতো এলাকায় অবস্থিত মিয়ানমার সেনাবাহিনীর নবম কমান্ড এলাকাকে গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচনা করা হয়’।

এ বিষয়ে টেকনাফ ২বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মো.মহিউদ্দীন আহমেদ জানান, টেকনাফ-মিয়ানমার সীমান্তের ওপারে নতুন করে ফের ব্যাপক গোলাগুলি চলছে। তিনি আরো বলেন, গত ২০২৩ সালের ১৪ নভেম্বর থেকে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে ওপারে যুদ্ধ চলছে। এরপর থেকে সীমান্তে নিয়মিত টহল পাটিকে আরো জোরদার করা হয়েছে। পাশাপাশি আমাদের বিজিবি সৈনিকরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, যাতে নতুন করে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে না পারে।

গতকাল দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যে যে উত্তেজনাকর পরিস্থিতি, সেটি আজকে হঠাৎ করে হয়নি। বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলমান রয়েছে। আমাদের সীমান্তরক্ষীরা অনেক আগে থেকেই সেখানে সতর্ক রয়েছেন। তবে রাখাইনে উত্তেজনাকর পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’
নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশে সরকারের অনীহার বিষয়টি ইঙ্গিত করে হাছান মাহমুদ আরও বলেন, ‘মানবতার কারণে রোহিঙ্গাদের তখন স্থান দিয়েছিলাম। যেসব রোহিঙ্গা আমাদের দেশে এসেছে, তাদের কারণে এখানে নিরাপত্তা ও পরিবেশগত সমস্যা তৈরি হয়েছে। শিবিরগুলো উগ্রবাদ ও সন্ত্রাসী গোষ্ঠী বিস্তারের উর্বর ক্ষেত্র হয়ে উঠেছে। এ ছাড়া সন্ত্রাসী গোষ্ঠীগুলো রোহিঙ্গা শিবির থেকে তাদের সদস্য নিয়োগ করার চেষ্টা করে।’

তিনি আরও যোগ করে বলেন, ‘আমরা সব সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছি। তারা আমাদের সঙ্গে আছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে যদি মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করা হয়, তাহলে তারা তাদের নাগরিকদের (রোহিঙ্গা) ফিরিয়ে নিতে বাধ্য হবে।’

বেশ কিছুদিন ধরে মিয়ানমারের বিভিন্ন রাজ্যের সশস্ত্র গোষ্ঠীগুলো একজোট হয়ে দেশটির সামরিক জান্তা সরকারের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে। টানা যুদ্ধে দেশটির বিভিন্ন প্রদেশ ও অনেক গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের আরাকান রাজ্যেও উল্লেখযোগ্যসংখ্যক সীমান্ত ফাঁড়ি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী দখলে নিয়েছে। দেশজুড়ে পাল্টাপাল্টি যুদ্ধে অনেক মানুষ হতাহতের খবরও পাওয়া গেছে। বাংলাদেশ সীমান্তবর্তী স্থানীয় লোকজন মিয়ানমারের অভ্যন্তরীন সংঘর্ষের ঘটনায় ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছে। তবে নতুন করে রোহিঙ্গা ঢল সামাল দেবার জন্য সীমান্ত এলাকায় বিজিবি তীক্ষ্ণ দৃষ্টি রাখছে।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার আর নেই

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার আর নেই

বৈরুতে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ : লেবানন মন্ত্রণালয়

বৈরুতে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ : লেবানন মন্ত্রণালয়

“তরুণ প্রজন্মকে মাদকাসক্তি প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্যে সচেতন থাকতে হবে”

“তরুণ প্রজন্মকে মাদকাসক্তি প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্যে সচেতন থাকতে হবে”

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৫১

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৫১

ভারতের কাছে হেরে ছয়ে নেমে গেল বাংলাদেশ

ভারতের কাছে হেরে ছয়ে নেমে গেল বাংলাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২২৫তম শাখার উদ্বোধন

কুষ্টিয়ার ভেড়ামারায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২২৫তম শাখার উদ্বোধন

বিশ্বব্যাংকের কাছে কারিগরি সহায়তা চায় বিএসইসি

বিশ্বব্যাংকের কাছে কারিগরি সহায়তা চায় বিএসইসি

নববী আদর্শের আলোকে দেশ শাসনে ব্যর্থ হলে মানবতার শান্তি আসবে না-কুমিল্লায় মহাসম্মেলনে মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

নববী আদর্শের আলোকে দেশ শাসনে ব্যর্থ হলে মানবতার শান্তি আসবে না-কুমিল্লায় মহাসম্মেলনে মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

মাদারীপুরে ভ্যানের ধাক্কায় শিশু নিহত

মাদারীপুরে ভ্যানের ধাক্কায় শিশু নিহত

মাদারীপুরে ছাত্র আন্দোলনে অংশ নেয়ার জেরে অর্ধশত ঘর-বাড়ী ভাংচুর, ১০ ঘরে আগুন: আহত ২০

মাদারীপুরে ছাত্র আন্দোলনে অংশ নেয়ার জেরে অর্ধশত ঘর-বাড়ী ভাংচুর, ১০ ঘরে আগুন: আহত ২০

যুক্তরাষ্ট্রের আলাবামায় বন্দুক হামলায় নিহত ৪

যুক্তরাষ্ট্রের আলাবামায় বন্দুক হামলায় নিহত ৪

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে দুই কমিটি

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে দুই কমিটি

ইবিতে ক্লাস চালুর সিদ্ধান্ত

ইবিতে ক্লাস চালুর সিদ্ধান্ত

নোয়াখালী, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম জেলায় নতুন পুলিশ সুপার

নোয়াখালী, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম জেলায় নতুন পুলিশ সুপার

দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় পরাজিত শক্তির দোসররা- খুলনা বিএনপি

দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় পরাজিত শক্তির দোসররা- খুলনা বিএনপি

অবৈধভাবে ভারত গিয়ে ফিরে আসার সময় বিজিবি’র হাতে আটক ৬

অবৈধভাবে ভারত গিয়ে ফিরে আসার সময় বিজিবি’র হাতে আটক ৬

ফের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল বিএসএফ, বাধা বিজিবির

ফের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল বিএসএফ, বাধা বিজিবির

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা

কুষ্টিয়ায় বালুরঘাট দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

কুষ্টিয়ায় বালুরঘাট দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫