যশোরে ধনপোতা ঢিবি দুই হাজার বছর আগের প্রত্নতত্ত্ব নির্দশন : প্রথম ধাপের খনন কাজ শেষ
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৭ পিএম | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৭ পিএম
যশোরের মনিরামপুর ধনপোতা ঢিবি দুই হাজার বছর আগের প্রতœতাত্ত্বিক নির্দশন। প্রাচীন স্থাপনার সন্ধানে প্রায় দু’মাস আগে ধনপোতা ঢিবির খননকাজ শুরু হয়। ২০টি কূপ খনন কাজ শেষ হয়েছে গত মঙ্গলবার। খনন কাজে পোড়া ইটের দেয়াল, মৃৎপাত্র, পাখরের টুকরা, বাটিম পশুর হাড় ও লোহার পেরেক পাওয়া গেছে। খননে বেরিয়ে এসেছে প্রাচীন স্থাপনার চিহ্ন। ধনপোতা ঢিবিতে পাওয়া ইটের সঙ্গে ভরতভায়না, দমদম পীরের ঢিবি, ডারিঝিরা ঢিবি, খুলনা পাইকগাছার কপিলমুনি প্রতœ স্থানের মিল রয়েছে।
জানা গেছে, মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নে ধনপোতা ঢিবির অবস্থান। এর আগে ২০০৬ সালে ভোজগাতী ইউনিয়নে সন্ধান মেলে দমদম পীরের ঢিবির। যা লালমাই পাহাড়ের বৌদ্ধ বিহার সভ্যতার সময়কার। সেই সময় মূলত ধনপোতা ঢিবিরও সন্ধান মেলে। এবার ধনপোতা প্রতœতত্ত্ব অধিদপ্তর খনন করেছে বিরাজ রাজার ধনপোতা বা গুপ্তধনের ঢিবি। এর মাধ্যমে সহ¯্রাধিক বছরের আরও একটি প্রতœতত্ত্ব নিদর্শন যুক্ত হলো যশোরে। তবে, ঢিবিতে প্রাপ্ত স্থাপনা উপাসনালয় নাকি আবাসস্থল সেটি এখন স্পষ্ট নই। গত মঙ্গলবার প্রথম ধাপের খনন কাজ শেষ হলে বুধবার একদিনের জন্য দর্শণার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পুনরায় খনন কাজ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ধনপোতা ঢিবি’র অতীতে জমির মালিক ছিলেন খেদাপাড়া প্রামের পঙ্কজ বিশ্বাসসহ তার গোত্ররা। তারা জানান, ৫৭ শতক এলাকার ঢিবিটি তাদের ঠাকুর দাদাদের পৈত্রিক সম্পদ ছিল। তাদের প্রজন্মের কেউ এখানে (ঢিবিতে) কোনো বসতি দেখেননি। ফলে কিছুদিন আগেও পরিত্যক্ত ঢিবিতে ঝোপঝাড়ে ভরে ছিল।
ধনপোতা ঢিবি সংলগ্ন স্থানীয় বয়েবৃদ্ধ ছলেমান বলেন, বাপ-দাদার কাছ শুনেছেন এখানে বিরাট রাজার বাড়ি ছিল। স্থানীয়রা বলছে, সনাতন ধর্মে বিরাট রাজার ইতিহাস রয়েছে, সেই রাজার বসতি ছিল এখানে। প্রাচীনকালে রাজার বাড়ির পূর্বপাশ দিয়ে প্রবাহিত ছিল স্বরুপ নদী। জাহাজও চলতো সেই নদীতে। তিনি এখানে বসে বিচার কাজ চালাতেন।
প্রতœতত্ত্ব অধিদপ্তর খুলনার ও বরিশাল আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন জানান, প্রায় দুই হাজার বছর আগের মন্দিরের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে ধনপোতা ঢিবি খননে। এ মন্দির সনাতন ধর্মাবলী অথবা বৌদ্ধ ধর্মাবলীদের হতে পারে। প্রাপ্ত প্রতœবস্তু নিয়ে গবেষণার পর পুরো রহস্য উন্মোচিত হবে। খননে প্রাপ্ত ফলাফল যশোর জেলার আদি ইতিহাস পুনর্গঠনে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, সংশ্লিষ্ট প্রতœতাত্ত্বিক বিভাগ গত ১০ ডিসেম্বর হতে এই ধনপোতা ঢিবি খোঁড়া শুরু করে, যা ৩০ জানুয়ারি সমাপ্ত ঘোষনা করা হয়। পরবর্তিতে আবারো খোঁড়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।
এদিকে, বুধবার সকালে ধনপোতা ঢিবি খননে প্রাপ্ত প্রতœবস্তুর একদিনের উন্মুক্ত প্রর্দশনীর অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী। প্রতœতাত্ত্বিক খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন, সহকারি কমিশনার (ভূমি) আলী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা জিএম মজিদ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
একযোগে ৭ শিক্ষা বোর্ড সচিব পদে রদবদল
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ২৮ ফিলিস্তিনি
হাঁটতে পারছেন খালেদা জিয়া, দোয়া চাইলেন দেশবাসীর কাছে
মধ্যরাতে অনশনে যোগ দিলেন জবির অর্ধশতাধিক ছাত্রী
রিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন বার্সা
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ