শুক্রবার জুমা বাদ বিশ্ব জাকের মঞ্জিলে ৪ দিন ব্যাপী বিশ্ব উরশ শুরু হচ্ছে, দেশ বিদেশের মুসুল্লীদের আগমন শুরু
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫১ পিএম | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫১ পিএম
জুমা নামাজ আদায়ন্তে নফল নামাজ এবং পীর ছাহেব হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের রওজা শরিফ জিয়ারতের মাধ্যমে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে ৪ দিন ব্যাপী মহা পবিত্র বিশ্ব উরশ শরিফের সূচনা হচ্ছে শুক্রবার। ইতোমধ্যে দেশ-বিদেশের লক্ষ লক্ষ মুসুল্লিয়ান সহ জাকেরান ও আশেকান এ উরশ শরিফে যোগদানের লক্ষ্যে বিশ^ জাকের মঞ্জিলে পৌছতে শুরু করেছেন। বরিশালÑফরিদপুর ও ঢাকাÑখুলনা জাতীয় মহাসড়কের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে থেকে আটরশির বিশ^ জাকের মঞ্জিল পর্যন্ত সংযোগ সড়ক সমুহে যানবাহান চলাচলে শৃংখলা বিধানে বিপুল সংখ্যক ট্্রাফিক পুলিশ সহ সেচ্ছাসেবকও নিয়োগ করা হয়েছে। দরবার শরিফের অদুরে সব ধরনের যানবাহন পার্কিং-এর লক্ষ্যে বিশাল মাঠ প্রস্তুত করা হয়েছে।
উরশ শরিফ উপলক্ষ্যে ভরতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও বিহার ছাড়াও উত্তর প্রদেশ এবং সুদুর কাস্মির থেকেও বিপুল সংখ্যক জাকেরান ও আশেকান এ দরবারে পৌছতে শুরু করেছেন। শুধু কুচবিহারের সহশ্রাধিক জাকেরানের কাফেলা বিশ^ জাকের মঞ্জিলে পৌছেছে ইতোমধ্যে। এছাড়া বিশে^র বিভিন্ন দেশ থেকেও বিপুল সংখ্যক মুসুল্লী এ উরশ শরিফে অংশ নিচ্ছেন। এ উরশ শরিফ উপলক্ষে ফরিদপুরের আটরশি ও সন্নিহিত গ্রামসমুহের প্রায় ২৫ বর্গ কিলোমিটার এলাকা যুড়ে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এবারো দশটি বিশাল মাঠে প্রতি ঘন্টায় লক্ষাধিক মুসুল্লীর খাবার পরিবেশনের প্রস্তুতি নেয়া হয়েছে। ওযু ও পয়ঃ প্রণালী সুবিধা নিশ্চিতে এ দরবার শরিফে পর্যাপ্ত অবকাঠামো নির্মাণ করা হয়েছে। পুরো এলাকায় ৫০টিরও বেশী সুবিশাল গাড়ী পার্কিং, চিকিৎসা সেবার জন্য হাসপাতালের পাশাপাশি বিপুল সংখ্যক মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। বিশ^ জাকের মঞ্জিল আলীয়া মাদ্রাসার বিশাল ভবনেও বিপুল সংখ্যক মুসুল্লীয়ানের অবস্থানের ব্যবস্থা করা হয়েছে।
বিশ্ব জাকের মঞ্জিলের এ উরশ শরিফে রাত ৩টায় রহমতের সময় থেকে এশা নামাজন্তে ৫শ বার দরুদ শরিফ পাঠ পর্যন্ত দিন-রাতই বিভিন্ন ধরনের এবাদত বন্দেগী সহ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এ উরশ শরিফে নফল নামাজ আদায়, ফাতেহা শরিফ ও খতম শরিফ পাঠ সহ দোয়া মোনাজাত এবং মোরাকাবা মোশাহেদায় অংশ নেবেনে লক্ষ লক্ষ ধর্মপ্রান মুসুল্লীয়ানগন। এক সামিয়ানার নিচে নামাজ আদায় সহ মহান আল্লাহ রাব্বুল আল-আমীনের রাজী খুশির জন্য একযোগে এবাদত বন্দেগীতে অংশ নেবেন সমবেত মুসুল্লীয়ানগন।
উপমাহাদেশের প্রখ্যত সুফি সাধক হজরত খাজা বাকিবিল্লাহ (কুঃছেঃআঃ) ছাহেব এবং তার খলিফা হজরত মুজাদ্দেদ আলফেসানী (রাঃ) ছাহেবের তরিকায়ে নকসবন্দীয়া মুজাদ্দেদিয়া ছিলছিলার জমানার মহা ওলিয়ে কামেল হজরত মাওলানা শাহ সুফী সৈয়দ খাজাবাবা ফরিদপুরী কুঃ ছেঃ আজীজ ছাহেব দীর্ঘ ৫৭ বছর আটরশীর বিশ্ব জাকের মঞ্জিল থেকে ইসলাম প্রচার করে গেছেন। তিনি ছিলেন অধুনা সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরের হজরত মাওলানা শাহসুফী খাজা ইউনুস আলী এনায়েতপুরী কুঃ ছেঃ আঃ ছাহেবর একজন যোগ্য খলিফা।
আপন পীরের নির্দেশে বাংলা ১৩৫৪ সালে খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেব পৈত্রিক নিবাস শেরপুরের পাকুরিয়া গ্রাম ছেড়ে আটরশীতে এসে ইসলাম প্রচার শুরু করেছিলেন। সে সময়ে মাত্র সাড়ে ৬টাকায় ছনের ছাউনি ও সুপারীর খোলের বেড়া দেয়া একটি ঘর কিনে পীর ছাহেব ‘জাকের ক্যাম্প’ প্রতিষ্ঠা করে ইসলাম প্রচার শুরু করেন। পরে তা ‘জাকের মঞ্জিল’ থেকে কালের পরিক্রমায় আজ ‘বিশ্ব জাকের মঞ্জিল’এ রূপ লাভ করেছে। পীর ছাহেব যেদিন আটরশীতে পদার্পন করেছিলেন, তখন এখানের মুসলমানরা ইসলামের বিধান সম্পর্কে ওয়াকেবাহাল ছিলেন না। তারা ঈদ ও কোরবানীর দিন জমিতে যথারিতি কাজে যেতেন। অথচ পুজাÑপার্বনে নতুন জামা কাপড় পড়ে প্রতিমা দর্শনে বের হত। জীবেন শেষ দিন পর্যন্ত পীর ছাহেব আল্লাহ ও রাসুলের বাণী প্রচার করে ২০০১ সালের ৩০ এপ্রিল মধ্যরাতে ওফাত লাভ করেন। বিশ্ব জাকের মঞ্জিলে তার রওজা শরিফ জিয়ারতে সারা বছরই ধর্ম-বর্ণ নির্বিশেষ অগনিত মানুষ সমবেত হন।
বিশ^ জাকের মঞ্জিলে উরশ শরিফ সহ ১২ মাসই রাতের শেষ প্রহরে রহমতের সময়ে পবিত্র কোরয়ান তেলাওয়াতের মাধ্যমে প্রতিদিনের এবাদত বন্দেগীর কার্যক্রমের সূচনা হয়ে থাকে। এরপরে মিলাদ ও দোয়া মোনাজাত ছাড়াও জিকির শেষে জামাতের সাথে ফজরের নামাজ আদায়ন্তে ফাতেহা শরিফ ও খতম শরিফ পাঠন্তে এ দরবারে প্রতিদিনের এবাদত বন্দেগী অব্যাহত থাকছে।
বিশ^ জাকের মঞ্জিলে ৪ দিনব্যাপী উরশে এক কোটিরও বেশী মানুষ সমবেত হবেন বলে আশা করা যাচ্ছে। আগামী মঙ্গলবার বাদ ফজর ফাতেহা শরিফ ও খতম শরিফ আদায়ন্তে পবিত্র কোরআন তোলাওয়াত এবং মিলাদ শেষে পীর ছাহেবের রওজা শরিফ জিয়ারতের নিয়তে পুনরায় ফাতেহা শরিফ পাঠন্তে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। বিশ্ব জাকের মঞ্জিলের পীর ছাহেবের আধ্যাত্মিক উত্তরাধিকারী পীরজাদা আলহাজ খাজা মাহফুজুল হক মুজাদ্দেদী ছাহেব সকল মুমিন মুসলমানকে এ উরশ শরিফে অংশ গ্রহনের দাওয়াত করেছেন।
এ দরবার শরিফে আগত হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ও অন্যান্য সম্প্রদায়ের শান্তিকামী মানুষের জন্যও আলাদা সুবিশাল কম্পাউন্ডে অবস্থানের ব্যবস্থা করা হয়েছে। শান্তিÑশৃংখলা রক্ষায় ৫০ হাজারেরও বেশী সেচ্ছাসেবক পুলিশ ও র্যাব সহ আইনÑশৃঙ্খলা বাহিনীর সহায়ক হিসেবে কাজ করছেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ডেনমার্ক সরকারের আইএফইউ কর্তৃক একেএস খান ফার্মাসিউটিক্যালসে ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ
রাশিয়ার জনগণকে ভালোবাসেন ট্রাম্প!
বিমানবন্দরে রাতভর তল্লাশিতে মেলেনি কিছুই : শাহজালালে ফের বোমা হামলার হুমকি বার্তা
বিপুল কর্মী ছাঁটাই করতে যাচ্ছে সংবাদমাধ্যমগুলো
ইএফডি মেশিনের আগে সব ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনুন
বিএনপিতে চাঁদাবাজ অত্যাচারী ও দখলবাজের কোনো জায়গা নেই : আমান উল্লাহ আমান
নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত
বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতা সুইট গ্রেফতার
সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন
রূপগঞ্জে শীতার্তদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিলেন এসিল্যান্ড
চরনিখলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঝুলছে তালা
মাদক চাঁই রুবেল দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
দুর্নীতির মামলায় খুলনার সাবেক এমপি মিজানুর রহমান কারাগারে
সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দ
জুলাই বিপ্লবে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে
এপ্রিলে অনুষ্ঠিত হচ্ছে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে-২০২৫
নারায়ণগঞ্জে কিউলেক্স মশার উপদ্রবে নাজেহাল নগরবাসী
স্বতন্ত্র বিধিমালা ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান
নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন : নবীন পুলিশদের আইজিপি