বিক্রি করবো দই, কিনবো বই একুশে পদক পাওয়া জিয়াউল হক
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৫ পিএম | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৫ পিএম
কথায় বলা হয়, জন্ম হউক যথাতথা কর্ম হউক ভাল। বেকার হয়ে বাবা মার ঘাড়ে বসে খাওয়ার চেয়ে কোন ছোট কাজ করে কিছু ইনকাম করা অনেক ভাল। ভিয়েতনাম প্রেসিডেন্ট হোচিমীন ঝাড়ুদার থেকে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট স্টালিন প্রথমে মুচির কাজ করতেন। জার্মানির প্রেসিডেন্ট এডলফ হিটলার মেথরের কাজ করতেন। বৃটেনের প্রধানমন্ত্রী ম্যাক ডোনাল্ড ক্ষেতে মজুরের কাজ করে ৩ বার বৃটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্র এর আব্রাহাম লিংকন খেয়াঘাটের মাঝি ছিলেন। আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের দাদা কাঠুরিয়া ছিলেন। ভারতের এপিজে আবদুল কালাম পত্রিকার হকার থেকে প্রেসিডেন্ট হয়েছিলেন। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জিমিকার্টার চীনা বাদাম বিক্রি করতেন। সে যাই হউক আব্রাহাম লিংকন প্রেসিডেন্ট হিসেবে প্রথম যেদিন অফিস করে স্বাগত বক্তব্য দিচ্ছিলেন এক ভদ্রলোক, যিনি একজন নামজাদা স্থপতি উঠে বেশ দর্প আর তাচ্ছিল্যের ভঙ্গীতে বলে উঠলেন মি. লিংকন আপনার ভুলে যাওয়া উচিত হবে না যে আপনার বাবা আমার পরিবারের জন্য জুতো তৈরী করতো।
সমস্ত সিনেট বিস্ময়ে হতবাক হয়ে গেলো কেউ কেউ বিদ্রুপের হাঁসিও ছুঁড়লো। তারা এমনিতেই মেনে নিতে পারছিলনা কেন একজন মুচির সন্তান প্রেসিডেন্ট হবে। কিন্তু লিংকন নির্বিকার। তিনি লোকটির চোখে চোখ রেখে স্পষ্ট করে বললেন, স্যার, আমি খুব ভালো করেই জানি আমার পিতা আপনার পরিবারের জন্য জুতো তৈরী করতেন। শুধু আপনার কেন এখানে এরকম অনেকেই আছেন যাদের পরিবারের জন্য বাবা জুতো তৈরী করতেন। জুতো বানাবার ব্যাপারে তিনি ছিলেন একজন জিনিয়াস। আমি জানি এবং বিশ্বাস করি আমার বাবা যে কাজটি করতেন তা পুরো দরদ দিয়েই করতেন, শুধু গ্রহিতার সন্তুষ্টির জন্য নয়, তার নিজের সন্তুষ্টির জন্যও। তিনি এমন এক অদ্ভুত নির্মাতা ছিলেন যে আজ পর্যন্ত তাঁর নির্মাণ নিয়ে কোন প্রশ্ন ওঠেনি বা কেউ অভিযোগ করেনি। আপনার কি কোন নির্দিষ্ট অভিযোগ আছে? তাহলে বলুন, আমি আপনার জন্য আর এক জোড়া জুতো তৈরী করে দিব। আমি নিজেও জুতো বানাতে পারি। পুরো সিনেট স্তম্ভিত! কি ধরনের লোক আব্রাহাম লিংকন!! কথাটা যিনি বলেছিলেন তিনি মুখ লুকোবার জায়গা খুজছেন, কিন্ত লিংকন ছাড়লেননা। তিনি বললেন, আপনি এখন বোবা হয়ে গেলেন কেন? আপনি আমাকে বোকা বানাতে চেয়েছিলেন, এখন চারিদিকে চেয়ে দেখুন কতটা বোকা আপনি নিজেকে বানিয়েছেন। কোন কাজ ছোট নয়। ছোট সে, যে কাজকে ছোট ভেবে অহেতুক বিদ্রুপ করে।
দই বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করা চাঁপাইনবাবগঞ্জের এক অতি সাধারণ জিয়াউল হক এ বছর সমাজসেবায় একুশে পদক পেয়েছেন। এ নিয়ে এলাকায় বইছে আনন্দের বন্যা, অনেক দূরদুরান্ত থেকে দেখতে, কথা বলতে, সেলফি তুলতে আসছে মানুষ।
সাধারনভাবে জীবন ধারণ করা এ মানুষটি তাঁর পেশার প্রতি কতটা আন্তরিক তা না দেখলে বুঝা যাবে না। তাঁকে দেখে অবাক হওয়ার মত কিছুই নাই, একজন জিয়াউল হক এভাবেই নীরবে নিভৃতে কাজ করে যায় এই সমাজ এবং দেশের জন্য। বাইরের চাকচিক্য তাকে একদম টানে না, তারা এরকমই হয়।
তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে । তিনি ১৯৬০ সাল থেকে অদ্যাবধি মানুষের মাঝে বই, কাপড়, বাড়ির নির্মাণ সামগ্রীসহ তাঁর সমস্ত কিছু বিলিয়ে চলেছেন। মাত্রই চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়তে পারা এই জিয়াউল হকের বাড়িতে প্রায় ১৫০০০ বইয়ের সমন্বয়ে ১টি লাইব্রেরি রয়েছে, যা সকলের জন্য উম্মুক্ত। ইতিপূর্বে তাঁকে "সাদা মনের মানুষ" উপাধি দেয়া হয়েছে। একুশে পদক পাওয়া আগ পর্যন্ত পুরো জেলায় একজন সাদা মনের সহজ সরল ও সৎ মানুষ বলে পরিচিত ছিলেন।
মোটকথা মানুষের পরিচয় তার পদ পদবী উচ্চ ডিগ্রী পেশা বা পোশাকে নয়, মানুষের পরিচয় তার কর্মে। প্রবাদ আছে, জন্ম হউক যথাতথা কর্ম হউক ভাল। মানুষ বড় হয়ে থাকেন তার কৃত কর্মের কারনে। তার জ্বলন্ত উদাহরণ আজকের পুরো দেশবাসীর গর্ব একজন দই বিক্রেতা জিয়াউল হক। তার কথা বেচবো দই, কিনবো বই। কি সুন্দর কথা।
শ্রদ্ধা, ভালোবাসা, প্রশাংসায় ভাসছেন সাদা মনের মানুষ জিয়াউল হক। তার সুস্থ্য সুন্দর ও দীর্ঘায়ু কামনা করছেন অনেকে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত