সিংগাইর এলজিইডি অফিসের সার্ভেয়ার যখন উপ-সহকারী প্রকৌশলী!
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৫ পিএম | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৫ পিএম
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা এলজিইডি অফিসের সার্ভেয়ার হয়েও আব্দুল মালেক উপ-সহকারী প্রকৌশলী পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। ওই পদে একাধিক প্রকৌশলী থাকা সত্ত্বেও মালেকের দাপটে অন্যরা কোনঠাসায়। তার তত্ত্বাবধানেই চলছে ৩ টি স্কুল ভবন নির্মাণ ,প্রায় ডজন খানেক ব্রীজ, একাধিক রাস্তা সংস্কার ও উন্নয়ন প্রকল্পের কাজ । চলমান প্রকল্পগুলো বাস্তবায়নে উপ-সহকারী প্রকৌশলীর পরিবর্তে সার্ভেয়ার আব্দুল মালেককে বেশিরভাগ কাজের সুপারভিশন অফিসার করা হয়েছে। স্কীম তথ্য বোর্ডেও সার্ভেয়ার মালেককে দেখানো হয়েছে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে। বিষয়টি নিয়ে অফিস স্টাফ , স্থানীয় জনপ্রতিনিধি ও বিজ্ঞ মহলে চলছে গুঞ্জন। সেই সাথে কাজের গুণগত মান নিয়েও ওঠেছে নানা প্রশ্ন।
অনুসন্ধানে জানা গেছে, প্রায় তিন বছর আগে আব্দুল মালেক সার্ভেয়ার হিসেবে সিংগাইর উপজেলা প্রকৌশল অফিসে যোগদান করেন। এরপর থেকে উপজেলা প্রকৌশলীর আশীর্বাদপুষ্ট হয়ে বৃহত্তর ঢাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৩ ও ৪ এর আওতায় প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে আরসিসি ব্রীজ,গার্ডার ব্রীজ এবং স্লাব ব্রীজসহ বেশিরভাগ কাজের সুপারভিশন অফিসার হিসেবে দায়িত্ব দেয়া হয় তাকে। তার অধীনে চলমান প্রকল্পগুলো হচ্ছে, সিংগাইর-মানিকনগর-সিরাজপুর সড়কের পৌর এলাকার নয়াডাঙ্গী ২টি, ঝিগাতলা ১টি, সায়েস্তার বান্দাইলে ১টি, মানিকনগর-বাস্তা সড়কের জামির্ত্তায় ১টি, চান্দহর নদীর ওপর ১টি, ধল্লার খাসেরচরে ১টি ও হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পার্শ্ব রাস্তার সংযোগ সড়কের জায়গীর, ভূমদক্ষিণ, দেওলী ও বাইমাইলে ৪টি ব্রীজ। এছাড়া বকচর ঋষিপাড়া থেকে পারিল নওয়াধা সড়ক সংস্কার, চারিগ্রাম থেকে গোলাইডাঙ্গা-বাস্তা সড়ক সংস্কারেও অনিয়মসহ নি¤œমানের কাজ করার অভিযোগ রয়েছে । আর প্রতিটি প্রকল্প থেকে বরাদ্দকৃত টাকার মোটা দাগের একটা অংশ সার্ভেয়ারকে দেয়ার বাধ্যবাধকতা রয়েছে বলেও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। আর এ জন্যই সংশ্লিষ্ট ঠিকাদাররা পাচ্ছেন বাড়তি সুবিধা।
সরেজমিন দেখা যায়, জামির্ত্তার ব্রীজের জন্য পাইলিং ভাঙ্গা ব্যবহৃত পাথর স্তূপ করে রাখা হয়েছে। এছাড়া থিকনেস , সিলেকশন বালু , সিমেন্টের পরিমাণ কম দেয়া , তিন ফুটের স্থলে নামে মাত্র সোল্ডার দেয়া, প্রকল্প স্থানে তথ্য বোর্ড না লাগানোসহ নিন্মমানের সামগ্রী দিয়ে চলছে প্রকল্পগুলোর কাজ। নির্মাণাধীন ঝিগাতলা, জামির্ত্তা ও জায়গীর ব্রীজের কোনো স্কীম তথ্য বোর্ড লাগানো হয়নি। একই সাথে এতগুলো প্রকল্পের সুপারভিশন অফিসার হিসেবে দায়িত্বপালন করতে গিয়ে সার্ভেয়ার আব্দুল মালেক সহযোগী হিসেবে ইলেকট্রিশিয়ান মোয়াজ্জেম হোসেন ও এলসিএস (লেবার কন্ট্রাক সোসাইটি) সুপারভাইজার সৌরভকে কাজে লাগিয়েছেন। মোয়াজ্জেম হোসেন নিজেকে সাইট ইঞ্জিনিয়ার দাবী করে কাজগুলো তদারকি করছেন। বিনিময়ে তারাও পাচ্ছেন বাড়তি সুবিধা। এলজিইডি অফিসে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী, কার্য সহকারী ও অন্যদের মধ্যে এ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এ প্রসঙ্গে আব্দুল মালেক প্রথমে নিজেকে উপ-সহকারী প্রকৌশলী স্বীকার করে পরক্ষণেই বলেন, আমার পদ-পদবী সব জায়গায়ই সার্ভেয়ার। উপজেলা ইঞ্জিনিয়ার তার কাজ তোলার জন্য কার্য সহকারী, ইলেকট্রিশিয়ান ও কম্পিউটার অপারেটরসহ সবাইকে নিয়েই করেন। ২% কমিশন গ্রহণের কথা অস্বীকার করে তিনি আরো বলেন, আমরা কোনো নি¤œমানের কাজ অ্যালাও করি না।
এলজিইডি অফিসে কর্মরত একাধিক উপ-সহকারী প্রকৌশলী বলেন, অনেকগুলো কাজই সার্ভেয়ার আব্দুল মালেকের নামে। আশীর্বাদপুষ্ট হলে যা হয়। আমাদের নামেও দু’একটা করে কাজ আছে। এছাড়া আব্দুল মালেক সম্পর্কে তারা আর কোন মন্তব্য করতে রাজি হননি। বিষয়গুলো নিয়ে উপজেলা ইঞ্জিনিয়ারকেও জিজ্ঞেস করতে বলেন তারা।
সিংগাইর উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ ইসমাইল হোসেন বলেন, আব্দুল মালেক পোস্টে একজন সার্ভেয়ার হলেও নিয়মের মধ্যেই উনি কাজ করছেন। আমার জনবল সমস্যা ও কাজের চাপ বেশি থাকলে যে কাউকে ইঙ্গিত করতে পারি। ইলেকট্রিশিয়ান ও এলসিএস দিয়ে কাজ তদারকির বিষয়ে তিনি আরো বলেন, তাদেরকে সেভাবেই গড়ে তোলা হয়েছে। আমরাও সাথে থাকি। ঠিকাদারদের কাছ থেকে কমিশন গ্রহনের কথা তিনি অস্বীকার করেন।
এ ব্যাপারে মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়জুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আপনার এতো প্রশ্নের উত্তর দিতে রাজি না। তবে কাকে দিয়ে প্রকল্পের সুপারভিশন করাবেন সেটা উপজেলা ইঞ্জিনিয়ারের দায়িত্ব।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
নোয়াখালীর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান বাবলু আটক
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়