মসিক নির্বাচন: সকল প্রস্তুতি সম্পন্ন, আজ ভোট
০৯ মার্চ ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৯ মার্চ ২০২৪, ১২:০৪ এএম
আজ ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচন। ভোটারদের মধ্যে চলছে নানা বিচার-বিশ্লেষণ। অবাধ ও সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। নির্বাচনি বিধি অনুযায়ী বৃহস্পতিবার রাত ১২টায় শেষ হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম।
এর আগে শেষ মুহূর্তের প্রচারে দিনভর ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা। মিছিল, শোডাউন, গণসংযোগ ও সমাবেশসহ প্রার্থীরা ভোটারদের কাছে শেষ মুহূূর্তে আরেকবার ভোট প্রার্থনা ও দোয়া চেয়েছেন। বৃহস্পতিবার দেখা গেছে প্রার্থীদের পক্ষে এজেন্ট নির্ধারণ করাসহ ভোটকেন্দ্রগুলোকে ঘিরে ভোটের দিন মাঠে কারা কাজ করবেন-তা নির্ধারণ করতে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রার্থীরা। প্রার্থীদের নির্বাচন পরিচালনা ক্যাম্পগুলোতে বৃহস্পতিবার দিনভর কর্মী-সমর্থকদের ভিড় দেখা গেছে। দিনভর হয়েছে খণ্ড খণ্ড মিছিল। দুপুর গড়াতেই পুরো সিটি এলাকা মিছিলের নগরীতে পরিণত হয়।বিভিন্ন স্থানে চা স্টল, কফি হাউস, মোড়ের দোকান, রেস্টুরেন্ট, বাজার, পার্ক এবং যানবাহনসহ জনসমাগম ঘটে এমন স্থানগুলোতে মানুষকে সিটির ভোট নিয়ে নানা ধরনের আলাপ-আলোচনা করতে দেখা গেছে। সব স্থানেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল শনিবারের সিটি ভোট। কে হতে পারেন মেয়র, কে কাউন্সিলর আর কে-ই বা হবেন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর-এসব নিয়ে চলে নানা বিশ্লেষণ। তবে মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে লড়া সদ্য পদত্যাগী মসিকের প্রথম মেয়র, মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটুই প্রচারে এগিয়ে থাকার পাশাপাশি ভোটের আলোচনায়ও আছেন শীর্ষে। গতকাল প্রচারের শেষ দিনেও তিনি ব্রহ্মপুত্র নদে নৌকা মিছিল করেন। তার সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেন আরেক আওয়ামী লীগ নেতা হাতি প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কি টজু। তবে একই দলের চার নেতা প্রার্থী হলেও নির্বাচনি প্রচারে কোনো সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনের শুরু থেকে অদ্যাবধি জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেসামুল আলম ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে চললেও ভোটের ক্ষেত্রে শেষ পর্যন্ত কতটা প্রভাব ফেলতে পারবেন তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে ভোটারদের মধ্যে।তফসিল ঘোষণার পর থেকে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রচারে থাকা প্রার্থীরা জানান, ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলেছে। জয়ের ব্যাপারে সবাই শতভাগ আশা ব্যক্ত করেছেন। ভোটাররা জানান প্রত্যেক প্রার্থীই একাধিকবার তাদের কাছে ভোট চাইতে এসেছেন। বিচার বিবেচনায় এদের মধ্যে যাদের যোগ্য ও ভালো মনে করবেন এবং আস্থা রাখা যায় এমন প্রার্থীকেই তারা ভোট দিয়ে বিজয়ী করবেন। একই সঙ্গে স্থানীয় ভোটাররা চান সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ। সিটি করপোরেশনে যোগ হওয়া উন্নয়নবঞ্চিত নতুন এলাকার বাসিন্দারা এবার বিশেষভাবে বিবেচনায় রাখছেন সে প্রার্থীদের ওপর যারা তাদের এলাকার উন্নয়নে সময় দেবেন-এমন প্রার্থীর ওপর। তবে এতসব জল্পনা-কল্পনার অবসান হবে আর মাত্র ৪৮ ঘণ্টা পরেই।অন্যদিকে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট আয়োজনের সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম।নগরীর ৩৩টি ওয়ার্ডের ১২৮টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা । নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ১২৮টি কেন্দ্রের মধ্যে সাধারণ ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে ভাগ করে ভোটকেন্দ্রে আনসার, ভিডিপি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও নির্বাচনি এলাকায় ভোটগ্রহণের সময় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে পুলিশ, এপিবিএন, আনসার ব্যাটালিয়ন, বিজিবি ও র্যাব সদস্যরা। প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচন কমিশন মোহাম্মদ আলমগীর স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করে বলে গিয়েছেন, ভোটগ্রহণের সময় যদি কোনো ভোটকেন্দ্রে অনিয়ম বা গোলযোগ হয় তবে তাৎক্ষণিকভাবে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে এবং পরবর্তী সময়ে দিন ধার্য করে কেন্দ্রে ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করা হবে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ময়মনসিংহ সিটির ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করবেন তাদের পছন্দের প্রার্থীকে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি: দোয়া চাইলেন তারেক রহমান
মাঘের শুরুতে আবার আসছে শৈত্যপ্রবাহ
আজহারীর মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে করাচিতে
পুলিশ পরিচয়ে ছিনতাইকালে বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
ফ্যাসিস্টের দোসর সোহানা সাবা পেল ভারতে বড় দায়িত্ব
সংস্কারের কিছু প্রস্তাবে অসন্তোষ বিএনপির
মাগুরার শ্রীপুরে কৃষক দলের বিশাল কৃষক সমাবেশ
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী?
টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমল
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজারসহ ৬ জন গ্রেফতার
টিউলিপের পতন, এক রাজনৈতিক অধ্যায়ের অবসান
অভিষেকের আগে শি জিনপিংকে ট্রাম্পের ফোন
সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স
বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার
আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা
টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩
৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
আল-শারা ও শেখ মোহাম্মদের ঐতিহাসিক টেলি-আলোচনা