ব্যাচের নামকরণ নিয়ে শাবি ছাত্রলীগের ধাওয়া- পাল্টা ধাওয়ায় আহত দুই
০৯ মার্চ ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৯ মার্চ ২০২৪, ১২:০৪ এএম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০২১-২২ সেশনের ব্যাচের ইন্ট্রোকে সামনে রেখে নামকরণ করাকে কেন্দ্র করে অন্তর্কোন্দলে জড়িয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মামুন শাহ ও খলিলুর রহমানের কর্মীরা। শুক্রবার ( ৮ মার্চ) বিকেলে শাহপরান হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে পর্যায়ক্রমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়েছে তারা। এতে মামুন শাহের দুই অনুসারী আহত হয়ে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা যায়। আহতরা হলেনন, নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ সেশনের আরিফ ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের আশফাকুর।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. কামরুজ্জামান চৌধুরী গণমাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ব্যাচের নামকরণ নিয়ে তাদের মাঝে কোন্দলের সৃষ্টি হয়। একজনের নাম পছন্দ না হওয়ায় শাহপরান হলের গেস্ট রুমে তর্কের সৃষ্টি হয় এবং সেখান থেকে দুই পক্ষের ঝামেলা বাঁধে। পরে প্রক্টরিয়াল বডি সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২০২১-২২ ব্যাচের নামকরণ নিয়ে ওই ব্যাচের মেসেঞ্জার গ্রুপে পরিসংখ্যানের বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সামজিক বিজ্ঞান অনুষদের সহ-সভাপতি মামুন শাহ’র সমর্থক তানভীর ইশতিয়াক অযাচিত মন্তব্য করেন। পরবর্তীতে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ইশতিয়াককে শাহপরান হলে ডাকেন সমাজবিজ্ঞান বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমানের সমর্থক শান্ত তারা আদনান। সেখানে মীমাংসার জন্য বসলে হলের গেস্ট রুমে মামুন শাহ’র সমর্থক ও ইংরেজী বিভাগের ২০২০-২১ সেশনের তৈমুর সালেহীন তাউসের সঙ্গে খলিলুর রহমান ও সজীবুর রহমানের গ্রুপের সিনিয়রদের তর্কাতর্কি বাধে। পরবর্তীতে বেলা ৫টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে খলিলুর রহমানসহ কয়েকটি গ্রুপের সমর্থকরা গেলে মামুন শাহয়ের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে। এসময় উভয়পক্ষকে ইটপাটকেল ছুড়াছুড়ির পাশাপাশি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। এক সময় ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে মামুন শাহ’র দুজন সমর্থক আহত হন।
এ বিষয়ে মামুন শাহ’র সমর্থক তানভীর ইশতিয়াক বলেন, ব্যাচের নামকরণ পছন্দ না হওয়াতে আমি কথা বলেছিলাম। পরে শান্ত তারা আদনান আমাকে শাহপরাণ হলে ডেকে নিয়ে শাসায় ও সিনিয়রদেরকে নিয়ে আমাকে মারতে আসে। পরে আমি আমার গ্রুপের ভাইদের জানাই। তাঁরা আমাকে সেখান থেকে নিয়ে যায়। পরবর্তীতে বঙ্গবন্ধু হলের সামনে গিয়েও আদনানরা আমাদের সাথে ঝামেলা করে।
খলিলুর রহমানের সমর্থক শান্ত তারা আদনান বলেন, ব্যাচের নামকরণ নিয়ে ঝামেলা হওয়াতে মীমাংসার উদ্দেশ্যে বসা হয়। সেখানে সেটা মীমাংসাও হয়। কিন্তু পরে ইশতিয়াক তার গ্রুপের সমর্থকদের নিয়ে ঝামেলা বাধায়। সংঘর্ষের সময় আমার হাতে কোনো অস্ত্রশস্ত্র ছিল না।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা খলিলুর রহমান গণমাধ্যমকে বলেন, ২০ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে নামকরণ নিয়ে মেসেঞ্জার গ্রুপে ঝামেলা হয়। পরবর্তীতে তারা মীমাংসার জন্য বসেছিল । সেখানে ওদের মধ্যে তর্কাতর্কি হয়, পরে সংঘর্ষ বাধে। প্রক্টরিয়াল বডি ও ছাত্রলীগের সিনিয়ররা গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এদিকে মন্তব্য জানতে মামুন শাহকে একাধিকবার ফোন দেয়া হলেও তাকে পাওয়া যায় নি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
পুলিশ পরিচয়ে ছিনতাইকালে বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
ফ্যাসিস্টের দোসর সোহানা সাবা পেল ভারতে বড় দায়িত্ব
সংস্কারের কিছু প্রস্তাবে অসন্তোষ বিএনপি
মাগুরার শ্রীপুরে কৃষক দলের বিশাল কৃষক সমাবেশ
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী?
টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমল
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজারসহ ৬ জন গ্রেফতার
টিউলিপের পতন, এক রাজনৈতিক অধ্যায়ের অবসান
অভিষেকের আগে শি জিনপিংকে ট্রাম্পের ফোন
সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স
বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার
আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা
টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩
৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
আল-শারা ও শেখ মোহাম্মদের ঐতিহাসিক টেলি-আলোচনা
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা, নেই নরেন্দ্র মোদি
বাণিজ্য উপদেষ্টা কালোবাজারি সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছেন: ডা. ইরান
ভারতে ১২ মাওবাদীকে হত্যা
মার্কিন যুক্তরাষ্ট্রে রবিবার থেকে বন্ধ হতে পারে টিকটক