জমিসংক্রান্ত বিরোধে দিনমজুরের বাড়িতে হামলা ভাংচুর ও আগুন দেওয়ার অভিযোগ
০৯ মার্চ ২০২৪, ০৪:২৮ পিএম | আপডেট: ০৯ মার্চ ২০২৪, ০৪:৩৪ পিএম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে
এক দিনমজুরের বাড়িতে হামলা ও ভাংচুরের পর ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার ওই হামলা ও আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।
সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, উপজেলার সদর ইউনিয়নের সৈয়দ ভাকুরী গ্রামের দিনমজুর কিতাব আলীর (৬০) একটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘরের ভিটেতে পরে আছে আগুনে পুড়া বিভিন্ন সামগ্রী। পুড়া ধ্বংসাবশেষ থেকে কিছু বাঁচানোর চেষ্টা করছেন তার পরিবার। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ততক্ষণে আগুনে অনেককিছু পুড়ে যায়। পরে আমরা আগুন পরিপূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি। শুক্রবার এমনই একটি ঘটনাটি ঘটলেও এরিপোর্ট লেখা পর্যন্ত কোন আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
তবে এমন ঘটনাকে সাজানো নাটক বলে দাবি করছেন কিতাব আলীর চাচাতো ভাই আব্দুল করিম। আব্দুল করিম বলেন, কিতাব আলী ওরফে কিতুর সাথে অনেকদিন ধরে আমাদের জমিসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। কিতু আইনগতভাবে আমাদের সাথে পেরে উঠতে না পেরে নিজের ঘরে নিজে আগুন দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।
দিনমজুর কিতাব আলীর ছেলে সজিব মিয়া বলেন, আমরা বাড়িতে না থাকায় সুযোগ বুঝে আমার চাচাতো ভাই কাইয়ুমের নেতৃত্বে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে ঘরে আগুন লাগিয়ে দেয়। যে ঘরটিতে আগুন লাগিয়েছে সেই ঘরটির একপাশে আমি থাকতাম। আরেক পাশে রান্না-বান্না করা হতো। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্ত কাইয়ুম বলেন, বাড়ির পূর্বে সোহাগী বাজারে আমার একটি জরুরি কাজ থাকায় আমি সকালে জুমার নামাজের প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে চলে যাই। কিছুক্ষণ পর বাড়ি থেকে ফোন আসে কিতু চাচা নিজের ঘরে নিজে আগুন দিয়ে ডাক চিৎকার করছে। আমি তাড়াতাড়ি বাজার থেকে এসে দেখি তাদের বাড়িতে ফায়ার সার্ভিসের লোকজন ও পুলিশ এসেছে। তাদের সাথে আমাদের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। এটা মূলত একটা সাজানো নাটক। তারা নিজের ঘরে নিজে আগুন দিয়ে আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে।
ভুক্তভোগী দিনমজুর কিতাব আলী বলেন, জমিসংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে আমার চাচাতো ভাই আব্দুল করিম ও মতি মিয়া তাদের ছেলেদের সাথে নিয়ে আমাকে প্রথমে মারধর করে। পরে আমি আত্মরক্ষার জন্য দৌড় দিয়ে বাড়ির পাশে একটি মোড়ে চলে যায়। সেখান থেকে শুনতে পাই তারা দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে ঢুকে হামলা ও ভাংচুর করে। শুধু হামলা করেই তারা থেমে থাকেনি সাথে সাথে ঘরে আগুন ধরিয়েও দেয়। তখন আমি ফায়ার সার্ভিস কে ফোন দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমি গরিব মানুষ তাই তারা কিছুদিন পর পর আমার ওপর এভাবেই হামলা চালায়। আমি এদের কঠির বিচার চাই।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
অল্পতেই গুটিয়ে গেল পাকিস্তান
প্রতিবেদন দেখে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেয়া হবে : উপদেষ্টা নূরজাহান বেগম
সিংগাইরে কৃষকদলের নতুন কমিটি গঠন
আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের ময়মনসিংহ উত্তর জেলার কমিটি গঠন
এটা সত্যি আমি ফেঁসে গেছি: সৃজিত মুখার্জি
গাজার পূর্ণ দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ : আব্বাস
৩৯ হাজার ৯৯৬ হেক্টর জমিতে বোরো আবাদ উৎপাদন হবে ১ লাখ ৭৮ হাজার ৭৪ মেট্রিক টন চাউল
৪ আগস্টের পর মাজার-দরগাহে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ২৩
৭ ম্যাচে ৭৫২ রান, গড় ৭৫২- অবিশ্বাস্য করুনে মুগ্ধ টেন্ডুলকারও
হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
পণ্যবাহী দুটি কার্গো আটক করেছে আরাকান আর্মি
আশুলিয়ায় কৃষক দলের কম্বল বিতরণ
পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়ে ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি সই ইরান-রাশিয়ার
আ.লীগের আমলে উন্নয়নের গালগপ্প শোনালেও ভেতরে ছিল ফাঁপা: উমামা ফাতেমা
লঞ্চ ব্যবসায়ী ছেলের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে ‘তারুণ্যের মেলা’র উদ্বোধন
সুন্দরগঞ্জে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মানবাধিকার লঙ্ঘন বন্ধে প্রয়োজন স্থায়ী সংস্কার: এইচআরডব্লিউ'র প্রতিবেদন
কক্সবাজারে ছাগলনাইয়া সিএনজি শো-রুম মালিক সমিতির নেতৃবৃন্দের সংবর্ধনা
ওপারে ভালো থাকবেন ডেভিড লিঞ্চ