পদ্মায় দুই স্পিডবোটের মধ্যে সংঘর্ষে যুবকের মৃত্যু, ম্যাজিস্ট্রেটসহ আহত ১০
১০ মার্চ ২০২৪, ০৯:৩৫ এএম | আপডেট: ১০ মার্চ ২০২৪, ০৯:৩৫ এএম
শরীয়তপুরে কাঁচিকাটা ইউনিয়ন এলাকায় পদ্মা নদীতে দুটি স্পিডবোটের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার সময় একটি স্পিডবোট থাকা তিনজন ম্যাজিস্ট্রেটসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পদ্মা নদীতে দুটি স্পিডবোটের মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত যুবকের নাম মোক্তার হোসেন গাজী। তিনি উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার মো.বাচ্চুর ছেলে। আহতদের মধ্যে ৬ জনের নাম পাওয়া গেছে।
তারা হলেন- জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও (সাধারণ শাখা ও জেনারেল সার্টিফিকেট শাখা) বাসিত সাত্তার, সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ,ফরমস অ্যান্ড স্টেশনারি এবং প্রবাসী কল্যাণ শাখা) আব্দুলাহ আল মামুন, ভেদরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাফিজ নাদিম, অফিস সহায়ক জুয়েল পাল, হুমায়ূন কবির ও স্পিডবোটের সহকারী মো.সাইফুল।
এদের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তারকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার কাঁচিকাটা ইউনিয়নটি পদ্মা নদীবেষ্টিত। এ ইউনিয়নের মানুষেরা নৌপথে চলাচল করে থাকেন।
রাতে ইউনিয়নটির সাধারণ নির্বাচনের দায়িত্ব পালন শেষে স্পিডবোটযোগে নদী পার হচ্ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তার, আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাফিজ নাদিমসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসময় তাদের বহন করা স্পিডবোটটি ঘাটের কাছাকাছি পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা অপর স্পিডবোটের সাথে সংঘর্ষ হয়। এতে স্পিডবোটে থাকা সবাই আহত হন। তবে অপর স্পিডবোটে থাকা আব্দুল ছাত্তার নামে এক যুবক নিহত হন।
আহতদের উদ্ধার করে ট্রলার যোগে দ্রুত শরীয়তপুর সদর এলাকার একটি বেসরকারি হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তারকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেন, কাঁচিকাটা ইউনিয়ন নদীর ওপারে ৭টি কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়েছিলেন আমাদের তিনজন ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। সেখান থেকে ফেরার পথে অপর একটি স্পিডবোটের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আমাদের তিন ম্যাজিস্ট্রেটসহ স্পিডবোটে থাকা আরও কয়েকজন জন আহত হয়েছেন। অপর স্পিডবোটের এক যুবক নিহত হয়েছেন। আহতদের সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
সুনামগঞ্জে সীমান্তজুড়ে কঠোর অবস্থানে বিজিবি
শামি-বুমরাহকে নিয়েই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল
ঝিনাইদহে নিখোঁজের ৭দিন পর সেপটি ট্যাংকে মিললো যুবকের লাশ
ইসলামী আইনজীবী পরিষদের ১৩তম কেন্দ্রীয় সম্মেলন রবিবার
কমলনগরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩
কুড়িগ্রামে জেলা বিএনপির ১২টি ইউনিট বিলুপ্ত ঘোষণা
তারাকান্দায় বাসের ধাক্কায় আহত-৪
কুয়েটে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আইডিয়া কেস কম্পিটিশন ‘বিজব্যাটেল’
ভারতের ড্রেসিংরুম চ্যাপেল যুগের মতো বিধ্বস্ত: হরভজন
জুনে জাফর-২ ও পায়া উপগ্রহ উৎক্ষেপণ করবে ইরান
আন্দোলনের ইমেজ বিশ্বকে জানাতে হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
সাতক্ষীরা কালিগঞ্জে বাঁশ ও বেত শিল্প প্রায় বিলুপ্ত
দুই যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ৪ সিএনজি চালকের বিরুদ্ধে- গ্রেপ্তার- ১
হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শুরু
শুরু হয়েছে 'শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ সিজন–২ এর রেজিষ্ট্রেশন; কি থাকবে এবারের পর্বে?
‘২০ বছরের অধিক সাজাখাটা বন্দিদের অবিলম্বে মুক্তি দিন’
বাংলাদেশে ঢুকে গাছের ডাল কাটল বিএসএফ, সীমান্তে উত্তেজনা
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ৬ জন গ্রেফতার, ড্রেজার জব্দ
ইরানের সুপ্রিম কোর্টের সামনে বন্দুকধারীর গুলিতে নিহত দুই বিচারক