নাঙ্গলকোটে ”বিজয় এক্সপ্রেস” ট্রেন দুর্ঘটনার ১৫ ঘন্টা পর রেল চলাচল শুরু
১৮ মার্চ ২০২৪, ০৭:০৫ পিএম | আপডেট: ১৮ মার্চ ২০২৪, ০৭:০৫ পিএম
ঢাকা-চট্রগ্রাম রেলপথের হাসানপুর রেলস্টেশনের অদুরে কুমিল্লার নাঙ্গলকোটে শিহর চিওড়া তেজের বাজার নামক স্থানে বিজয় এক্সপ্রেস ট্রেনের নয় বগি লাইনচ্যুত হওয়ার ১৫ ঘন্টা পর সারাদেশের সঙ্গে চট্রগ্রামের রেল যোগাযোগ শুরু হয়েছে। তবে বর্তমানে চট্রগ্রামগামী লাইন (ডাউন লাইন) দিয়ে দুই দিকের ট্রেন চালু করা হয়েছে। দুর্ঘটনার ক্ষতিগ্রস্থ ঢাকামুখী লাইন (আপ লাইন) ঠিক হতে আরো দু‘দিন সময় লাগবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার (১৮ মার্চ) ভোর রাত সাড়ে ৪টার দিকে ট্রেন চলাচলের জন্য ডাউন লাইনকে উপযুক্ত ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ। একই দিন বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন চট্রগ্রাম প্র্বূাঞ্চলীয় রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম।
তিনি জানান, বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার পর আপ লাইন একেবারেই চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। বগিগুলোর বেশিরভাগ ডাউন লাইনে ছিটকে পড়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চট্রগ্রাম ও আখাউড়া থেকে দু‘টি উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। ভোর ৪টা পর্যন্ত প্রায় সাড়ে ৯ ঘন্ট চেষ্টার পর ডাউন লাইনের ওপর পড়া বগিগুলো লাইন থেকে সরানো হয়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ইতোমধ্যে চট্রগ্রামে আটকে থাকা সকল ট্রেন ছেড়ে এসেছে। সেগুলো কাছাকাছি আছে। লাকসাম থেকে সকল ট্রেন নাঙ্গলকোট পর্যন্ত এসে পৌঁছিয়াছে। তিনি আরও বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেন খুব বাজেভাবে লাইনচ্যুত হয়েছে। পুরোপুরি উদ্ধার কাজ শেষ হতে আরো দুয়েকদিন সময় লাগতে পারে। তবে আপাতত ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার উপযোগী করা হয়েছে। দুই লাইনের ট্রেনই ডাউন লাইন দিয়ে চলাচল করবে। আপ লাইন একেবারেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। নতুন করে লাইন তৈরি করা লাগতে পারে। কবে নাগাদ তা ঠিক হতে পারে তা নির্দিষ্ট করে বলা দায়।
এদিকে ট্রেন দুর্ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তদন্ত কমিটিকে দ্রæত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। রোববার বিকেলে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (চট্রগ্রাম) মোঃ সাইফুল ইসলাম এ কমিটি গঠন করেন। এতে প্রধান করা হয়েছে রেলওয়ে পূর্বাঞ্চালের চট্রগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে। পাঁচ সদস্যের কমিটির অন্যরা হলেন, চট্রগ্রাম বিভাগীয় প্রকৌশলী -১ মোঃ আবদুল হানিফ, সঙ্কেত ও টেলিযোগাযোগ কর্মকর্তা জাহেদ আরেফীন পাটোয়ারী , চট্টগ্রাম বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) সাজিদ হাসান এবং বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ( ক্যারেজ ও ওয়াগন) সজীব হাসনাত। তদন্ত কমিটি আজ মঙ্গলবার কাজ শুরু করবেন বলে নিশ্চিত করেছেন, চট্রগ্রাম প্র্বূাঞ্চলীয় রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম।
উল্লেখ্য, রবিবার দুপুর ২টায় নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশনের অদুরে শিহর চিওড়া তেজের বাজার নামক স্থানে বিজয় এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হয়েছেন অন্তত ৩৫ জন। লাইনচ্যুত হওয়ার পর ট্রেনের বগিগুলো ঢাকা-চট্রগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে-ছটিয়ে পড়ে। এছাড়া কয়েকটি বগি পাশ্ববর্তী দু‘টি বাড়িতেও ছিটকে পড়ে। ফলে চট্রগ্রামের সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চট্রগ্রাম লাইনে চলাচলকৃত ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি
বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
মার্কিন মুলুকে নিষিদ্ধ টিকটক, আমেরিকা প্লাটফর্মটি প্রত্যাশা করেঃ মি.বিষ্ট
আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ইনকিলাবে রিপোর্টের পর সরিয়ে দেয়া হলো তিন কর্মকর্তাকে
জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারা সংস্কার শেষ করবে : মির্জা ফখরুল