ফরিদপুরের নগরকান্দার ৩৫ যুবকের সলিলসমাধির পর সালথার ৩৫ যুবকও নিখোঁজ
০৫ এপ্রিল ২০২৪, ০৪:২০ পিএম | আপডেট: ০৫ এপ্রিল ২০২৪, ০৪:২০ পিএম
নগরকান্দার উপজেলার তালমা ইউনিয়নের কৃষ্ণনগর গ্রাম সহ আশপাশের এলাকার ৪৭ জন যুবক দালালদের মাধ্যমে অবৈধ ভাবে লিবিয়া হয়ে ইতালি যাবার পথে ৩৫ জন যুবকের সলিলসমাধি হয়েছে প্রায় এক বছর আগে।এদের মধ্যে ১৭ জন যুবক বিদেশি জাহাজের নাবিকদের হাতে উদ্ধার হয় তিনদিন সাগরে ভেসে থাকার পর। দৈনিক ইনকিলাব এর অনুসন্ধানী টিম সেই ১৭ যুবকের কাছ থেকে ভয়াবহ ঘটনার বর্ণনা।পেয়েছে
এদের পরিবার ও স্বজনদের কান্না আওয়াজে এখনও আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। ঈদের বাকি আর মাত্র ৭ দিন। বাবা হারা সন্তান, স্বামী হারা স্ত্রী, বৃদ্ধ বাবা- মায়ের কান্না কেউ থামাতে পারছেন না। ৩৫ যুবক আর কোন দিনই ফিরবে না জেনেও ফিরে আশার মিথ্যা শান্তনায় থেমে কেঁদে উঠছে শিশু সন্তানরাও।
এবার সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৫ জন যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। জানাযায়, এই ৩৫ জন যুবক। তাদের ও খোঁজ নাই আজকে প্রায় এক বছর। সরেজমিন ৩৫ যুবকের স্বজনদের সাথে আলোচনা কালে এই ৪ প্রতিবেক জানতে পারেন, গত ২৭ মার্চ ২০২২ সালে সকলের বাড়ী থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
গত ২৮ মার্চ ২০২২ তারিখে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর লিবিয়ার উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেন। এরপর দিন তথা ২৯ মার্চ ২০২২ তারিখ সকলে ডুবাই গিয়ে পরিবারের সাথে দোয়া চেয়ে মোবাইল ফোনে কথা বলেন।
এরপর ৩৫ জনকে লিবিয়া নিয়ে সকলের মোবাইল ফোন কেড়ে নিয়ে বাংলাদেশের দালাল গংরা লিবিয়ার গেইম ঘরে আটকিয়ে রাখেন। ২৯ মার্চ ২০২২ তারিখই স্বজনদের সাথে হয় শেষ কথা। এই ঘটনার পর বিগত ১৩ মাসেও কারো সাথেই পরিবারের কোন যোগাযোগ নাই। সেই যে কান্না শুরু। তাদের স্বজনদের কান্না চলছেই।
বিগত ১৩ মাস আগে লিবিয়ে হয়ে ইতালিতে নেওয়ার কথা বলে দালালরা ১২/১৩ লাখ টাকা নিলেও আবারও মুক্তি পনের জন্য চলছে অব্যাহত শারীরিক নির্যাতন চালাচ্ছে অনেকের উপর।
বহু যুবকের উপর মুক্তিপন চেয়ে নির্যাতন চালিয়ে হত্যা করলেও শেষ পর্যন্ত নির্যাতনে মৃ ত যুবকের লা শ টিও ফিরেনি স্বজনের কাছে।
নগরকান্দা জনৈক যুবকে গেইম ঘরে আটকিয়ে হাত পা বেঁধে নির্যাতনের একটা ছবিও আসছে ইনকিলাবের হাতে।
জানাযায়, সালথা উপজেলার বারখাদিয়া গ্রামের আদম ব্যবসায়ী কাম দালাল মোহাম্মদ পারভেজ মোল্লা( ৩৮) মোঃ শহীদ মোল্লা (৪৮) উভয় পিং মৃত শামসুল মোল্লা এবং রিক্তা বেগম (৩৫) লতা বেগম (৩০) উভয় স্বামী
পারভেজ মোল্লা, প্রিয়া আক্তার (১৮),পিং পারভেজ মোল্লা, রিপন মাতুব্বর (৩৬) পিং সিদ্দিক মাতুব্বর, তাসলিমা বেগম (৩০) জং রিপন মাতুব্বর, শহিদ মোল্লা (৫০), সর্ব সাং বারখাদিয়া সালথা ফরিদপুর। এরা সকলে পরস্পরের আত্মীয় এবং একটি মানব পাচারকারী একটি চক্র।
জানাযায়, মোঃ ইউনুস আলী( ২১) পিতা সুজন মোল্লা গ্রাম গোপালিয়া, মোঃ মামুন মাতুব্বর (২২),আকাশ মাতুব্বর গ্রাম গোপালিয়া দক্ষিণপাড়া, মোহাম্মদ তানভীর মোল্লা পিতা ওদুদ মোল্লা, ভাবুকদিয়া,মোহাম্মদপুর হোসেন (২৫) পিতা মোঃ সোহরাব মাতব্বর গ্রাম বড় কাজলী, মোহাম্মদ আনোয়ার হোসেন (৩২),পিতা মোঃ জালাল শেখ, গ্রাম সামদা খোলা, মোঃ শোয়াইব (২২),পিতা মোঃ খোরশেদ মোল্লা, গ্রাম সান্দাখোলা,মোহাম্মদ রিয়াজ (২২),পিতা মোঃ জাহাঙ্গীর, গ্রাম মাজারদিয়া, মোঃ রহিমুল্লাহ (৩২),পিতা মোঃ আবু মোল্লা, গ্রাম মাজার দিয়া, মোহাম্মদ ফিরোজ মোল্যা (৩৪),পিতা মোঃ নান্নু মোল্লা, গ্রাম মাজার দিয়া, মোহাম্মদ তুহিন মোল্লা (২৫),নিজাম মাতুব্বর ইসুবদিয়া, মোহাম্মদ জামাল মাতুব্বর (৩৩)পিতা মোঃ মোস্তফা মাতুব্বর, গ্রামবার খাদিয়া, প্রাথমিক ভাবে উল্লেখিত ১০ জন যুবকের পরিবারে সাথে ইনকিলাবের এই প্রতিবেদকদের সাথে কথা হয়।
এরা আরো জানান, এই পথের জন যুবকের মধ্যে, সালথা নগরকান্দা ভাঙ্গা, সদরপুর উপজেলার ও লোক আছে। এরমধ্যে সালথা গোপালিয়া এলাকার ১৯ জন, বোয়ালমারীর একজন, নগরকান্দার দুজন, ভাঙ্গার তিনজন, সদরপুরের তিনজন যুবক রয়েছে।
এর মধ্যে নিখোঁজ মোঃ রাসেল মোল্লার , পিতা মোঃ সাহেব মোল্লার গ্রাম মাঝারদিয়া,তিনি মানব পাচার আইনে সালথা থানায় যে মামলাটি করছেন, তার মামলার সালথা জি আর নং ২০৩/২৩ বিজ্ঞ আদালতের স্মারক নং ১৫০৫৭/১৩/৮/২৩ইং।
অপর মামলার বাদীনি নিখোঁজ টুটুলের স্ত্রী মোঃ জাহেদা বেগম,সাং বড় কাজুলী,পুরাপাড়া,নগরকান্দা, তার মামলার নগরকান্দা থানার জিআর নং ২৪৮/২০২৩ তারিখ ২১/০১/২০২২ ইং এই মামলায় মানব পাচারকারী পারভেজ গংদের ৭ জনকে আসামি করা হয়।
নিখোঁজ যুবক মোঃ টুটুল হোসেন,এর আপন বোন রাশিদা পিতাঃ ছোরাপ মাতুব্বর, সাং বড়কাজুলী,পুরাপাড়া,নগরকান্দা, তিনি গত ২১/০১/২০২২ ইং তারিখ ফরিদপুর বিজ্ঞ মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল,ফরিদপুর এর আদালতে মানব পাচারকারী পারভেজ গংদের বিরুদ্ধে তথা ৮ জনের নামে একটি নালিশী পিটিশন দাখিল করেন।
অপরদিকে, নিখোঁজ মোঃ রাসেল মোল্লার পিতা মোঃ সাহেব মোল্যা সাং মাঝারদিয়া,থানা সালথা নিজে বাদী হয়ে মানব পাচারকারী পারভেজ গংদের বিরুদ্ধে তথা ৪ জনকে আসামি করে, "বিজ্ঞ মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল,ফরিদপুর আদালতে অপর একটি নালিশী কোর্ট পিটিশন দাখিল করেন।
এর মধ্যে কিছু কিছু মামলা চলমান আছে এবং কিছু মামলার তদন্ত চলছে। উল্লেখিত মামলার বাদী এবং বাদীনি গন ইনকিলাব কে জানিয়েছেন, ঘটনার ৭ দিন পর থেকে পাচারকারী কেউ আমাদের স্বজনদের সাথে যেমন মোবাইলে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, তেমনি দালালরাও কেউ আমাদের সাথে কোননরকম যোগাযোগ করছেন না।
আমরা বিগত ১৩ মাসেও জানতে পারিন আমাদের ছেলে সন্তান,বা স্বামী তারা আদৌও বেঁচে আছে কিনা? সকল পরুষ ও মহিলা দালালদের যোগাযোগের নম্বর বন্ধ। বাড়ী ঘরেও কেউ নাই।
এদের মধ্যে স্বজন হারা আজিজুল মোল্লা, মোঃ সাহেব মোল্লা, ওয়াদুঁদ মোল্লা, মোসাম্মদ রাশিদা বেগম,মোঃ সাহেব মোল্লা, মোসাঃ জাহেদা বেগম ইনকিলাব বলেন,নগরকান্দার তালমার ৪৭ জন যুবকের মধ্যে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ট্রলার ডুবিতে মারা গেছে। এটা তাদের শেষ শান্তনা এবং শেষ কান্না। কিন্তু আমদের সন্তানরা মারাগেছে নাকি জেলে আছে, অথবা দালালদের আস্তানায় আটক আছে এই খবরটাও জানতে পারেননি। আমরা সরকারের কাছে বিশেষ ভাবে অনুরোধ করছি আমাদের এই খবরটা জানার জন্য আপনাদের দয়া ভিক্ষা চাই।
অপরদিকে, নগরকান্দা তালমা ইউনিয়নের কৃষ্ণ নগর গ্রাম সহ আশপাশের ৪৭ জন যুবকের মধ্যে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ট্রলার ডুবিতে ৩৮ যুবক মারা যাবার খবর তাদের পরিবার নিশ্চিত হয়েছে একটি টেলিভিশন খবরের মাধ্যমে। জানাযায়, তালমা ইউনিয়নের ৪৭ জন যুবকের মধ্যে গত ২৩ মার্চ ২০২৩ তারিখ লিবায়ার বেনগাজীতে বোর্ড দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় মান্টা সাগরের তিন মিটার উওাল
টেউয়ে ডুবে যায় বোর্ড। সাগরে প্রায় তিন চারদিন ভেসে থাকার পর বিদেশি জাহাজের নাবিকদের চোকে পড়লে তারা ১৭ জনকে উদ্ধার করে।
এই ঘটনার বর্ননা যারা উদ্ধার হয়ে ইতালি পৌঁছেছে তাদের কাছ থেকে তাদের স্বজনরা জেনে ইনকিলাব কে নিশ্চিত করেন। এই ঘটনায় তালমার কৃষ্ণ নগর গ্রামের নিখোঁজ আলামিনের মা মোসাঃ চামেলি বেগম বাদী হয়ে স্হানীয় মানব পাচারকারী মোঃ মুরাদ বেপারি, মোঃ গিয়াস বেপারী, মোঃ পলাশ মাতুব্বর, মোঃ এরোন মাতুব্বর ওরফে সোবাহান মাতুব্বর সহ মোট ৭/৮ জনের নামে মানব পাচার আইনে নগরকান্দা একটি মামলা করেন, মামলা নং নগরকান্দা জিআর ১৫৩/২৩ তারিখ ৯/৬/২০২৩ ইং। এই মামলায় পাচারকারীদের মুল আদম মুরাদ বেপারি সম্প্রতি ইনকিলাবে সংবাদ প্রকাশের পর আটক হয়।
এর আগে মুরাদ বেপারি গংদের প্রধান গডফাদার মোঃ পলাশ বেপারী দীর্ঘদিন জেলা খেটে ছাড়াপান। জামিনে বের হয়ে মামলার বাদীনি চামেলি বেগমকে মামলা তুলে নিতে স্ব পরিবারকে হত্যার হুমকি দেয়। এই বিষয় চামেলি বেগম নগরকান্দা থানায় পরপর তিনটি জিডি এন্ট্রি করেন। জিডি নং ১১৯৯ তারিখ ২৫/১১/২৪, জিডি নং ১৩৬ তাং ২৮/৮/২০২৩, জিডি নং ৯২০ তাং ১৯/৮/২০২৩।
অপরদিকে, নিখোঁজ যুবক মোঃ মাহফুজের মা মাফুজা বেগম বাদী হয়ে মুরাদ বেপারি সহ ১০/১১ জনের নামে আরো একটি মামলা করেন। মামলা নং নগরকান্দা জিআর ৬২/২০২২ইং।
উল্লেখ্য,, গডফাদার পলাশ বেপারী বাবা এরোন মাতুব্বর ওরফে সোবহান মাতবর তালমা সরকারি ডেইরি ফার্মের গুদাম রক্ষক পদে চাকরি করেন, তার নামে ৩/৪ টি মানব পাচারের মামলা হয়েছে বলে চামেলি বেগম এবং মাফুজা বেগম ইনকিলাব কে নিশ্চিত করেন। তাদের প্রশ্ন একজনের নামে এতগুলো মানব পাচারের মামলা হলে তিনি সরকারি হাজিরা খাতায় সই করে প্রতি মাসের বেতন নেন। স্হায়ী ভাবে দায়িত্ব পালন করছেন অথচ পুলিশ তাকে আটক করছেন না। জানাগেছে ইতিপূর্বে ইনকিলাবে মানব পাচারের উপর ৩০/৩১ টি ধারাবাহিক সিরিজ সংবাদ ছাপা হওয়ার পর ফরিদপুর অঞ্চলে মোট ৪০০ থেকে ৪৫০ মানব পাচারের মামলা হয়েছে। এর মধ্যে নগরকান্দা, সালথা ও ভাঙ্গা উপজেলাতেও ৬/৭ টি মানব পাচারের উপর মামলা দায়ের হয়েছে। প্রকাশ থাকে যে,স্হানীয় আদম পাচারকারী কাম দালালরা স্বজন হারাদের সাথে দপারপা ও ক্ষতিপূরন দিতে চাইলে মাতুব্বর গংদের কারনে মিমাংসা করতেও পারছে না।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আন্ত ইউনিট কাবাডি প্রতিযোগিতার ফাইনাল