কুষ্টিয়ার কুমারখালীতে গ্রাহক-কর্মচারীদের টাকা নিয়ে লাপাত্তা ভুয়া ‘পল্লী বীজ ব্যাংকের’ সিও
০৫ এপ্রিল ২০২৪, ০৪:৩৪ পিএম | আপডেট: ০৫ এপ্রিল ২০২৪, ০৪:৩৪ পিএম
কুষ্টিয়ার কুমারখালীতে গ্রাহকদের নিবন্ধন ফি এবং কর্মচারীদের জামানত ও বেতনসহ প্রায় ১০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ভুয়া ‘পল্লী বীজ ব্যাংক’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর রহমান। প্রায় এক মাস ধরে ওই কর্মকর্তার খোঁজ না পেয়ে ব্যাংকের কর্মচারীরা গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে নন্দলালপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে জমায়েত হন। পরে ইউনিয়নের আলাউদ্দিন আহমদে মুক্ত মঞ্চে চেয়ারম্যানের সাথে কর্মচারীদের সালিসি বৈঠক হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সালের ২ নভেম্বর উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল এলাকার তপিজান নেছা সুপার মার্কেটের দ্বিতীয় তলা ভাড়া নেন ভুয়া পল্লী বীজ ব্যাকের সিও মো. শফিকুর রহমান। ভাড়ার চুক্তিপত্র অনুযায়ী তিনি ঢাকার শেওড়াপাড়ার বেগম রোকেয়া সরনীর, ১০৩৮ নম্বর বাসার চতুর্থ তলার বাসিন্দা। তাঁর বাবার নাম হল মৃত জহির উদ্দিন। ব্যাংকের কার্যক্রমকে বেগবান করার জন্য প্রথমে ৫০ হাজার টাকা বেতনে মো. শফিকুল ইসলাম নামে একজনকে ‘ সংগঠক’ পদে নিয়োগ দেওয়া হয়। তিনি কুষ্টিয়ার মজুমপুর এলাকার বাসিন্দা। তিনি আবার অফিস সহায়ক, হিসাবরক্ষক ও মাঠকর্মীসহ ১৭ জনকে নিয়োগ প্রদান করেছেন। নিয়োগপ্রাপ্তরা প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কৃষকদের পণ্য উৎপাদন, সংরক্ষণ, ব্যবস্থাপনা ও বাজারজাতকরণের প্রলোভন দেখিয়ে ২০০ টাকা ফি প্রদানের মাধ্যমে সদস্য সংগ্রহ করতে থাকেন। তবে গেল ৪-৫ মাস ধরে প্রায় ১০৬ জন সদস্য সংগ্রহ করা হয়। কিন্তু সংগৃহীত সদস্যদের ব্যাংকের নিয়োগপ্রাপ্তরা কোনো সেবা দিতে পারেননি। আরো জানা গেছে, ব্যাংকের সংগঠক নিয়োগের জন্য পাঁচ লাখ টাকা জামানত নিয়েছেন সিও। অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগে তিনি টাকা নিয়েছেন পাঁচ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। এছাড়াও সদস্যের টাকাও তিনি একটি ব্যাংক হিসাব নম্বরের মাধ্যমে গ্রহণ করেছেন। তবে ৪-৫ মাসের মধ্যে কোনো কর্মকর্তা- কর্মচারীদের এক মাসেরও বেতন দেননি সিও। গত একমাস ধরে সিওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছেনা। মোবাইল নাম্বারটিও বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিন নন্দলালপুর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, ভূয়া ব্যাংকের সংগঠককে একটি কক্ষে বসে আছেন। কক্ষের বাইরে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা দাঁড়িয়ে আছেন। এসময় পল্লী বীজ ব্যাংকের হিসাব রক্ষক লাবনী খাতুন জানান, তিনি সংগঠককে ২০ হাজার টাকা দিয়ে তিন মাস আগে চাকুরিতে যোগদান করেছেন। তিনি প্রতিদিনের কালেকশন একটি ব্যাংক হিসাব নম্বরের মাধ্যমে সিও স্যারকে পাঠাতেন। তার প্রতিমাসে ৭ হাজার টাকা বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু একটি টাকাও বেতন পাননি তিনি। তার ভাষ্য, সিও সবার সাথে প্রতারণা করে পালিয়েছে। মাঠকর্মী সোনিয়া আক্তার বলেন, ১০ হাজার টাকা জমা দিয়ে তিনি চাকুরি নিয়েছেন। তিনিসহ ব্যাংকে ১৭ জন লোক কাজ করেন। এখন পর্যন্ত ১০৬ জন গ্রাহক তাঁরা সংগ্রহ করেছেন। প্রত্যেকে ২০০ টাকা করে ফি দিয়ে গ্রাহক হয়েছেন। প্রতারণার বিষয়টি গ্রাহকরা জানেনা। ভূয়া ব্যাংকের সংগঠক মো. শফিকুল ইসলাম জানান, তিনি ৫০ হাজার টাকা বেতনের লোভে সিও শফিকুর কে পাঁচ লাখ টাকা জামানত দিয়েছেন। তাঁর ব্যাংকে ১৭ জন কর্মচারী আছেন। কেউ একমাসেরও বেতন পাইনি। সবাই বেতনের জন্য সিওকে ফোন দিচ্ছে। কিন্তু গেল একমাস ধরে সিওর খোঁজ নেই। তাঁর ধারণা, সিও শফিকুর ভূয়া ব্যাংক খুলে সকলের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা নিয়ে পালিয়েছে। কি করবেন এখনও সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি। এবিষয়ে জানতে সিও মো. শফিকুর রহমানের ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। অফিস ভবনের মালিক আবু আয়েশ জানান, তিনি ব্যাংকের সিওকে মাসিক ৪ হাজার টাকা ভাড়া মিটিয়ে চুক্তিপত্রে সাক্ষর করেছিলেন। এপর্যন্ত মাত্র ২ মাসের ভাড়া পেয়েছেন। তিনি কয়েকদিন হল শুনেছেন সিও পালিয়েছে। জানতে চাইলে নন্দলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান খোকন জানান, পল্লী বীজ ব্যাংক নামের প্রতিষ্ঠানটি সকলের অগোচরে প্রতারণা করছিল। বিষয়টি আজই তার নলেজে এসেছে। তিনিসহ ব্যাংকের কর্মচারীরা সিওকে খুঁজছে। সিওকে পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি বিষয়টি ইউএনও কেও জানিয়েছেন। ইউএনও মাহবুবুল হক জানান, তিনি থানা পুলিশকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন। লিখিত অভিযোগ পেলে প্রতারণার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখবেন বলে জানান তিনি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ