বগুড়ায় থানায় ঢুকে পুলিশকে মারপিট করে আসামি ছিনতাই চেষ্টার ঘটনায় স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরুজ্জামান সহ গ্রেফতার ৯
০৭ এপ্রিল ২০২৪, ০৪:৩২ পিএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৪, ০৪:৩২ পিএম
বগুড়ার শাজাহানপুরে থানায় ঢুকে পুলিশকে মারপিট করে আসামি ছিনতাইয়ের চেষ্টার দায়ে গ্রেফতার হলেন এলাকার এাস ও একাধিক মামলার আসামি মাঝিড়া ইউপি চেয়ারম্যান শীর্ষ সন্ত্রাসী স্বেচ্ছাসেবক লীগ নুরুজ্জামানসহ ৯ জন।
গ্রেফতারকালে নুরুজ্জামান ও তার লোকজনের হেফাজত থেকে ১ টি আগ্নেয়াস্ত্র সহ বেশকিছু
দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার ও ৩৬ টি মোটর বাইক
জব্দ করা হয়েছে।
ঘটনার বিবরণ দিয়ে পুলিশ সুত্র জানিয়েছে, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে শাজাহানপুর থানা ক্যাম্পাসে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার আগে ও পরে পুলিশ অভিযান চালিয়ে দু’টি পিস্তল, সাত রাউন্ড গুলি, দু’টি বার্মিজ চাকু, দুই বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ৩৬টি মোটরসাইকেল জব্দ করেছে।
সন্ত্রাসীদের হামলায় এক এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে জানা গেছে, শনিবার রাত নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি উপজেলার আড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে দু’টি বার্মিজ চাকুসহ একাধিক মামলার আসামি আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠুনকে আটক করে। মিঠুনকে আটকের খবর পেয়প রাত ১০টার দিকে মাঝিড়া ইউপি চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগ নেতা ও চিহ্নিত সন্ত্রাসী নুরুজ্জামান ৩৫-৪০ জনের একটি দল নিয়ে শাজাহানপুর থানায় ঢুকে পুলিশ সদস্যদের সাথে বাকবিতন্ডায় জড়ায় এবং মিঠুনকে জোরপুর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
খবর পেয়ে টহল ডিউটিতে থাকা শাজাহানপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম থানায় আসেন। ওসিকে দেখে নুরুজ্জামানসহ তার সহযোগিরা থানা ভবনের সিঁড়িতে বসে পড়ে। এমতাবস্থায় ওসি তাদেরকে সরে দাঁড়াতে বললে তারা তার সাথে বাগবিতন্ডায় লিপ্ত হয় এবং তাকে ধাক্কা দেয়। ওসিকে রক্ষায় পুলিশ সদস্যরা
এগিয়ে এলে পুলিশের ওপরও অতর্কিত হামলা চালায় তারা। এসময় তাদের হামলায় এক এসআইসহ চার পুলিশ আহত হন। পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠলে নুরুজ্জামান ও তার অনুসারীরা থানা ক্যাম্পাস থেকে সটকে পড়ে ।
এরপর সন্ত্রাসী নুরুজ্জামান ও তার অনুসারীরা সংঘবদ্ধ হয়ে ফের পুলিশের ওপর আক্রমণ চালাতে উপজেলার বান্নিঘাটা এলাকায় নুরুজ্জামানের নিজের বাড়ির কাছে অবস্থান নিয়েছে মর্মে খবর পেয়ে এমন জেলা ও শাজাহানপুর থানার পুলিশ, র্যাব ও ডিবি পুলিশ সদস্যরা অভিযানে নেমে নুরুজ্জামান ও তাদের সহযোগিদের ঘেরাও করে নুরুজ্জামান, ওহাবুজ্জামান নাঈম, নাজমুল, বোরহানসহ ৯ জনকে আটক করে। অভিযানকালে দু’টি পিস্তল, সাত রাউন্ড গুলি, দু’টি বার্মিজ চাকু, দুই বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ৩৬টি মোটরসাইকেল জব্দ করে অভিযানিক দলটি।
শাজাহানপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য স্বেচ্ছাসেবক লীগের নেতা ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের নেতা হিসেবে দলীয় পরিচয় ব্যাবহার নুরুজ্জামান এলাকায় ত্রাসের রাজত্ব
কায়েম করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
ভুমি দস্যুতা,মাদক ব্যবসা এবং চাঁদাবাজি করে
কোটি কোটি টাকার মালিক হয়েছে।
তার বিরুদ্ধে টেন্ডার সন্ত্রাস সহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানাগেছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ