ফরিদপুর শহর উপশহর ধুলার দূষণে জনদূর্ভোগ চরমে
০৮ এপ্রিল ২০২৪, ১১:০৯ এএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২৪, ১১:০৯ এএম
ফরিদপুর শহর ও উপশহর ধলার দূষণে দুন দিন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে।
বিশেষ করে বন্দর ঘাট থেকে মুল শহর ৮ কিলোমিটার এলাকা, সিএন্ডবিঘাটের ৫ কিলোমিটার এলাকা এবং সিএন্ডবিঘাট হতে হটাৎ বাজার পর্যন্ত ১০ কিলোমিটার এলাকা,বন্দর ঘাট হতে শহরে লিংক সড়কের আরো ২০ কিলোমিটার রাস্তা জুড়েই ধূলা আর ধূলা,মোট কথা ধুলার দূষণে, জনদূর্ভোগ চরমে উঠছে।
ধূলায় ধূসর হয়ে পড়ছে ৪৩ কিলোমিটার ব্যাসার্ধের এলাকা জুড়ে সমস্ত বৃক্ষরাজি। সবুজে সমাহার নামে খ্যাত ডিক্রিরচড় নর্থ-চ্যানেল এবং অম্বিকাপুর ইউনিয়ন। এই তিনটি ইউনিয়নের মাঠের সবুজ ফসল এবং রাস্তার পাশের গাছ পালা দেখলে মনে হয় সরকারি ভাবে ধূসর রং করা হয়েছে।
দিনরাত বালু মাটি ও বাটায় মাটি টানার কারনে আজ ফরিদপুরের এ অবস্থা। বসবাসের অযোগ্য হয়ে পড়ছে শহর উপশহরে।
ধূলার শহর নামে এখন ফরিদপুর পরিচিত লাভ করছে । দিন দিন জনজীবনে দুর্ভোগ বেড়েই চলছে। এই বিষয় নিয়ে ইতোপূর্বে, জনপ্রিয় দৈনিক ইনকিলাব একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর ফরিদপুর পৌরকর্তৃপক্ষ এবং স্থানীয় ভাটা মালিক সমিতির পক্ষ থেকে দুই চারদিন পানি ছিটানোর ব্যবস্হা করা হলেও এই দৃশ্য এখন আর চোখে পড়ে না।
ফলে জনজীবনে নেমে আসছে চরম ভোগান্তি । বিশেষ করে, সদর থানার সিএন্ডবিঘাট সড়ক, ধলার মোড়- হয়ে মেরিন কলেজ।,স্লুইসগেট হতে টেপাখোলা পুলিশ ফাঁড়ি। সিএন্ডবিঘাট হতে টেপাখোল।
ধলামোড় হতে স্লুইসগেট গেট চৌরাস্তা হতে সোনালি ব্যাংক,বন্দর ঘাট হতে হটাৎ বাজার ১০ কিলোমিটার, পর্যন্ত ৬ টি সড়কের কম পক্ষে ১৫ কিলোমিটার সড়কে চলাচল করাটাই কষ্ট সাধ্য-বিষয় হয়ে উঠছে। কারন হিসাবে দেখাগেল, প্রধান সড়কের পাশে ৭/৮ ইটের ভাটার ধূলা বালিতে একাকার হয়ে উঠছে এই সড়কগুলো। পাশা-পাশি এই সড়কগুলোই হচ্ছে ফরিদপুরের এক মাত্র মাঝারি নদী বন্দর ঘাট।এখান থেকে প্রতিদিন শতাধিক কার্গো জাহাজ, মিনি জাহাজ, শিপ থেকে বিভিন্ন বন্ধর থেকে এসে নোঙ্গর করা নৌযান থেকে শিল্পের কাজে ব্যবহার করা কাঁচামাল পণ্য খালাস করে।
ফলে প্রতিদিন শত শত ভারী যানবাহন চলাচল করে।এবং উল্লেখিত, সড়কগুলো দিয়ে ধাপিয়ে চলচলের কারনে বর্ষার দিনের ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে বড় বড় খানা খন্দক ও গর্তের সৃষ্ট জমা হওয়া কাঁদা মাটি শুকিয়ে এখন ধূলার ডোবায় পরিণত হয়েছে।
ফলে ভারী যানবাহন চলাচলে গাড়ির সাথে ধূলা বালি ও মাটিগুলো ও গতিবেগে বাতাসে উড়ে পুরো ৪৩ কিলোমিটার সড়ক জুড়ে ধূলা বালি ছড়িয়ে পড়ছে। এই ধূলা শহর থেকে উপশহরে এবং গ্রাম থেকে লোকালয় ডুকে পড়ছে।৷ আবার উপ শহর ধূলা উড়ে মুল শহরে বাতাসে ছড়িয়ে পড়ছে। সাথে যোগ হয়েছে বিগত ৫০ বছর আগের টেপাখোলার বিশাল গো হাটটির গবাদিপশুর মল-মূত্র ও শত শত যানবাহনের চলাচলের ধুলাবালি। মোট কথা, সিএন্ডবিঘাটের বালু মাটি ও সিমেন্টর যানবাহন চলচলে কমপক্ষে ৫ কিলোমিটার সড়কে চলাচলই দুঃসাধ্যহয়ে পড়ছে।
ইনকিলাবের সাথে কথা হয়, ঘাট এলাকার গৃহবধূ করিমনের সাথে, তিনি বলেন, সারাদিন পর কয়টা ভাত খাই ঠিকি তার অর্ধেকই ধূলা আর বালি।স্লুইসগেট , টেপাখোলা, ধলার মোড়ের রিমা,আসমা, ও কৈতুরি বেগম ইনকিলাব বলেন, সারাদিন খাটা খাটনি করে ঘড়ে এসে দেখি ধূলায় আর বালিতে তরকারি পাতিল ভরে গেছে ভাতেও বালি। তাই রান্না করাই বাদ দিছি। শুধু রুটি বানিয়ে খাই। এই বিষয় ইনকিলাবের সাথে কথা হয় ডিক্রীরচর ইউনিয়নের ভাইসচেয়ারম্যান মোঃ হায়দার আলী খানের সাথে তিনি বলেন, যে ভাবে ধূলা উড়ছে তাতে পৌরসভা বা এলাকার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জনদূর্ভোগ কমাতে দিনে রাস্তায় তিনবার পানি দেওয়া উচিত। দিবে কে? ইনকিলাবের সাথে ইট ভাটা মালিক সমিতির নেতা রব খানের সাথে তিনি বলেন, ধূলার হাত থেকে বাঁচতে আমরা আবারও পানি ছিটানোর পরিকল্পনা করছি। ইনকিলাবের সাথে কথা হয়, সংশ্লিষ্ট এলাকার পৌর কমিশনার আফছার মিয়ার সাথে তিনি বলেন, সড়কে পানি ছিটানো জরুরি। ইনকিলাবের সাথে হয় জেনারেল ডাঃ মোঃ আবজাল হোসেনের সাথে তিনি বলেন, ধুলাবালি বাতাসে উড়ে শ্বাসকষ্টের রোগ বারায় এতে শিশু ও বয়স্করা বেশী আক্রান্ত হয়। ইনকিলাবের সাথে কথা হয়, সদর উপজেলা নির্বাহী অফিসারের সাথে তিনি বলেন, জন-দুর্ভোগ রক্ষায় দ্রুতই ব্যবস্হা নেয়া হবে। কথা হয় জেলা পরিবেশে অধিদপ্তরের পরিচালকের সাথে, তিনি ইনকিলাব কে বললেন, আমরা যা কিছু করি জন-দুর্ভোগ সৃষ্টি হয় সবই অন্যায়। আমরাও ব্যবস্হা নিবো। কথা হয় ফরিদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তার সাথে তিনি ইনকিলাব বলেন, আমরা এই বিষয়টি মানবিক হয়ে দেখবো।
ঝিনাইদহের কালীগঞ্জে মেইনবাস স্ট্যান্ডে ট্রাক-চাপায় মো. হাসানুজ্জামান (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টা দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসানুজ্জামান ঝিনাইদহ সদর উপজেলার ভুট্রো নারিকেলবাড়িয়া এলাকার শমসের আলীর ছেলে। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে হাসানুজ্জামান ছিলেন দ্বিতীয়। তিনি সাতক্ষীরা আইএফআইসি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে মোটরসাইকেল যোগে ঝিনাইদহ থেকে কর্মস্থল সাতক্ষীরা যাচ্ছিলেন হাসানুজ্জামান। পথে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তিনি সড়কের ওপর পড়ে গেলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ ওসি আবু আজিফ বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ট্রাক-চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। চালক ও হেলপারকে আটক করেছে থানা পুলিশ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ