সিলেটে পর্যটন স্পট গুলোতে গমগম করছে দর্শনার্থী-পর্যটকে !
১৩ এপ্রিল ২০২৪, ০৫:১১ পিএম | আপডেট: ১৩ এপ্রিল ২০২৪, ০৫:৫৭ পিএম
ঈদ-উল-ফিতর, সেই সাথে পহেলা বৈশাখ। এ দু’য়ের উৎসবে মাতিয়ে উঠেছে পুরো সিলেট। পর্যটক ও দর্শনার্থীদের আনাগোনায় গুমগুম (গিজগিজ) করছে পর্যটন কেন্দ্রগুলোতে। এমনিতেই আগাম প্রস্তুতির অংশ হিসেবে প্রায় কয়েক লক্ষ পর্যটকের উপস্থিতি আমলে নিয়ে নিজদের গুছিয়ে রেখেছিল কর্তৃপক্ষ। কারন টানা ৫ দিনের ছুটি, এক সাথে অনুকূল আবহ্ওায়ার আগাম বার্তা। ৬০-৬৫ শতাংশ হোটেল মোটেল কক্ষ বুকিং সম্পন্ন হয়েছিল ঈদ ছুটির শুরুর পূর্বেই। এছাড়া সিলেটে ঘুরতে আসা পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা ও সেবা দিতে প্রস্ততি নিয়ে রেখেছিল টুরিস্ট পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসন। প্রাক প্রস্তুতির হিসেব নিকেষে বিফলে যায়নি, এখন সিলেটের পর্যটন স্পটগুলো সত্যিই জমজমাট।
পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া স্বচ্ছ জলরাশিতে অবগাহন, বিস্তীর্ণ চা বাগান বা ঘন সবুজ বনে হারিয়ে যাওয়া কিংবা সুউচ্চ পাহাড় থেকে নেমে আসা ফেনিল জলধারায় স্নাত হওয়া-রূপ লাবণ্যের অপরূপ সিলেট সবই যেন সাজিয়ে রেখেছে নিপুণ হাতে। নয়নাভিরাম সৌন্দর্য নিয়ে প্রতিনিয়ত পর্যটকদের ডাকে সিলেট। সেই ডাক উপেক্ষা করতে পারেন না সৌন্দর্যপিপাসু পর্যটকরাও। এবার ঈদ এসেছে গ্রীষ্মের খরতাপ। মাঝেমধ্যে হওয়া বৃষ্টি সিলেটের সবুজ সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুরে রয়েছে বেশ কিছু মনোহারিণী স্থান। জল-পাথর-পাহাড়ের মিতালির বিছনকান্দি, প্রকৃতিকন্যা জাফলং, দ্বিতীয় সুন্দরবন হিসেবে খ্যাত দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুল, মায়াবী সৌন্দর্যের মায়াবন, বিস্তীর্ণ ঝর্ণাধারার পাংথুমাই এসব রয়েছে গোয়াইনঘাটে। জৈন্তাপুরে আছে ‘নীলনদ’ খ্যাত পান্না সবুজ জলের লালাখাল, ঐতিহাসিক মেগালিথিক পাথর ও ঐতিহ্যের স্মারক জৈন্তিয়া রাজবাড়ি। সীমান্তবর্তী আরেক উপজেলা কানাইঘাটে রয়েছে প্রকৃতির আশ্চর্যময় সৌন্দর্যের লীলাভূমি লোভাছড়া। এখানে আছে সবুজের শ্যামলিমার আচ্ছাদন, চা বাগান, শতবর্ষী ঝুলন্ত ব্রিজ, পাথর অঞ্চল, হাতি নিয়ে চলা মাহুত, চা পাতার প্রক্রিয়াজাতকরণ প্রভৃতি। সিলেটের আরেক সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে রয়েছে দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি। এসব সীমান্তবর্তী উপজেলা থেকে বাংলাদেশের ওপারে ভারতের মেঘালয় রাজ্যের সৌন্দর্যও সহজেই অনুধাবন করা যায়। সীমান্তে পাহাড়ের বুকে স্বচ্ছ ফেনিল জলরাশির ঝর্ণা, পাহাড়ে এসে মুখ লুকানো সাদা মেঘ, আকাশের সাথে পাহাড়ের মেলবন্ধন আর চোখ-জুড়ানো সবুজ যে কাউকে মুগ্ধতায় আচ্ছন্ন করে রাখে। আজ শনিবার ঈদের ৩য় দিন সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক দর্শনার্থী মুখর হয় উঠে জাফলং,বিছনাকান্দি, রাতারগুল। তবে বিছনাকান্দি রাতালগুলের তুলনায় পর্যটক উপস্থিতি বেশি জাফলংয়ে। সবুজের আস্তরণে মেঘালয়ের বিস্তৃত চোখ জোড়ানো সবুজ টিলা,পাহাড়,বয়ে চলা স্বচ্ছ জলরাশি,নুড়িপাথরের কলতানের সৌন্দর্য অবলোকনের জন্য ভ্রমণে জাফলং ছুটে আসেন দর্শনার্থীরা।এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে তাঁরা বিমুগ্ধ। পাহাড়,টিলার সাথে সাদা মেঘের লুকোচুরী। বর্ষা মৌসুমের শুরুতেই প্রকৃতি যেন সেজেছে তার আপন মহিমায়। আগন্তুকদের মধ্যে পরিবার-পরিজন আর বন্ধুবান্ধব নিয়ে ভ্রমণপিয়সীরা স্থানগুলো দর্শন করছেন। গোয়াইনঘাট উপজেলার জাফলং, বিছনাকান্দি, সোয়াম ফরেস্ট রাতারগুল ছাড়াও পানতুমাই ঝর্ণা,দেশের একমাত্র সমতল জাফলং চা বাগান ও মায়াবী ঝর্ণাতেও পর্যটকদের পদচারণা চোখে পড়ার মতো।তবে সব চাইতে বেশি পর্যটকের ভিড় ছিল জাফলং জিরো পয়েন্ট। যাদের বেশিরভাগ দর্শনার্থীই ছিলেন উঠতি তরুণ-তরুণী। নদী, স্বচ্ছ জল, আর ভারতের মেঘালয়ের ওমঘট নদীর উপর ঝুলন্ত ব্রিজ,টিলা পাহাড়ের পাশাপাশি এখানকার খাসিয়া পল্লী,মায়াবী ঝরণাও মন কাঁড়ে ভ্রমণ প্রেয়সীদের। পর্যটক সমাগম বৃদ্ধি পাওয়ায় এখানকার হোটেল মোটেল রিসোর্টে কোন রুম খালি নেই আগামী ৪ দিন পর্যন্ত। অগণিত পর্যটকরা আগেই ফোন ও অনলাইনে বুকিং দিয়ে রেখেছেন সবকটি হোটেল মোটেল রিসোর্টের রুম সমূহ। জাফলং জিরো পয়েন্টের আশপাশের সবকটি খাবার হোটেল রেস্টুরেন্টের জমজমাট বিকিকিনি চোখে পড়ে। এখানকার হোটেল রেস্টুরেন্টের মালিকরা জানিয়েছেন পর্যটক, দর্শনার্থীদের সমাগম বৃদ্ধি পাওয়ায় তাদের হোটেল রেস্টুরেন্টের বিকিকিনি বেড়েছে। পর্যটকদের কথা বিবেচনা করে সুলভ মূল্যে সব ধরনের খাবারের আয়োজন করা হয়েছে। পর্যটকরাও তাদের রুচি অনুসারে পছন্দ সহকারে খাবার খাচ্ছেন। এদিকে, জমে উঠেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র সাদাপাথর। ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ভিড় করছেন সাদা পাথরে। পাথর পানি আর পাহাড়ের মিতালী দেখতে এখানে আসছেন পর্যটকরা। ঈদের পরদিন শুক্রবার পর্যটক কিছুটা কম হলেও শনিবার ছিল পর্যটকে ঠাসা। আজ প্রায় ২০ হাজার পর্যটকরে আগমন ঘটে সাদাপাথরে।সেকারণে স্থানীয়দের বহুবিধ ব্যবসা জমিয়ে উঠেছে এই মুহূর্তে। এসবের বাইরে সিলেটের পর্যটনকেন্দ্র শ্রীপুর, ফেঞ্চুগঞ্জ উপজেলাস্থ বৃহৎ হাকালুকি হাওর, সিলেট শহরতলিস্থ লাক্কাতুরা ও মালনিছড়া চা বাগান, ঘন সবুজ অরণ্যের খাদিমনগর জাতীয় উদ্যান, সিলেট নগরীতে থাকা হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার, ঐতিহ্যের ক্বিনব্রিজ, আলী আমজাদের ঘড়ি, ‘সেলফি ব্রিজ’ খ্যাত নান্দনিক কাজিরবাজার সেতু পর্যটকদের ভরিয়ে দিয়েছে মন । সেকারণে দলে দলে দর্শনার্থী-পর্যটকের ভিড় লক্ষণীয় এ স্থানগুলোতে। পরিস্থিতি এরকম থাকলেও পর্যটন ব্যবসা নিয়ে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ বলেন, সিলেটের পর্যটন স্পটগুলো বর্ষা মৌসুমে দেখতে বেশি সুন্দর। বর্ষা মৌসুমে বৃষ্টি হলে পর্যটনস্থলগুলো সৌন্দর্য মেলে ধরে। এ বছর আমরা বৃষ্টির দেখা পেয়েছি। আশা করছি কিছু পর্যটক হবে। তবে যেভাবে আশা করেছিলেন ব্যবসায়ীরা সেভাবে হোটেল মোটেল বুকিং হয়নি। তিনি বলেন, বিগত বছরগুলোর তুলনায় এবছর পর্যটকের উপস্থিতি আশাতীত নয়। অন্যান্য বছরগুলোতে এ সময়ে ৭০-৮০ শতাংশ হোটেল মোটেল কক্ষ বুকিং হয়ে যেতো। কিন্তু এবছর বুকিং হয়েছে ৬৫ শতাংশ। কারণ হিসেবে তিনি বলছেন, বাজারে যেভাবে নিত্য-পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে সেখানে সংসার চালাতে হিমশিম খাচ্ছে মানুষ। টাকা বাঁচাতে পারলে ঘুরতে আসবে। মোট কথা অভাব-অনটন থাকার কারণে এ ছুটিতে উপস্থিত কম হচ্ছে পর্যটক ।
টুরিস্ট পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ পরিদর্শক আখতার হোসেন বলেন, পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সাদাপাথরে এই ঈদে প্রতিদিন কয়েক হাজার লোক ঘুরতে আসছেন। এ পর্যন্ত স্বাচ্ছন্দ্যে ঘুরাফেরা করছেন পর্যটকরা।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২ কোটি টাকা মূল্যের ১৬টি দোকান পুড়ে ছাই
ঘোড়াঘাটে সিসি ক্যামেরার সামনে থেকে দিনের বেলায় মোটরসাইকেল চুরি
ট্রাম্পের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব আইন পরিবর্তন কঠিন হতে পারে
লেবাননের নতুন নেতৃত্বে হিজবুল্লাহর প্রভাব কি হ্রাস পাচ্ছে?
টিকটককে ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প
আদানি পুত্রের বিয়েতে আসছেন টেইলর সুইফট!
বেনজীরের সাভানা ইকো রিসোর্টে এনবিআরের অভিযান, মিলেছে বিপুল পরিমাণ কর ফাঁকির প্রমাণ
৭ দিনের মধ্যে প্রত্যাহার হবে রাজনৈতিক হয়রানিমূলক মামলা: আইন উপদেষ্টা
পঞ্চগড়ে তারুণ্যের উৎসবে বিনামুল্যে চক্ষু শিবির
আগামীকাল নেত্রকোণা জেলা যুবদলের সভাপতি মরহুম আল আমিন খান পাঠানের মৃত্যুবার্ষিকী
তুরস্কের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০, আহত আরও ৩২
কাল উত্তরায় আসছেন ধর্ম উপদেষ্টা ২ দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির শুরু কাল
কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা
জয়পুরহাট সীমান্তে বিএসএফের বেড়া, বিজিবির বাধায় কাজ বন্ধ
অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো : মির্জা ফখরুল
ধরা পড়েননি পালানো ওসি, ‘সম্ভবত’ ইন্ডিয়া চলে গেছেন: ডিএমপি কমিশনার
কলাপাড়ায় বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরির মামলায় শ্রমিক দলের সভাপতি জেল হাজতে
জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেস্টাকালে বিজিবির বাধায় বন্ধ
প্যারিসে অনুষ্ঠিত হলো গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের পরিচিতি সভা
পানামা খাল নিয়ে ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব প্রেসিডেন্ট মুলিনোর